পত্রিকা ডেস্ক
লণ্ডন, ১৪ নভেম্বর: স্বামী-স্ত্রীর বিবাদকে কেন্দ্র করে প্রতিদিন ভাঙ্গছে কারও না কারও সংসার। বিচ্ছেদের পর অনেকেই হয়তো নিজেদের ভুল বুঝতে পারেন। কিন্তু সম্পর্ক আর জোড়া লাগে না। বিচ্ছেদের এসব ঘটনায় সবচেয়ে বেশি দুর্দশার শিকার হন ওইসব পরিবারের শিশু-কিশোর বয়সী সন্তানরা। বাবা-মায়ের বিচ্ছেদ তাঁদের হৃদয়ে বড় রকমের দাগ কাটে। অনেক ক্ষেত্রে বাবা-মায়ের ভালোবাসা বঞ্চিত শিশুদের আশ্রয় হয় ফোস্টার কেয়ারে। মানসিকভাবে তীব্র চাপে থাকা এসব শিশু জীবন-জীবিকার সকল সুযোগ পেলেও তাদের হৃদয়ে থাকে বিশাল হাহাকার। এমন হৃদয়গ্রাহী গল্প তুলে ধরেছে সিজন অব বাংলা ড্রামার গত রোববারের (২০ নভেম্বর) আয়োজন। এ ব্রোকেন ড্রিম শীর্ষক নাটকটি মঞ্চস্থ করেছে ম্যাসেজ কালচারাল গ্রুপ। এতে অভিনয় করে শিশু শিল্পীরা।
গত রোববার পূর্ব লণ্ডনের ব্রাডি আর্ট সেন্টারে পরিবেশিত এই নাটিকা দর্শকদের বেশ প্রশংসা পায়। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মাসব্যাপী আয়োজন সিজন অব বাংলা ড্রামায় এটি মঞ্চায়ন করা হয়। বিলেতে বাংলাদেশিদের সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার বৃহত্তম আয়োজন ‘সিজন অব বাংলা ড্রামা’। ৪ নভেম্বর শুরু হওয়া মাসব্যাপী এ আয়োজন চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন ভেন্যুতে হচ্ছে নানা আয়োজন। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ‘মতপ্রকাশের স্বাধীনতা’ এবং ‘আত্মপরিচয়’ (ফ্রিডম অব পীস অ্যাণ্ড সেল্প আইডেনটিটি)। বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন জাতিগোষ্ঠীর সদস্যরা অংশ নিচ্ছেন মঞ্চের পরিবেশনায়। দীর্ঘ প্রায় দুই দশক ধরে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নভেম্বর মাসব্যাপী ‘সিজন অব বাংলা ড্রামা’র আয়োজন করে আসছে। টাওয়ার হ্যামলেটসে ২০০৩ সালে শুরু হওয়া বাংলা নাট্যোৎসবের এটি ১৯তম আয়োজন।