আপনি কি জানেন, ডায়াবেটিস দৃষ্টিশক্তি হারানোর কারণ হতে পারে?

“আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে আপনি ডায়াবেটিসের কারণে সৃষ্ট চোখের রোগ ‘ডায়াবেটিক রেটিনোপ্যাথি’তে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন।”

ডাঃ এভলিন মেনসাহ
ক্লিনিক্যাল প্রধান (লিড), অপথালমোলজি
লণ্ডন নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি হেলথকেয়ার এনএইচএস ট্রাস্ট ।

ডায়াবেটিস থাকলে চোখের স্ক্রীনিং করানো খুবই গুরুত্বপূর্ণ

“আমি দৃষ্টিশক্তি হারিয়েছি বলে যখন ধরা পড়ল, তখন তা আমার মধ্যে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করে। কেউই তাঁর দৃষ্টিশক্তি হারাতে চায় না। আমি ছয় মাস কেঁদেছি।”

বার্নাডেট ওয়ারেন (৫৫)
সাবেক শিক্ষক, সারে ।

স্ক্রিনিং প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করে

“নিয়মিত পরীক্ষা-নীরিক্ষা এবং স্ক্রিনিংয়ে অংশ নিলে তা মানুষের শরীরে জটিলতা সৃষ্টির ঝুঁকি অথবা প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করবে। তখন এসব ব্যাপারে আমরা কিছু করতে সক্ষম হবো।

ডা. ভরন কুমার
জিপি, স্লাও, বার্কশায়ার

রবিবার, ১৯ মে ২০২৪

যুক্তরাজ্য

কবি শামীম আজাদ ও সালেহা চৌধুরীসহ ১৬ জনের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ

৬ ফেব্রুয়ারি ২০২৪ ৭:২৮ পূর্বাহ্ণ | যুক্তরাজ্য

লণ্ডন, ০৫ ফেব্রুয়ারী: বিলেতবাসী কবি শামীম আজাদ ও বিশিষ্ট কথাসাহিত্যিক সালেহা চৌধুরীসহ এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন ১৬ জন লেখক-সাহিত্যিক। গত সপ্তাহে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেন। গত ২৪ জানুয়ারি বুধবার বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করে।  এবারের পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন- কবিতায় শামীম আজাদ, অনুবাদে সালেহা চৌধুরী, কথাসাহিত্যে নূরুদ্দিন জাহাঙ্গীর ও সালমা বাণী, প্রবন্ধ-গবেষণায় জুলফিকার মতিন, নাটক ও নাট্যসাহিত্যে (যাত্রা, পালা নাটক, সাহিত্যনির্ভর আর্টফিল্ম বা নান্দনিক চলচ্চিত্র) মৃত্তিকা চাকমা ও মাসুদ পথিক, শিশুসাহিত্যে তপংকর চক্রবর্তী, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় আফরোজা পারভীন ও আসাদুজ্জামান আসাদ, বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও মো. মজিবুর রহমান, বিজ্ঞান-কল্পবিজ্ঞান-পরিবেশবিজ্ঞানে ইনাম আল হক, আত্মজীবনী-স্মৃতিকথা ভ্রমণকাহিনি-মুক্তগদ্যে ইসহাক খান এবং ফোকলোরে তপন বাগচী ও সুমনকুমার দাশ। কবি শামীম আজাদ ১৯৯১ সাল থেকে বিলতে বসবাস করছেন।

কথাসাহিত্যিক ও অনুবাদক সালেহা চৌধুরীও দীর্ঘদিন যাবত বিলাতবাসী লেখক। দুজনই ইতোপূর্বে বাংলা একাডেমীর সৈয়দ ওয়ালিউল্লাহ পুরস্কার পেয়েছেন। এবারে পেলেন বাংলা একাডেমীর মূল পুরস্কার।

