পত্রিকা প্রতিবেদন, লণ্ডন, ১০ অক্টোবর: যুক্তরাজ্যের অভিবাসন নীতি আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন নতুন হোম সেক্রেটারি সুয়েলা ব্র্যাভারম্যান। গত সপ্তাহে বার্মিংহামে অনুষ্ঠিত কনজারভেটিভ পার্টির বার্ষিক সম্মেলনে তিনি শরণার্থী, শিক্ষার্থী এবং স্বল্প দক্ষ কর্মীসহ বেশকিছু বিষয়ে কঠোরতার কথা উল্লেখ করেন। আগের হোম সেক্রেটারি প্রীতি প্যাটেলের ভারত নীতিরও সমালোচনা করেন তিনি। সুয়েলা ব্র্যাভারম্যান বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির শর্ত হিসেবে শিক্ষার্থী ও কর্মী ভিসায় ভারত থেকে বাড়তি লোক আনার অনুরোধ মানা উচিত নয়। তিনি বলেন, যুক্তরাজ্যে ভারতীয় অভিবাসীর সংখ্যা সবচেয়ে বেশি। ভারতীয়দের মধ্যে ভিসার শর্ত ভঙ্গ করার হারও বেশি। ভিসার শর্ত ভঙ্গ করে যেসব লোক অবৈধভাবে যুক্তরাজ্যে
অবস্থান করছে তাদের মধ্যে ভারতীয়দের সংখ্যা বেশি বলে জানান হোম সেক্রেটারি। সুয়েলা ব্র্যাভারম্যান আরও বলেন, যুক্তরাজ্যে স্বল্পদক্ষ অভিবাসীর সংখ্যা ‘অনেক বেশি’। একইসঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যাও খুব বেশি। এই শিক্ষার্থীরা প্রায়ই তাদের ডিপেনডেন্টদের সাথে নিয়ে আসে। শিক্ষার্থী ভিসার এসব বিষয় পুনর্বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘যারা এখানে আসছে, তারা খুব অত্যাবশ্যক কাজগুলো করছে না কিংবা স্বল্প দক্ষতার কাজ করছে। তারা আমাদের অর্থনীতি বৃদ্ধিতে অবদান রাখছে না।’ এছাড়া শরণার্থীদের অবৈধ প্রবেশ ঠেকাতে তিনি ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা লোকদের এসাইলাম আবেদন করার সুযোগ বাতিল করার পক্ষেও মত দিয়েছেন। বছরে নেট ইমিগ্রেশন ১০ হাজারে নামিয়ে আনার বিতর্কিত সেই দলীয় প্রতিশ্রুতিরও পুনর্ব্যক্ত করেন সুয়েলা। এর আগে গত ২৩ সেপ্টেম্বর যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং বলেছিলেন, সরকার প্রবৃদ্ধি বাড়ানোর প্রয়াসের অংশ হিসেবে অভিবাসন নীতি পর্যালোচনা করতে চাইছে।