যুক্তরাজ্য

লিজ ট্রাসের ‘ফোন হ্যাক’ করেছিলেন ‘পুতিনের এজেন্টরা’

২২ নভেম্বর ২০২২ ৭:৩৩ অপরাহ্ণ | যুক্তরাজ্য

পত্রিকা ডেস্ক লণ্ডন, ৩১ অক্টোবর: যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ব্যক্তিগত ফোন হ্যাক করা হয়েছিল। গত শনিবার (২৯ অক্টোবর) ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ট্রাস যখন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন এই হ্যাকিংয়ের ঘটনা ঘটে। রাশিয়ার প্রেসিডেন্ট ভøালাদিমির পুতিনের পক্ষে কাজ করা এজেন্টরা এ কাজ করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।  

প্রতিবেদন অনুযায়ী, ট্রাসের ঘনিষ্ঠ বন্ধু কোয়াজি কোয়ার্টাঙ, যিনি পরবর্তী সময় অর্থমন্ত্রী হয়েছিলেন, তাঁর সঙ্গে আদান-প্রদান করা ব্যক্তিগত বার্তা হাতিয়ে নিয়েছিলেন এজেন্টরা। এ ছাড়া আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে হওয়া আলোচনার ‘খুবই গোপন বিশদ তথ্য’হাতিয়ে নেওয়া হয়েছিল।  

ডেইলি মেইল বলছে, বেহাত হওয়া বার্তার মধ্যে ইউক্রেনের যুদ্ধ নিয়ে জ্যেষ্ঠ বিদেশি পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা অন্তর্ভুক্ত ছিল বলে মনে করা হচ্ছে। এর মধ্যে অস্ত্রের চালান-সম্পর্কিত আলোচনাও ছিল।   ডেইলি মেইল বলছে, প্রায় এক বছরের বার্তা ডাউনলোড করেছিলেন হ্যাকাররা। পত্রিকাটি বলছে, হ্যাক করা যে বার্তা বিদেশিদের হাতে পড়েছিল, এর মধ্যে ট্রাস ও কোয়াজি কর্তৃক বরিস জনসনের সমালোচনা ছিল, যা ব্ল্যাকমেলের সম্ভাব্য ঝুঁকি তৈরি করেছিল।   ‘ব্যক্তির’ সাইবার নিরাপত্তাব্যবস্থা বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র।    তবে ওই মুখপাত্র বলেন, সাইবার হুমকি থেকে রক্ষার জন্য সরকারের কাছে শক্তিশালী ব্যবস্থা রয়েছে। এসব ব্যবস্থার মধ্যে রয়েছে মন্ত্রীদের জন্য নিয়মিত নিরাপত্তা ব্রিফিং। তাঁদের ব্যক্তিগত তথ্য রক্ষা ও সাইবার হুমকি প্রশমনসংক্রান্ত পরামর্শ প্রদান। ডেইলি মেইল বলছে, ট্রাসের ফোন হ্যাক হওয়ার বিষয়টি উদঘাটিত হয়েছিল যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্ব নির্বাচনের প্রচার পর্বের সময়।   প্রধানমন্ত্রীর পদ থেকে বরিস জনসনের পদত্যাগের ঘোষণার পরিপ্রেক্ষিতে কনজারভেটিভ পার্টির নেতৃত্বের লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ট্রাস। পরে তিনি ঋষি সুনাককে হারিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছিলেন।   যুক্তরাজ্যের অর্থনৈতিক সংকটের জেরে প্রধানমন্ত্রী হওয়ার মাত্র দেড় মাসের মাথায় ট্রাস পদত্যাগে বাধ্য হন। গত সপ্তাহে তিনি প্রধানমন্ত্রীর পদ ছাড়েন।    

সবচেয়ে বেশি পঠিত

লণ্ডনে অনুষ্ঠিত হলো সঞ্জয় দে’র সঙ্গীতানুষ্ঠান ‘লেটস সিং টুগেদার’

