যুক্তরাজ্য

৯ জুন রয়েল রিজেন্সিতে সপ্তম বেঙ্গলী ‘ওয়েডিং ফেয়ার’

৬ জুন ২০২৪ ৩:৫৭ পূর্বাহ্ণ | যুক্তরাজ্য

লণ্ডন, ০৫ জুন: আগামী ৯ই জুন পূর্ব লণ্ডনের রয়েল রিজেন্সিতে বসছে ‘বেঙ্গলী ওয়েডিং ফেয়ারের’ সপ্তম আসর। পার্ল এ্যাডভার্টাইজিংয়ের উদ্যোগে এবং লাক্স ফার্নিশিংয়ের সৌজন্যে আগামী এদিন (রোববার) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে লণ্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার।

এ উপলক্ষে গত ৩ জুন, সোমবার রয়েল রিজেন্সিতে সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন লণ্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ারের পরিচালক আহাদ আহমেদ। আয়োজকদের পক্ষ থেকে ইংরেজি এবং বাংলা লিখিত বক্তব্য পাঠ করেন বিবিসির উপস্থাপক ব্যারিস্টার নাদিয়া আলী এবং লণ্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ।

সংবাদ সম্মেলনে লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের, চ্যানেল এসের হেড অব নিউজ কামাল মেহেদী, বাংলা মিরর সম্পাদক আব্দুল করিম গনি, রয়েল রিজেন্সির পরিচালক আব্দুল বারী, লাক্স ফার্নিশিংয়ের পরিচালক আরমান রহমান,
সহযোগি স্পন্সরশিপ প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং খ্যাতনামা আর্টিস্ট ও ব্লগাররা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের লণ্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ারে স্থানীয় ওয়েডিং সার্ভিস, ওয়েডিং প্লানার্স, ক্যাটারার্স, ম্যাকআপ আর্টিস্ট, ফ্লোরিস্ট, ফটোগ্রাফার্, কারস, বিয়ের পোষাক, জুয়েলার্স, ডায়মণ্ড জুয়েলস, ডিজাইনার কোম্পানি, পালকি, রিক্সা, হেনা আর্টিস্টসহ বিয়ে-শাদী সংক্রান্ত ৫০ ধরনের প্রদর্শনী থাকবে। থাকছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানী এবং ওয়েডিং ম্যারেজ সার্ভিসও। বিবিসির জনপ্রিয় প্রেজেন্টার নাদিয়া আলী এবং স্মেস বেঙ্গলীর উপস্থাপনায় দুপুর ১২টা থেকে বিকেল ৭টা পর্যন্ত চলবে বেঙ্গলী ওয়েডিং ফেয়ার। ঐদিন দুপুর ৩টা থেকে শুরু হবে ফ্যাশন শো। ফ্যাশন শোতে বিয়ের পোষাকসহ সর্বশেষ ডিজাইনের পোষাকগুলো প্রদর্শন করবেন ইউকের খ্যাতনামা মডেলরা। এছাড়া ভেন্যু, ক্যাটারিং, ফার্নিচার, লাক্সারী কারস, মালাবা গোল্ড এন্ড ডায়মণ্ড, আউটফিটস, স্টেইজ ডেকোরেশন, ম্যাকআপ আর্টিস্ট, হেনা আর্টিস্ট, ফটোগ্রাফি, থিমস এবং স্টাইল, বিয়ের পছন্দনীয় পোশাক অর্ডার এবং ডেলিভারি দেয়ার ক্ষেত্রে সহযোগিতার জন্যে ওয়েডিং ফেয়ারে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানীসহ অন্যান্য পেশাদাররা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে ফেয়ারের আয়োজক পার্ল এ্যাডভার্টাইজিংয়ের পরিচালক সুহানা আহমেদ জানান, পরিবারের যে কারো বিয়ের অনুষ্ঠান পরিকল্পনায় সহযোগিতা করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে বেঙ্গলী ওয়েডিং ফেয়ার বিশেষভাবে ভূমিকা রাখবে। সপ্তম বেঙ্গলী ওয়েডিং ফেয়ারে এবারের বিশেষ আকর্ষণ হিশেবে থাকছে ব্রিটিশ বাংলাদেশী মডেলদের উপস্থাপনা। এতে অংশ নেবেন ব্রিটিশ বাংলাদেশী জনপ্রিয় ব্লগার রুমিনা ওয়ান ও ওয়ান। মূলধারার জনপ্রিয় বাঙালি মডেল সাদিয়া হোসাইন, আইরিন, এ্যমিলীয়া, ফারহানা, জেসমিন, সৃষ্টি রায় ও জনপ্রিয় বাংলাদেশী-ব্রিটিশ টিকটকার সায়েমা। সংগীত পরিবেশন করবেন ব্রিটিশ বাঙালি সংগীত শিল্পী ইউটিউবার রেডজ ও অ্যাশ বয় এবং নিশ। এবারের ওয়েডিং ফেয়ারে কোরিওগ্রাফার হিসেবে কাজ করবেন চায়না চৌধুরী। থাকছে এক্সক্লুসিভ ব্রাইডাল এন্ড আউটফিটস, আয়নাঘর, হ্যারিটেজ বাংলা, কালিজি লণ্ডন, ফ্যান্টি ফ্যাশন ডিজাইনার সংস্থা । এছাড়াও থাকবে হিজাব, দেশী ওয়েডিংসহ নানা আয়োজন।

