পত্রিকা ডেস্ক লণ্ডন, ৩১ অক্টোবর: যুক্তরাজ্যে দায়িত্বপালনকারী বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত সাবিহ উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার ৩১ অক্টোবর বাংলাদেশ সময়?সকাল ৭টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাবেক সচিব সাবিহ উদ্দিন দীর্ঘদিন ধরে মস্তিষ্কের জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে। তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর। উল্লেখ্য, ১৯৯১ সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে সরকারের সময় প্রধানমন্ত্রীর একান্ত সচিব ছিলেন সাবিহ উদ্দিন। এরপর ২০০১ সালে বিএনপি আবার ক্ষমতায় এলে তিনি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পান। এরপর তিনি যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিশেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। সরকারি চাকরি থেকে অবসরের পর তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। আমৃত্যু তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

কেয়ার ফর সেইন্ট অ্যান’ চ্যারিটির উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্যের শিল্পকর্ম প্রদর্শনী
হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ২০ এপ্রিল: টাওয়ার হ্যামলেটসের অবস্থান ও এই এলাকার মানুষের জীবনযাত্রা নিয়ে দুর্লভ শিল্পকর্মের এক বিশেষ প্রদর্শনী শুরু হচ্ছে আগামী ২৪ এপ্রিল বৃহস্পতিবার। ‘কেয়ার ফর সেইন্ট অ্যান' চ্যারিটির উদ্যোগে লাইম হাউজের সেইন্ট অ্যান চার্চে এই প্রদর্শনীর...