লণ্ডনে অনুষ্ঠিত হলো সঞ্জয় দে’র সঙ্গীতানুষ্ঠান ‘লেটস সিং টুগেদার’

সারওয়ার-ই আলম লণ্ডন, ২৬ নভেম্বর: গানে গানে, সুরে সুরে গত ২৩শে নভেম্বরের শীতার্ত সন্ধ‍্যাটিকে দারুণ উপভোগ‍্য করে তুলেছিলেন স্বনামধন‍্য সঙ্গীতশিল্পী সঞ্জয় দে। পূর্ব লণ্ডনের আয়রা সেন্টারি সন্ধ‍্যা সাড়ে ছয়টা নাগাদ অভ‍্যাগতদের উপস্থিতিতে গমগম করছিল। বিভিন্ন বয়সের সঙ্গীত...

কেয়ার ফর সেইন্ট অ্যান’ চ্যারিটির উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্যের শিল্পকর্ম প্রদর্শনী

কেয়ার ফর সেইন্ট অ্যান’ চ্যারিটির উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্যের শিল্পকর্ম প্রদর্শনী

হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ২০ এপ্রিল: টাওয়ার হ্যামলেটসের অবস্থান ও এই এলাকার মানুষের জীবনযাত্রা নিয়ে দুর্লভ শিল্পকর্মের এক বিশেষ প্রদর্শনী শুরু হচ্ছে আগামী ২৪ এপ্রিল বৃহস্পতিবার। ‘কেয়ার ফর সেইন্ট অ্যান' চ্যারিটির উদ্যোগে লাইম হাউজের সেইন্ট অ্যান চার্চে এই প্রদর্শনীর...

কারি শিল্পের সাফল্য উদযাপনের মধ্যদিয়ে সম্পন্ন হলো বিসিএর সপ্তদশ এওয়ার্ড অনুষ্ঠান

কারি শিল্পের সাফল্য উদযাপনের মধ্যদিয়ে সম্পন্ন হলো বিসিএর সপ্তদশ এওয়ার্ড অনুষ্ঠান

চার ক্যাটাগরিতে দেয়া হলো ২৫টি সম্মাননা পুরস্কার লণ্ডন, ০১ নভেম্বর: বর্ণাঢ্য আয়োজনে সেরা শেফ এবং রেস্টুরেন্ট ও টেকওয়ে মালিকদের সম্মাননা দিয়েছে বিলেতে বাংলাদেশী কারি শিল্পের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ ক্যাটার্রাস এসোসিয়েশন (বিসিএ)। গত ২৮ অক্টোবর সোমবার লণ্ডনের বিখ্যাত ওটু...

‘ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম এওয়ার্ড ও প্রকাশনা অনুষ্ঠান ১২ নভেম্বর

‘ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম এওয়ার্ড ও প্রকাশনা অনুষ্ঠান ১২ নভেম্বর

হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ০১ নভেম্বর: ‘ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র পঞ্চদশ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ই নভেম্বর মঙ্গলবার। কমিউনিটিতে শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, সিভিল সার্ভিস, ব্যবসা, মিডিয়া, সমাজসেবা এবং সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সফলদের সম্মাননা জানানোর...

লণ্ডনে বাংলাদেশ হাইকমিশনের জাতীয় শোক দিবসের কর্মসূচি বাতিল এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি অপসারণে ৭ই মার্চ ফাউণ্ডেশনের নিন্দা

লণ্ডন, ১২ আগস্ট: লণ্ডনে বাংলাদেশ হাইকমিশনের ৪৯তম জাতীয় শোক দিবসের কর্মসূচি বাতিল এবং এর কার্যালয় থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অপসারণের সাম্প্রতিক সিদ্ধান্তে গভীর হতাশা প্রকাশ করে এর নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ৭ই মার্চ ফাউণ্ডেশন। পাশাপাশি পৃথক একটি...

আরও পড়ুন »