আয়োজকরা জানান, ব্রিটেনে শুধু বাঙালী কমিউনিটিতেই প্রতি বছর বিয়ে সংক্রান্ত ব্যয় হয়ে থাকে ৭৫ মিলিয়ন পাউন্ডের বেশি। সুন্দরভাবে একটি বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে হলে একসঙ্গে অনেকগুলো কাজের সমন্বয় ঘটাতে হয়। কম সময় এবং কম অর্থ ব্যয় করে পরিকল্পনা অনুযায়ী বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে হিমশিম খেতে হয় একেকটি পরিবারকে। তারা বলেন, বিয়ের কেনাকাটা করার ক্ষেত্রে লণ্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার নতুন দ্বার উন্মোচন করেছে ব্রিটেনের বাঙালী কমিউনিটির জন্যে।

এবারের বেঙ্গলী ওয়েডিং ফেয়ার স্পন্সর করার জন্যে আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে লাক্স ফার্নিশিং, দ্যা রয়েল রিজেন্সি, মালাবার গোল্ডেন ডায়মণ্ড, অল সিজন ফুড, এ্যরিয়াল আর্ক, ইউকে রয়েল ক্যারেজেস, সুন্না মাস্ক, এশিয়ান বডি কোচ, পার্পল আই, স্যারানিটি ডেকো, ফিস্ট এণ্ড মিস্টি, কেসি সলিসিটরস্, প্রাইম স্টেট এজেন্ট, এপিজি, বিবিসিএ, ইমরান ট্রাভেলস, ডাব্লিও পিসি, কালিজি লণ্ডন, ট্রি হাউজ ফোর্টিন, ণীলি আর্টিস্টি, প্রিন্ট আর্ট ফর ইউ, এস ই সি ট্রাস্ক, চ্যানেল এস টেলিভিশন এবং চ্যরেটি পার্টনার ইকরা ইন্টারন্যাশনাল। এবারের লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ারের সহযোগিতায় থাকছে জেনারেল আটো, কিংডম সিলিসিটর, কিংডম সলিসিটর, ভিনটেজ, লণ্ডন টাইগার্স, রাধুনী, ব্লুস্টোন গ্রুপ, তাজ এ্যাকাউন্টেন্ট এবং বৃটিশ বাংলাদেশী হুজ‘হু। এছাড়া সহযোগী মিডিয়া হিসেবে থাকছে এটিএন বাংলা, টিভিওয়ান, আই অন টিভি, এলবি ২৪, জনমত, বাংলা পোস্ট, সাপ্তাহিক দেশ, সুরমা, সাপ্তাহিক পত্রিকা, বাংলা মিরর, রানার মিডিয়া, জিবি নিউজ, লন্ডন বাংলা ভয়েস, টুএ নিউজ, কিউ নিউজ, বিঅন টিভি, ৫২ বাংলা, এফএম নিউজ, আইকে নিউজ, হাওয়া টিভি, টপ নিউজ, এন এল ২৪ এবং এডিটর ২৪। এই সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন লণ্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার কর্তৃপক্ষ।

উল্লেখ্য, পার্ল এ্যাডভার্টাইজিং ২০১৬ সালে লন্ডনে বেঙ্গলী ওয়েডিং ফেয়ারের সূচনা করে। প্রথমবারের মত লণ্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার ইউকের বাঙালী কমিউনিটিতে ব্যাপক সাড়া পড়ে এবং অত্যন্ত সাফল্য অর্জন করে। সেই সফলতার ধারাবাহিকতায় ইউকে’র অন্যান্য শহরে বসবাসরত বাঙালী কমিউনিটির মানুষের উৎসাহের পরিপ্রেক্ষিতে একই বছর ডিসেম্বর মাসে কাতার এয়ারওয়েজের পার্টনারশীপে বার্মিংহ্যামের আস্টন ভিলা ফুটবল স্টেডিয়ামেও আয়োজন করা হয়েছিল ওয়েডিং ফেয়ারের। এরপর সফলভাবে দ্বিতীয় বেঙ্গলী ওয়েডিং ফেয়ারের আয়োজন করে পার্ল এডভার্টাইজিং এবং তৃতীয় বেঙ্গলী ওয়েডিং ফেয়ার ৭ মে ২০১৭ সালে ক্যানারি ওয়ার্ফ রেডিসন হোটেলে অনুষ্ঠিত হয়। ২০১৮, ২০১৯ এবং ২০২২ সালে লণ্ডনের রয়েল রিজেন্সিতে সাফল্যের সঙ্গে আয়োজন করা হয় ‘লণ্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার’ । ফেয়ারটি সবার দৃষ্টি এবং সহযোগিতা অর্জনে সক্ষম হয়। সেই সাফল্য এবং সবার আগ্রহ ও উৎসাহকে সঙ্গী করে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ফেয়ার।

