লণ্ডন, ১৭ ফেব্রুয়ারি: বাংলাদেশ খেলাফত মজলিস লণ্ডন মহানগর শাখার নিয়মিত মাসিক নির্বাহী সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি পূর্ব লণ্ডনের একটি হলরুমে শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা নোমান হামিদীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শাখা সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা আতাউর রহমান। প্রধান অতিথির বক্তব্য মাওলানা আতাউর রহমান বলেন, আমাদের সকলকে ব্যক্তিগত কাজের উপরে দ্বীনের কাজকে প্রাধান্য দিয়ে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে আরও ত্যাগ ও কুরবানির নাজরানা পেশ করতে হবে।
তিনি বলেন, দলের মহাসচিব মাওলানা মামুনুল হককে সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার কারণে সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা মামলায় আজ দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে কারাগারে রাখা হয়েছে। অবিলম্বে মাওলানা মামুনুল হক সহ সকল কারাবন্দী আলেম ওলামাদের মুক্তি দাবী জানান তিনি।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি হাফিজ শহির উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ বুলু মিয়া, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আহবাবুর রহমান ও বায়তুল মাল সম্পাদক হাফিজ মাওলানা শরীফ আহমদ।
সভায় আগামী ২৪ মার্চ রোববার লণ্ডন মহানগরীর উদোগে ‘রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল আয়োজনের’ সিদ্ধান্ত গৃহীত হয়। সংবাদ বিজ্ঞপ্তি