পত্রিকা ডেস্ক লণ্ডন, ৩১ অক্টোবর: যুক্তরাজ্যে দায়িত্বপালনকারী বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত সাবিহ উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার ৩১ অক্টোবর বাংলাদেশ সময়?সকাল ৭টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাবেক সচিব সাবিহ উদ্দিন দীর্ঘদিন ধরে মস্তিষ্কের জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে। তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর। উল্লেখ্য, ১৯৯১ সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে সরকারের সময় প্রধানমন্ত্রীর একান্ত সচিব ছিলেন সাবিহ উদ্দিন। এরপর ২০০১ সালে বিএনপি আবার ক্ষমতায় এলে তিনি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পান। এরপর তিনি যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিশেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। সরকারি চাকরি থেকে অবসরের পর তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। আমৃত্যু তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।
কারি শিল্পের সাফল্য উদযাপনের মধ্যদিয়ে সম্পন্ন হলো বিসিএর সপ্তদশ এওয়ার্ড অনুষ্ঠান
চার ক্যাটাগরিতে দেয়া হলো ২৫টি সম্মাননা পুরস্কার লণ্ডন, ০১ নভেম্বর: বর্ণাঢ্য আয়োজনে সেরা শেফ এবং রেস্টুরেন্ট ও টেকওয়ে মালিকদের সম্মাননা দিয়েছে বিলেতে বাংলাদেশী কারি শিল্পের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ ক্যাটার্রাস এসোসিয়েশন (বিসিএ)। গত ২৮ অক্টোবর সোমবার লণ্ডনের বিখ্যাত ওটু...