লণ্ডন, ২৫শে সেপ্টেম্বর: যুক্তরাজ্যে বসবাসরত সকল মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধ করে লণ্ডনে মুক্তিযোদ্ধাদের এক যৌথ কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২২শে অক্টোবর। সম্প্রতি পূর্ব লণ্ডনের ব্রিকলেনের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী আসছে ২২ অক্টোবর রোববার ৯/১০ ফিলপট লেইন, লণ্ডন ইসি৩এম ৮এএ ঠিকানায় দুপুর একটায় এই যৌথ কনভেনশন অনুষ্ঠিত হবে। বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন লোকমান হোসেন, আব্দুর রহমান, সৈয়দ গোলাম আলী, মুহাম্মদ এনামুল হক. আশরাফউদ্দিন ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মেফতাহুল ইসলাম, হিমাংশু গোস্বামী প্রমুখ। হোয়াটসআপ-এর মাধ্যমে যুক্তরাজ্যে বসবাসরত মুক্তিযোদ্ধাদের কাছে এই যৌথ কনভেনশন আয়োজনের বিষয়টি জানানো হবে ুু ১০ বলে জানা গেছে। সভা থেকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে যৌথ কনভেনশনে উপস্থিত হয়ে?আয়োজনকে সফল করার জন্য যুক্তরাজ্যে বসবাসরত সকল মুক্তিযোদ্ধার প্রতি আহ্বান জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি
আমাদের রাজনৈতিক আন্দোলনে ভাসানী এখনো প্রাসঙ্গিক
গাজীউল হাসান খান ♦ সামন্তবাদী কিংবা পুঁজিবাদী, আধিপত্যবাদী কিংবা উপনিবেশবাদী— যেখানেই যেকোনো ধরনের অপশাসন ও শোষণ দেখেছেন, সেখানেই প্রতিবাদ ও প্রতিরোধে গর্জে উঠেছেন আজন্ম সংগ্রামী মওলানা আবদুল হামিদ খান ভাসানী। খোলা তরবারির মতো ঝলসে উঠেছে তাঁর দুটি হাত। কণ্ঠে উচ্চারিত...