কবি শামীম আজাদ

কবিতা, উপন্যাস লেখা ছাড়াও কবি শামীম আজাদ বিলাতে একজন প্রথিতযশা বাচিকশিল্পী এবং শিক্ষক। তার কাব্যগ্রন্থ স্পর্শের অপেক্ষা, ভালোবাসার কবিতা, হে যুবক তোমার ভবিষ্যত, ১০০ প্রেমের কবিতা, ওম, দেহখাঁজ খঞ্জর, জিয়ল জখম, জন্মান্ধ জুপিটার ও শূণ্যস্থানে চুম্বন। এছাড়া প্রকাশিত হয়েছে প্রবন্ধ, গল্প, আত্মজৈবনিক উপন্যাস, জার্নাল, নাটক, অনুবাদগ্রন্থসহ নানা বিষয়ভিত্তিক সাহিত্যসৃষ্টি।  ২০১৬ সালে পেয়েছেন বাংলা একাডেমী সৈয়দ ওয়ালিউল্লাহ পুরস্কার, সম্মাননা পেয়েছেন ১৯৯৫ সালে দেশী ফ্যাশন ও লাইফ স্টাইলে অনন্য অবদানের জন্য বিচিত্রা অ্যাওয়ার্ড ফর ফ্যাশন জার্নালিজম, বিলাতের হুজহু‘র ২০০৯ ও ২০০১ সিভিক অ্যাওয়ার্ড সম্মাননা। ২০১৯ সালে পেয়েছেন গ্রিসের এথেন্সের এ্যাপোয়েটস আগোরা সম্মাননা। শামীম আজাদ লণ্ডনে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধভিত্তিক ‘বিজয়ফুল’র প্রবর্তক। উল্লেখ্য, কবি শামীম আজাদের পৈতৃক নিবাস সিলেট বিভাগের মৌলবীবাজার জেলায়।

সালেহা চৌধুরী

প্রায় চার দশক ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন ধারায় সফল বিচরণ কবি ও লেখিকা সালেহা চৌধুরীর সালেহা চৌধুরীর জন্ম রাজশাহী জেলায়। পিতার চাকুরির সুবাদে বাংলাদেশের বিভিন্ন জেলায় কেটেছে তাঁর শৈশব-কৈশোর। এখন পর্যন্ত তাঁর ৫৪টি বই প্রকাশিত হয়েছে। এগুলোর মধ্যে ১৬টি উপন্যাস, ১৫টি অনুবাদ বই, সাতটি ছোটগল্পের বইসহ রয়েছে বেশ কিছু কবিতা, প্রবন্ধ ও সমালোচনাগ্রন্থ। ‘সাহিত্যে ১২ জন নোবেল বিজয়ী নারীর জীবন ও সাহিত্য’ শিরোনামে একটি বই রয়েছে তাঁর। এছাড়া তাদের নোবেল বক্তৃতাগুলোর অনুবাদ করেছেন এবং বিশ্বে ১৯০১ থেকে ২০১১ পর্যন্ত বারো জন নারী সাহিত্যে নোবেল পেয়েছেন এ নিয়ে তাঁর গবেষণাগ্রন্থ রয়েছে। দীর্ঘদিন যাবত সালেহা চৌধুরী বিলাতে বসবাস করছেন। ইতোপূর্বে বাংলা একাডেমী সৈয়দ ওয়ালিউল্লাহ পুরস্কার পেয়েছেন তিনি। 

সবচেয়ে বেশি পঠিত

শ্রদ্ধা-ভালোবাসায় সৈয়দ আফসার উদ্দিনকে স্মরণ

শ্রদ্ধা-ভালোবাসায় সৈয়দ আফসার উদ্দিনকে স্মরণ

লণ্ডন, ১৭ এপ্রিল: লণ্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আফসার উদ্দিনের স্মরণসভায় বক্তারা বলেছেন, তিনি ছিলেন একজন আপাদমস্তক ভদ্রলোক। ছিলেন সদালাপী, বিনয়ী ও কৃতজ্ঞতাবোধসম্পন্ন মানুষ। একজন সাংবাদিক ও শিক্ষক হিসেবে তিনি ছিলেন বর্ণাঢ্য জীবনের অধিকারী। তিনি...

