লণ্ডন, ১৯ ফেব্রুয়ারী: পয়লা ফাল্গুন ও ভালবাসা দিবস উদযাপন উপলক্ষে লণ্ডন বাংলা প্রেস ক্লাবের আজকের অনুষ্ঠানটি ছিল প্রকৃতঅর্থেই আনন্দপূর্ণ। ক্লাবের সদস্যরা ভালবাসার স্মৃতিচারণ এবং কবিতা ও গান পরিবেশনের পাশাপাশি হাস্যরসে ও গল্পকথায় অনুষ্ঠানটিকে হৃদয়গ্রাহী করে তোলেন। নারীদের বর্ণিল শাড়ী ও পুরুষদের বাহারী পাঞ্জাবি অনুষ্ঠানটিতে যোগ করে আবহমান বাংলার বসন্ত উৎসবের আমেজ, যে আমেজ আরও পূর্ণতা পায় ভর্তাসমেত চিতই, মজাদার পোয়া পিঠা, রসালো কালোজাম মিষ্টিসহ নানারকম মুখরোচক খাবারের আয়োজনের মাধ্যমে।
ক্লাবের নবনির্বাচিত ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন ও ইসি সদস্য পলি রহমানের পরিচালনায় গত ১৪ই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন লন্ডন বাংলা প্রেসক্লাব হলে আয়োজিত এই অনুষ্ঠানে ভালোবাসার স্মৃতিচারণ করেন সাংবাদিক দম্পতি আবু মুসা হাসান ও নিলুফা ইয়াসমিন, শামসুল আলম লিটন ও ডরিনা লাইজু, এবং বুলবুল হাসান ও সায়মা আহমেদ। ক্লাবের সদ্যবিদায়ী প্রেসিডেন্ট মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের, ভাইস প্রেসিডেন্ট তারেক চৌধুরী, সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, আব্দুল হান্নান, ইসি সদস্য জাকির হোসেন কয়েস, সাজু আহমদ, মোহাম্মদ রহিম, আনিসুর রহমান আনিস, একলাসুর রহমান পাক্কু, কাজী আরিফ প্রমুখ ভালবাসা ও দাম্পত্য জীবন নিয়ে নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরেন।
ভালবাসা ও ফাল্গুন নিয়ে কবিতা পাঠ করে সহকর্মীদের মুগ্ধ করেন মোহাম্মদ মোস্তফা কামাল মিলন, উর্মি মাযহার, সারওয়ার-ই আলম, স্মৃতি আজাদ ও রেজাউল করিম মৃধা। গান পরিবেশন করেন মোস্তফা কামাল মিলন, আহমদ ময়েজ, জিয়াউর রহমান সাকলাইন, আব্দুল হামিদ টিপু ও মাসুদুজ্জামান। পুঁথি পাঠ করেন আলাউর রহমান শাহীন।
সন্ধ্যা ছ’টায় শুরু হয়ে অনুষ্ঠানটি শেষ হয় রাত দশটায়। অনুষ্ঠান শেষে সদস্যরা বাড়ি ফিরে যান ফাল্গুন ও ভালবাসা দিবসে একটি মনোমুগ্ধকর অনুষ্ঠান উপভোগের আনন্দ নিয়ে। সংবাদ বিজ্ঞপ্তি