লেবার নেতৃত্বের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ
পত্রিকা প্রতিবেদন, লণ্ডন, ২০ জুন: পূর্ব লণ্ডনের পপলার অ্যাণ্ড লাইম হাউজ আসনে লেবার দলের এমপি আফসানা বেগম কাজে ফিরেছেন। ২২ সেপ্টেম্বর দেয়া এক বিবৃতিতে তিনি কাজে ফিরেছেন বলে জানান। এই বিবৃতিতে তিনি কেন্দ্রীয় লেবার নেতৃত্বের কড়া সমালোচনা করে বলেন, দলের মধ্যে নানা নোংরা রাজনীতির শিকার হলেও দলের নেতৃত্ব কোনো ভূমিকা রাখেনি। কোনো খোঁজ-খবর পর্যন্ত নেয়নি। পপলার অ্যাণ্ড লাইম হাউজ আসনে ট্রিগার ব্যালটকে কেন্দ্র করে আফসানা বেগমকে হারিয়ে দিতে তাঁর বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার, মিথ্যাচার এবং আপত্তিকর বক্তব্যসহ নোংরা রাজনীতির নানা অভিযোগ উঠে। এসব ঘটনায় তিনি শারীরিক এবং মানসিকভাবে ভেঙ্গে পড়েন। এক পর্যায়ে ট্রিগার ব্যালট প্রক্রিয়া শেষ হওয়ার বেশ আগেই তিনি ১২ জুন তিনি পার্লামেন্ট থেকে ছুটিতে যান। তঁর অনুপস্থিতিতেই লেবার দলের কেন্দ্র ঘোষিত ট্রিগার ব্যালট প্রক্রিয়া সম্পন্ন হয় এবং আফসানা বেগম পরাজিত হন। ফলে আগামী নির্বাচনে পপলার অ্যাণ্ড লাইম হাউস আসনে আফসানা বেগম দলীয় প্রার্থীহবেন কি-না তা অনিশ্চিত হয়ে গেলো। নতুন করে সেখানে দলের প্রার্থী বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। ওই প্রক্রিয়ায় আফসানাও প্রার্থীতা চাইতে পারবেন।