গার্ডেন্স অব পিসে চিরনিদ্রায় শায়িত সৈয়দ আফসার উদ্দিন

গার্ডেন্স অব পিসে চিরনিদ্রায় শায়িত সৈয়দ আফসার উদ্দিন

সহকর্মীদের আবেগঘন স্মৃতিচারণ সারওয়ার-ই আলম ♦ লণ্ডন, ১২ এপ্রিল: সহকর্মীদের ভালবাসায় ও কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের শেষ শ্রদ্ধায় সিক্ত হয়ে ১৩ই এপ্রিল শনিবার ইস্ট লণ্ডনের গার্ডেন্স অব পিসে চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক, ব্রিটিশ-বাংলাদেশী...

বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক সৈয়দ আফসার উদ্দিনের ইন্তেকালে কমিউনিটিতে শোকের ছায়া

বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক সৈয়দ আফসার উদ্দিনের ইন্তেকালে কমিউনিটিতে শোকের ছায়া

মঙ্গলবার ১৩ই এপ্রিল জানাজা ইস্ট লণ্ডন মসজিদে সারওয়ার-ই আলম ♦ লণ্ডন, ১২ এপ্রিল: বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক, বাংলাদেশী-ব্রিটিশ কমিউনিটির প্রিয়মুখ সৈয়দ আফসার উদ্দিন এমবিই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘ নয় বছর বোন ম্যারো ক্যান্সারের সঙ্গে...

বিশেষ ইফতার মাহফিল আয়োজনের মধ্যদিয়ে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে লণ্ডন মুসলিম সেন্টার

বিশেষ ইফতার মাহফিল আয়োজনের মধ্যদিয়ে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে লণ্ডন মুসলিম সেন্টার

লণ্ডন, ৪ এপ্রিল: রাজনৈতিক নেতৃবৃন্দ, কুটনীতিক, পুলিশ ও ধর্মীয় নেতাসহ বিভিন্ন কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সম্মানে বিশেষ ইফতার মাহফিল আয়োজনের মধ্যদিয়ে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীও উদযাপন করেছে লণ্ডন মুসলিম সেন্টার। গত ২৭ মার্চ বুধবার বিকেলে লণ্ডন মুসলিম সেন্টারের...

সোয়াসে ‘রাজনৈতিক প্রতিরোধ: বাংলাদেশের ফিলিস্তিন নীতি’ শীর্ষক সেমিনার

সোয়াসে ‘রাজনৈতিক প্রতিরোধ: বাংলাদেশের ফিলিস্তিন নীতি’ শীর্ষক সেমিনার

লণ্ডন, ২৪ মার্চ: ফিলিস্তিনের পক্ষে বঙ্গবন্ধু প্রদত্ত অঙ্গীকার রক্ষায় বাংলাদেশের অবস্থান অটল রয়েছে উল্লেখ করে ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন লণ্ডনে দায়িত্বরত বাংলাদেশ মিশনের উপরাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান।  ’রাজনৈতিক...

আরও পড়ুন »

 

সমকালীন প্রসঙ্গ: নিরাপত্তা-ঝুঁকির আভাস পাওয়ার পর বাংলাদেশের করণীয়

সৈয়দ তোশারফ আলী ♦ নতুন বছরের সূচনায় বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ধনকুরের বিল গেটস্ সমকালীন কিছু...

মুহম্মদ নুরুল হক ছিলেন ‘কমিউনিটি এডুকেশনে’র এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব

নজরুল ইসলাম বাসন ♦ আশির দশকের মাঝামাঝি আমি যখন লণ্ডনের সাপ্তাহিক সুরমা’ পত্রিকায় যোগ দেই তখন ইস্ট...