দিলু নাসের
ফুটবলের উন্মাদনা চলছে সারা বিশ্বে
বাংলা নামের দেশ রয়েছে সবার থেকে শীর্ষে।
শহর নগর গঞ্জ গ্রামে চলছে ফালাফালি
মিলছে প্রমাণ আমরা হলাম হুজুগে বাঙালি।
মিছিল-মিটিং আলোচনা শহরে বন্দরে
হচ্ছে দোয়া মিলাদ মাফিল বাহিরে অন্দরে!
বিশ্বকাপে বাংলাদেশের হয়নি কভু স্থান
তবু ওড়ে ঘরে ঘরে নানান দেশের নিশান।
স্বাধীন দেশে অন্য দেশের নিশান সমাহার
পৃথিবীতে নেই কোথাও এমন নজির আর!
প্রিয় দল আর খেলোয়াড়ের নাম ঝুলিয়ে বুকে
উন্মাদনায় রাত্রি জাগে কোটি কোটি লোকে।
নারী-পুরুষ নির্বিশেষে হয়ে পাগল প্রায়
প্রতিবারই অনেক জনে অকালে প্রাণ হারায়।
রাজপথে মধ্যরাতে দলের সমর্থনে
শব্দদূষণ বাড়ায় লোকে মিছিল স্লোগানে।
দলবাজিতে সমাজ জুড়ে বাড়ছে রেষারেষি
কারও বা ভাই নেইমার আর বাপ হয়েছে মেসি।
আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে সকল মানুষ পাগল
বাংলাদেশে তুচ্ছ যেন বাকি তিরিশ দল।
দেশ হয়েছে দুইভাগে ভাগ আর্জেন্টিনা-ব্রাজিল
কারো বুকে হলুদ সবুজ কেউবা সাদা নীল
সবুজ হলুদ, নীল সাদা রঙ দেশ গিয়েছে ভরে
বিজয় মাসে লাল-সবুজকে দিয়েছে ম্লান করে।
ফুটবলের নামে দেশে এমন অবক্ষয়
দেখে এখন অনেক লোকের বাড়ছে মনে ভয়।
ফুটবলের এই আসরে যাদের অবস্থান
সেসব দেশে নেইতো এমন উন্মাদনার প্রমাণ।
বিশ্বকাপে আসার যাদের সম্ভাবনা নাই
তাদের আজব কাণ্ড দেখে বিশ্ব হাসে তাই।
কিন্তু এটা ভাবার বিষয় কেন এমন হলো
তাদের চোখে নেইকি তবে কোনো আশার আলো?
অন্ধকারে বন্ধ ঘরে বসত করে করে
আঁধার এসে বাঁধছে বাসা মানুষের অন্তরে।
স্বাধীন দেশের মানুষজনের তাইতো এমন হাল
মিলছে আভাস সোনার দেশে চলছে ক্রান্তিকাল।
Email: dilu@graffiti.net