পত্রিকা ডেস্ক লণ্ডন, ১০ অক্টোবর: নিজেকে অনেক বড় জায়োনিস্ট বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। বলেছেন তিনি ইসরায়েলের বড় ভক্ত। (আই এম এ হিউজ জায়োনিস্ট অ্যাণ্ড এ হিউজ ফ্যান অফ ইসরাইল)। কনজারভেটিভ ফ্রেণ্ডস অব ইসরায়েলের (সিএফআই) একটি অনুষ্ঠানে তিনি এমন বক্তব্য দেন। বার্মিংহামে অনুষ্ঠিত কনজারভেটিভ দলের বার্ষিক সম্মেলন চলাকালে গত ২রা অক্টোবর কনজারভেটিভ ফ্রেণ্ডস অব ইসরায়েলের ওই অনুষ্ঠান হয়েছিলো। প্রধানমন্ত্রী লিজ ট্রাস এমন বক্তব্যের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। সমালোচকরা বলছেন, দীর্ঘ ৭০ বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনিদের ওপর নির্মম হত্যাকাণ্ড ও নিপীড়ন চালানো ইসরায়েল রাষ্ট্রের প্রতি লিজ ট্রাসের এমন ভক্তি এবং নিজেকে ইসরায়েলের আধিপত্যবাদী গোষ্ঠী জায়োনিস্ট বলে ঘোষণা দেয়া যুক্তরাজ্যের ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত পররাষ্ট্রনীতির ললখন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে লিজ ট্রাসকে বলতে দেখা যায়, ‘আপনাদের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সিএফআই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। আপনারা জানেন যে আমি একজন বিশাল ইহুদিবাদী, আমি ইসরায়েলের একজন বড় ভক্ত এবং আমি জানি যে আমরা যুক্তরাজ্য-ইসরায়েল সম্পর্ককে বর্তমান অবস্থা থেকে আরও জোরদার অবস্থানে নিয়ে যেতে পারি। লিজ ট্রাসের মনে বক্তব্যের বিষয়ে মন্তব্য জানতে চাইলে লেবার দলের সাবেক নেতা জেরেমি করবিন সাপ্তাহিক পত্রিকাকে বলেন, ঐতিহাসিকভাবে যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি অবস্থান হলো- ফিলিস্তিনি নাগরিকদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে তাদের অধিকার ফিরিয়ে দেয়া। যুক্তরাজ্য যে কোনো ধরণের নীপিড়নের বিপক্ষে। তিনি বলেন, লিজ ট্রাস কোন দেশকে সমর্থন করতেই পারেন। কিন্তু অন্যের অধিকার ভুলে গিয়ে সেটা করা উচিত নয়। তিনি ইসরায়েল কর্তৃক দখলকৃত ভূমি জেরুজালেমে ব্রিটিশ দূতাবাস স্থানান্তর করার মত বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর এই সিদ্ধান্তও ব্রিটিশ পররাষ্ট্র নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং ফিলিস্তিনের নাগরিকদের অধিকারের প্রতি চরম অবজ্ঞা। প্রধানমন্ত্রী হয়েই লিজ ট্রাস একের পর এক বিতর্কের জন্ম দিয়ে চলেছেন। ধনীদের ট্যাক্স করতেন করতে গিয়ে তিনি যুক্তরাজ্যের অর্থনীতির ধস নামিয়েছেন। বহুমুখী সমালোচনার পাশাপাশি নিজ দলের এমপিদের চাপে তিনি ধনীদের ট্যাক্স কমানোর সেই সিদ্ধান্ত বাতিলে বাধ্য হন। সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাজ্যে নিষিদ্ধ পরিবেশ বিরোধী ফ্র্যাকিং আবার চালু করতে। সাবেক প্রধানমন্ত্রী বেনিফিটের হার মূল্যস্ফীতির হারে বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। লিজ ট্রাস সেই প্রতিশ্রুতিও রক্ষা করবেন না তুমুল সমালোনার মুখে পড়েছেন। কনজারভেটিভ দলের এমপিদের বড় একটি অংশ ইমিধ্যে প্রধানমন্ত্রী লিজ ট্রাসের বিতর্কিত সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন।
কারি শিল্পের সাফল্য উদযাপনের মধ্যদিয়ে সম্পন্ন হলো বিসিএর সপ্তদশ এওয়ার্ড অনুষ্ঠান
চার ক্যাটাগরিতে দেয়া হলো ২৫টি সম্মাননা পুরস্কার লণ্ডন, ০১ নভেম্বর: বর্ণাঢ্য আয়োজনে সেরা শেফ এবং রেস্টুরেন্ট ও টেকওয়ে মালিকদের সম্মাননা দিয়েছে বিলেতে বাংলাদেশী কারি শিল্পের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ ক্যাটার্রাস এসোসিয়েশন (বিসিএ)। গত ২৮ অক্টোবর সোমবার লণ্ডনের বিখ্যাত ওটু...