দিলু নাসের
বিজয়ের দিন আসে প্রতিবার নিয়ে যুদ্ধের স্মৃতি হৃদয়ে বাজে স্বজন হারানো দুঃখের শোক গীতি।
দেখতে দেখতে দেশ বিজয়ের হয়ে গেছে বহুদিন তবু এখনো যুদ্ধের স্মৃতি হয়ে আছে অমলিন।
একটি নতুন পতাকার লাগি যারা দিয়েছিলো প্রাণ কোটি মানুষের হৃদয়ের মাঝে তারা আজো অম্লান।
হাড়ের পাজর জ্বালিয়ে যারা দেশ করেছিলো মুক্ত যাদের জন্য বাংলা হয়েছে বিশ্বের সাথে যুক্ত।
যাদের রক্ততে আজো চমকায় সবুজ বৃক্ষ বন সেই নির্ভীক বীর সেনাদের জানাই অভিবাদন।
যে দেশের তরে লক্ষ মানুষ দিয়েছে যুদ্ধে প্রাণ সেদেশে আসুক সুখও শান্তি হাসি খুশি অফুরান।
লাখো মানুষের আত্মদানে যেদেশে এসেছে বিজয় মানবরূপী দানবের হোক সেই দেশে পরাজয়।
বিজয়ের এই সুবর্ণকালে দেশ হোক আলোময় যাক মুছে সব দ্বিধা ও দ্বন্দ্ব দূর হোক সংশয়।
লাল সবুজের পতাকা হাতে এগিয়ে চলুক সবে কান্না ভুলে স্বদেশ হাসুক বিজয়ের উৎসবে।
বিশ্ব-ভূবনে ছড়িয়ে পড়ুক বাংলাদেশের খ্যাতি দেখুক বিশ্ব, নয় যে নিঃস্ব বীর বাঙালি জাতি।