নির্বাচন ২০২৪
নজরুল ইসলাম বাসন ♦
লণ্ডন, ১০ জুন: পপলার ও লাইমহাউস এলাকার লেবার পার্টির মনোনীত এমপি পদপ্রার্থী আপসানা বেগম গত ৮ই জুন শনিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন। পূর্ব লণ্ডনের ক্রিসপস স্ট্রীট মার্কেটের আইডিয়া স্টোর লাইব্রেরির প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে সাবেক এমপি ডায়ান এবোটের উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে আপসানা বেগমের স্বাগত বক্তব্যের পর প্রধান বক্তা হিশেবে বক্তব্য রাখতে গিয়ে সাবেক এমপি ডায়ানা এবোট বলেন, ‘আজ থেকে ৩৬ বছর আগে লেবার পার্টির এমপি হিশেবে পার্লামেন্টে প্রবেশ করেছিলাম। আজ আপসানা বেগমকে পাশে পেয়ে আমার সেই কথা মনে পড়ছে। ডায়ান বলেন, গত ৪ বছর আপসানা বেগম তার নির্বাচনী এলাকা ও জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে পার্লামেন্টে বিভিন্ন সময় বিতর্কে অংশ নিয়েছেন। বিশেষ করে প্যালেস্টাইনের যুদ্ধ বন্ধের জন্যে তাঁর কণ্ঠ ছিল সোচ্চার।
আপসানা বেগম বলেন, ‘আপনাদের এমপি হিসাবে নির্বাচিত হবার পর পরই কোভিড-১৯ মহামারী দুই বছর আমাদের স্বাভাবিক সার্জারী প্রক্রিয়া ব্যাহত করেছিল। আমি অনলাইনের মাধ্যমে সার্জারি করেছি। তিনি বলেন, ‘আমি প্রথম হিজাবধারি ব্রিটিশ এমপি, হাউস অব কমন্সে বাংলা ভাষায় কথা বলে এর মর্যাদা তুলে ধরেছি। আমরা ফিলিস্তিনের নির্যাতিত জনগণের পাশে দাঁড়িয়েছি। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের জন্যে নিরলস সংগ্রাম করে চলেছি।’
উল্লেখ্য, টোরি সরকারের ব্যয় সংকোচন নীতি ও এনএইচএসের তহবিল কর্তনের বিরুদ্ধে আপসানা বেগম সব সময় সোচ্চার ছিলেন। এবার নির্বাচিত হলে তিনিই হবেন এই আসনে দ্বিতীয়বারের মত বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ এমপি। তিনি আগামী ৪ঠা জুলাই ভোট দিয়ে লেবার পার্টিকে জয়যুক্ত করার আহবান জানান।