পত্রিকা ডেস্ক লণ্ডন, ২৬ সেপ্টেম্বর: পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে স্বজনদের দাবি, আরও ৪০ জন নিখোঁজ আছেন। ২৬ সেপ্টেম্বর লণ্ডন সময় দুপুর ২টা পর্যন্ত সর্বশেষ পাওয়া খবর এটি। ফায়ার সার্ভিসের রংপুর, রাজশাহী ও কুড়িগ্রামের তিনটি ডুবুরি দল তখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছিলো। উপজেলার মারেয়া বামনহাট ইউনিয়ন পরিষদে খোলা তথ্যকেন্দ্র থেকে এসব তথ্য নিশ্চিত করেছেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায়। এর আগে বাংলাদেশ সময় রোববার রাত ১১টা পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল পঞ্চগড় জেলা প্রশাসন।
লণ্ডনে অনুষ্ঠিত হলো সঞ্জয় দে’র সঙ্গীতানুষ্ঠান ‘লেটস সিং টুগেদার’
সারওয়ার-ই আলম লণ্ডন, ২৬ নভেম্বর: গানে গানে, সুরে সুরে গত ২৩শে নভেম্বরের শীতার্ত সন্ধ্যাটিকে দারুণ উপভোগ্য করে তুলেছিলেন স্বনামধন্য সঙ্গীতশিল্পী সঞ্জয় দে। পূর্ব লণ্ডনের আয়রা সেন্টারি সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ অভ্যাগতদের উপস্থিতিতে গমগম করছিল। বিভিন্ন বয়সের সঙ্গীত...





