লণ্ডন, ১৭ ফেব্রুয়ারি: গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের প্রবাসীদের সংগঠন মীরগঞ্জ ওয়েলফেয়ার অরগেনাইজেশনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি পূর্ব লণ্ডনের একটি রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। অরগেনাইজেশনের সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান বাবুলের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মু. আব্দুল আলীর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য নুরুল ইসলাম।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরগঞ্জ ওয়েলফেয়ার অরগেনাইজেশনের উপদেষ্টা হাসান আলী হান্নান, ইসলাম উদ্দিন, আছলাম উদ্দিন। এতে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি জিল্লুল আল হক, সেক্রেটারি মোহাম্মদ আব্দুল আহাদ, জয়েন্ট সেক্রেটারি নাইমুল ইসলাম, কোষাধ্যক্ষ মতছিন আলী, সহকারী সেক্রেটারি মাহমুদ মিয়া, জসিম উদ্দিন, সহকোষাধ্যক্ষ এনামুল হক এনাম, ফখরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহীদ উদ্দিন, সহদপ্তর সম্পাদক মুসলিম আহমেদ, প্রচার সম্পাদক ইউনুস মিয়া, ক্রীড়া সম্পাদক নুরুল ইসলাম, সহক্রীড়া সম্পাদক সাব্বির উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক জাহেদ আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক শামসুল ইসলাম ও সংগঠনের সদস্য সালেহ আহমেদ।
সভায় বিগত সময়ের বিভিন্ন প্রজেক্টের রিপোর্ট পেশ করা হয় এবং পবিত্র রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও গরীব ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত গৃহঊত হয়। এছাড়াও শিক্ষা, চিকিৎসা এবং সাবলম্বী প্রজেক্টের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয় এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য ফাণ্ডরাইজিং করা হয়। সর্বশেষ মোনাজাতের মাধ্যমে কার্যক্রম শেষ হয়। সংবাদ বিজ্ঞপ্তি