পত্রিকা ডেস্ক লণ্ডন, ৩১ অক্টোবর: যুক্তরাজ্যে দায়িত্বপালনকারী বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত সাবিহ উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার ৩১ অক্টোবর বাংলাদেশ সময়?সকাল ৭টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাবেক সচিব সাবিহ উদ্দিন দীর্ঘদিন ধরে মস্তিষ্কের জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে। তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর। উল্লেখ্য, ১৯৯১ সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে সরকারের সময় প্রধানমন্ত্রীর একান্ত সচিব ছিলেন সাবিহ উদ্দিন। এরপর ২০০১ সালে বিএনপি আবার ক্ষমতায় এলে তিনি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পান। এরপর তিনি যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিশেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। সরকারি চাকরি থেকে অবসরের পর তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। আমৃত্যু তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।
লণ্ডনে অনুষ্ঠিত হলো সঞ্জয় দে’র সঙ্গীতানুষ্ঠান ‘লেটস সিং টুগেদার’
সারওয়ার-ই আলম লণ্ডন, ২৬ নভেম্বর: গানে গানে, সুরে সুরে গত ২৩শে নভেম্বরের শীতার্ত সন্ধ্যাটিকে দারুণ উপভোগ্য করে তুলেছিলেন স্বনামধন্য সঙ্গীতশিল্পী সঞ্জয় দে। পূর্ব লণ্ডনের আয়রা সেন্টারি সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ অভ্যাগতদের উপস্থিতিতে গমগম করছিল। বিভিন্ন বয়সের সঙ্গীত...