সবচেয়ে বেশি পঠিত

কারি শিল্পের সাফল্য উদযাপনের মধ্যদিয়ে সম্পন্ন হলো বিসিএর সপ্তদশ এওয়ার্ড অনুষ্ঠান

কারি শিল্পের সাফল্য উদযাপনের মধ্যদিয়ে সম্পন্ন হলো বিসিএর সপ্তদশ এওয়ার্ড অনুষ্ঠান

চার ক্যাটাগরিতে দেয়া হলো ২৫টি সম্মাননা পুরস্কার লণ্ডন, ০১ নভেম্বর: বর্ণাঢ্য আয়োজনে সেরা শেফ এবং রেস্টুরেন্ট ও টেকওয়ে মালিকদের সম্মাননা দিয়েছে বিলেতে বাংলাদেশী কারি শিল্পের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ ক্যাটার্রাস এসোসিয়েশন (বিসিএ)। গত ২৮ অক্টোবর সোমবার লণ্ডনের বিখ্যাত ওটু...

‘ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম এওয়ার্ড ও প্রকাশনা অনুষ্ঠান ১২ নভেম্বর

‘ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম এওয়ার্ড ও প্রকাশনা অনুষ্ঠান ১২ নভেম্বর

হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ০১ নভেম্বর: ‘ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র পঞ্চদশ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ই নভেম্বর মঙ্গলবার। কমিউনিটিতে শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, সিভিল সার্ভিস, ব্যবসা, মিডিয়া, সমাজসেবা এবং সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সফলদের সম্মাননা জানানোর...

লণ্ডনে বাংলাদেশ হাইকমিশনের জাতীয় শোক দিবসের কর্মসূচি বাতিল এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি অপসারণে ৭ই মার্চ ফাউণ্ডেশনের নিন্দা

লণ্ডন, ১২ আগস্ট: লণ্ডনে বাংলাদেশ হাইকমিশনের ৪৯তম জাতীয় শোক দিবসের কর্মসূচি বাতিল এবং এর কার্যালয় থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অপসারণের সাম্প্রতিক সিদ্ধান্তে গভীর হতাশা প্রকাশ করে এর নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ৭ই মার্চ ফাউণ্ডেশন। পাশাপাশি পৃথক একটি...

পার্লামেন্টের তদন্তে রেহাই পেলেও বিতর্ক পিছু ছাড়ছে না এমপি টিউলিপের

পার্লামেন্টের তদন্তে রেহাই পেলেও বিতর্ক পিছু ছাড়ছে না এমপি টিউলিপের

লণ্ডন, ১২ আগস্ট: যুক্তরাজ্যের কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সম্পত্তিজনিত আয় নিয়ে আনীত তদন্ত সমাপ্ত ঘোষণা করে পার্লামেন্টারি কমিশনারের কাছ থেকে রেহাই পেলেও বিতর্ক পিছু ছাড়ছে না তাঁর।  ব্রিটিশ ট্যাবলয়েড মেইল এবার তিনি যে বাড়িতে...

রুশনারা আলী ও আজমাল মাশরুরের পাল্টাপাল্টি

রুশনারা আলী ও আজমাল মাশরুরের পাল্টাপাল্টি

লিফলেটে মেয়রের ছবি ব্যবহারের প্রশ্নে যা বললেন আজমাল মাশরুর পত্রিকা ডেস্ক ♦ লণ্ডন, ০১ জুলাই: পূর্ব লণ্ডনের বাংলাদেশি অধ্যুষিত বেথনাল গ্রিন এণ্ড স্টেপনি আসনে এবার ভিন্নরকম এক নির্বাচনী উত্তাপ বিরাজ করছে। শুরুতে গাজা ইস্যু নিয়ে সরগরম এ আসনটি এখন লেবার নেতার বাংলাদেশিদের...

আরও পড়ুন »

 

কিছু স্বপ্নবাজ মানুষের গড়া প্রতিষ্ঠান ‘কিডনি ফাউণ্ডেশন হাসপাতাল সিলেট’

নজরুল ইসলাম বাসন ♦ বৃহত্তর সিলেটের সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা নিয়ে খুব একটা ভাল কথা শোনা...