পত্রিকা ডেস্ক ♦
লণ্ডন, ১৯ ডিসেম্বর: এবছরের ইয়াং পিপলস এমপি অব দ্য ইয়ার খেতাবে ভূষিত হয়েছেন পূর্ব লণ্ডনের পপলার এণ্ড লাইম হাউজ আসনের এমপি আপসানা বেগম। গত ১৬ ডিসেম্বর যুক্তরাজ্যের পার্লামেন্টের এমপি অব দ্য ইয়ার এওয়ার্ডস-২০২২ অনুষ্ঠানে তাঁকে এই এওয়ার্ড দেয়া হয়। প্যাচওয়াক ফাউণ্ডেশন প্রতি বছর বিভিন্ন বিভাগে এই এওয়ার্ডস দিয়ে থাকে। পার্লামেন্টের স্পিকার্স হাউজে অনুষ্ঠিত এই আয়োজনে হাউজ অব কমন্সের স্পীকার স্যার লিণ্ডসে হোলি লেবার দলীয় এমপি আপসানা বেগমের হাতে এই এওয়ার্ড তুলে দেন।
নারীদের ওপর পারিবারিক নির্যাতন, নারীর স্বাস্থ্যসেবা বিষয়ে গুরুত্ব, বহুসংস্কৃতি ও ধর্ম বিশ্বাসের বৈচিত্র এবং ধনী-গরীবের বৈষম্য দূরীকরণে জোরালো ভূমিকার স্বীকৃতি হিসেবে আপসানাকে এই এওয়ার্ড প্রদান করা হয়।
জনসাধারণের পক্ষ থেকে এই এওয়ার্ডের জন্য এমপিদের মনোনিত করা হয়। একটি স্বাধীন বিচারকদের প্যানেল সর্বসম্মতিক্রমে বিজয়ী নির্ধারণ করেন।
প্রতিক্রিয়ায় আপসানা বেগম বলেন, ইয়াং পিপলস এমপি অব দ্য ইয়ার এওয়ার্ড পাওয়া তাঁর জন্য অত্যন্ত সম্মানের। তিনি তরুণদের জন্য কাজ করতে চান, তরুণদের নিয়ে কাজ করতে চান এবং তরুণদের কাছ থেকে শিখতে চান। জলবায়ু পরিবর্তন, বৈষম্য, বর্ণবাদসহ বিভিন্ন বিষয়ে অব্যাহতভাবে তরুণদের নিয়ে কাজ করে যাবেন বলে জানান তিনি। তিনি বলেন, তরুণদের সৃষ্টিশীল কাজের মধ্যদিয়ে সমাজের ইতিবাচক পরিবর্তনে তিনি আশাবাদী।
এবারের অন্যান্য বিজয়ীরা হলেন, নিউ কামার অব দ্য ইয়ার- গ্যারি স্যামব্রুক, লেবার এমপি অব দ্য ইয়ার- ডেভিড লামি, কনজারভেটিভ পার্টি এমপি অব দি ইয়ার- ফিয়োনা ব্রুস, আদার পার্টি এমপি অব দ্য ইয়ার- জেমি স্টোন এবং ওভারঅল এমপি অব দ্য ইয়ার এওয়ার্ড পেয়েছেন ক্যাথেরিন ওয়েস্ট। পার্লামেন্টের এমপি ও কর্পোরেট পার্টনাররা এ আয়োজনে উপস্থিত ছিলেন।