যুক্তরাজ্য

ডায়ান এবোটকে নিয়ে আপসানা বেগমের নির্বাচনী প্রচার শুরু

১৩ জুন ২০২৪ ১:০৯ অপরাহ্ণ | যুক্তরাজ্য

নির্বাচন ২০২৪

নজরুল ইসলাম বাসন ♦

লণ্ডন, ১০ জুন: পপলার ও লাইমহাউস এলাকার লেবার পার্টির মনোনীত এমপি পদপ্রার্থী আপসানা বেগম গত ৮ই জুন শনিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন। পূর্ব লণ্ডনের ক্রিসপস স্ট্রীট মার্কেটের আইডিয়া স্টোর লাইব্রেরির প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে সাবেক এমপি ডায়ান এবোটের উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হয়। 

অনুষ্ঠানে আপসানা বেগমের স্বাগত বক্তব্যের পর প্রধান বক্তা হিশেবে বক্তব্য রাখতে গিয়ে সাবেক এমপি ডায়ানা এবোট বলেন, ‘আজ থেকে ৩৬ বছর আগে লেবার পার্টির এমপি হিশেবে পার্লামেন্টে প্রবেশ করেছিলাম। আজ আপসানা বেগমকে পাশে পেয়ে আমার সেই কথা মনে পড়ছে। ডায়ান বলেন, গত ৪ বছর আপসানা বেগম তার নির্বাচনী এলাকা ও জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে পার্লামেন্টে বিভিন্ন সময় বিতর্কে অংশ নিয়েছেন। বিশেষ করে প্যালেস্টাইনের যুদ্ধ বন্ধের জন্যে তাঁর কণ্ঠ ছিল সোচ্চার।

আপসানা বেগম বলেন, ‘আপনাদের এমপি হিসাবে নির্বাচিত হবার পর পরই কোভিড-১৯ মহামারী দুই বছর আমাদের স্বাভাবিক সার্জারী প্রক্রিয়া ব্যাহত করেছিল। আমি অনলাইনের মাধ্যমে সার্জারি করেছি। তিনি বলেন, ‘আমি প্রথম হিজাবধারি ব্রিটিশ এমপি, হাউস অব কমন্সে বাংলা ভাষায় কথা বলে এর মর্যাদা তুলে ধরেছি। আমরা ফিলিস্তিনের নির্যাতিত জনগণের পাশে দাঁড়িয়েছি। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের জন্যে নিরলস সংগ্রাম করে চলেছি।’

উল্লেখ্য, টোরি সরকারের ব্যয় সংকোচন নীতি ও এনএইচএসের তহবিল কর্তনের বিরুদ্ধে আপসানা বেগম সব সময় সোচ্চার ছিলেন। এবার নির্বাচিত হলে তিনিই হবেন এই আসনে দ্বিতীয়বারের মত বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ এমপি। তিনি আগামী ৪ঠা জুলাই ভোট দিয়ে লেবার পার্টিকে জয়যুক্ত করার আহবান জানান।  

সবচেয়ে বেশি পঠিত

লণ্ডনে অনুষ্ঠিত হলো সঞ্জয় দে’র সঙ্গীতানুষ্ঠান ‘লেটস সিং টুগেদার’

লণ্ডনে অনুষ্ঠিত হলো সঞ্জয় দে’র সঙ্গীতানুষ্ঠান ‘লেটস সিং টুগেদার’

সারওয়ার-ই আলম লণ্ডন, ২৬ নভেম্বর: গানে গানে, সুরে সুরে গত ২৩শে নভেম্বরের শীতার্ত সন্ধ‍্যাটিকে দারুণ উপভোগ‍্য করে তুলেছিলেন স্বনামধন‍্য সঙ্গীতশিল্পী সঞ্জয় দে। পূর্ব লণ্ডনের আয়রা সেন্টারি সন্ধ‍্যা সাড়ে ছয়টা নাগাদ অভ‍্যাগতদের উপস্থিতিতে গমগম করছিল। বিভিন্ন বয়সের সঙ্গীত...

কেয়ার ফর সেইন্ট অ্যান’ চ্যারিটির উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্যের শিল্পকর্ম প্রদর্শনী

কেয়ার ফর সেইন্ট অ্যান’ চ্যারিটির উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্যের শিল্পকর্ম প্রদর্শনী

হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ২০ এপ্রিল: টাওয়ার হ্যামলেটসের অবস্থান ও এই এলাকার মানুষের জীবনযাত্রা নিয়ে দুর্লভ শিল্পকর্মের এক বিশেষ প্রদর্শনী শুরু হচ্ছে আগামী ২৪ এপ্রিল বৃহস্পতিবার। ‘কেয়ার ফর সেইন্ট অ্যান' চ্যারিটির উদ্যোগে লাইম হাউজের সেইন্ট অ্যান চার্চে এই প্রদর্শনীর...

কারি শিল্পের সাফল্য উদযাপনের মধ্যদিয়ে সম্পন্ন হলো বিসিএর সপ্তদশ এওয়ার্ড অনুষ্ঠান

কারি শিল্পের সাফল্য উদযাপনের মধ্যদিয়ে সম্পন্ন হলো বিসিএর সপ্তদশ এওয়ার্ড অনুষ্ঠান

চার ক্যাটাগরিতে দেয়া হলো ২৫টি সম্মাননা পুরস্কার লণ্ডন, ০১ নভেম্বর: বর্ণাঢ্য আয়োজনে সেরা শেফ এবং রেস্টুরেন্ট ও টেকওয়ে মালিকদের সম্মাননা দিয়েছে বিলেতে বাংলাদেশী কারি শিল্পের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ ক্যাটার্রাস এসোসিয়েশন (বিসিএ)। গত ২৮ অক্টোবর সোমবার লণ্ডনের বিখ্যাত ওটু...

‘ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম এওয়ার্ড ও প্রকাশনা অনুষ্ঠান ১২ নভেম্বর

‘ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম এওয়ার্ড ও প্রকাশনা অনুষ্ঠান ১২ নভেম্বর

হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ০১ নভেম্বর: ‘ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র পঞ্চদশ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ই নভেম্বর মঙ্গলবার। কমিউনিটিতে শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, সিভিল সার্ভিস, ব্যবসা, মিডিয়া, সমাজসেবা এবং সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সফলদের সম্মাননা জানানোর...

লণ্ডনে বাংলাদেশ হাইকমিশনের জাতীয় শোক দিবসের কর্মসূচি বাতিল এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি অপসারণে ৭ই মার্চ ফাউণ্ডেশনের নিন্দা

লণ্ডন, ১২ আগস্ট: লণ্ডনে বাংলাদেশ হাইকমিশনের ৪৯তম জাতীয় শোক দিবসের কর্মসূচি বাতিল এবং এর কার্যালয় থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অপসারণের সাম্প্রতিক সিদ্ধান্তে গভীর হতাশা প্রকাশ করে এর নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ৭ই মার্চ ফাউণ্ডেশন। পাশাপাশি পৃথক একটি...

আরও পড়ুন »