আপনি কি জানেন, ডায়াবেটিস দৃষ্টিশক্তি হারানোর কারণ হতে পারে?

“আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে আপনি ডায়াবেটিসের কারণে সৃষ্ট চোখের রোগ ‘ডায়াবেটিক রেটিনোপ্যাথি’তে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন।”

ডাঃ এভলিন মেনসাহ
ক্লিনিক্যাল প্রধান (লিড), অপথালমোলজি
লণ্ডন নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি হেলথকেয়ার এনএইচএস ট্রাস্ট ।

ডায়াবেটিস থাকলে চোখের স্ক্রীনিং করানো খুবই গুরুত্বপূর্ণ

“আমি দৃষ্টিশক্তি হারিয়েছি বলে যখন ধরা পড়ল, তখন তা আমার মধ্যে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করে। কেউই তাঁর দৃষ্টিশক্তি হারাতে চায় না। আমি ছয় মাস কেঁদেছি।”

বার্নাডেট ওয়ারেন (৫৫)
সাবেক শিক্ষক, সারে ।

স্ক্রিনিং প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করে

“নিয়মিত পরীক্ষা-নীরিক্ষা এবং স্ক্রিনিংয়ে অংশ নিলে তা মানুষের শরীরে জটিলতা সৃষ্টির ঝুঁকি অথবা প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করবে। তখন এসব ব্যাপারে আমরা কিছু করতে সক্ষম হবো।

ডা. ভরন কুমার
জিপি, স্লাও, বার্কশায়ার

বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

যুক্তরাজ্য | সংবাদ

প্রয়াত সাংবাদিক অজয় পালকে আলতাব আলী পার্ক শহীদ মিনারে কমিউনিটি ও সাংবাদিক মহলের শ্রদ্ধাজ্ঞাপন 

১৮ জানুয়ারি ২০২৩ ৯:৫৭ অপরাহ্ণ | যুক্তরাজ্য, সংবাদ

পত্রিকা প্রতিবেদন ♦

লন্ডন, ১৬ জানুয়ারি: সাংবাদিক অজয় পালকে আলতাব আলী পার্ক শহীদ মিনারে কমিউনিটি ও সাংবাদিক মহল শেষ শ্রদ্ধা জানিয়েছেন। ১৬ জানুয়ারি অপরাহ্নে নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সাংবাদিক, লেখক, সংস্কৃতিকর্মী, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বাঙালি কমিউনিটির বিশিষ্টজনেরা। বাংলাদেশ হাইকমিশন ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রতিনিধিরাও এতে উপস্থিত হন।

সাংবাদিক অজয় পালের মরদেহ ১৬ জানুয়ারি সোমবার অপরাহ্নে আলতাব আলী পার্কের শহীদ মিনারে আনা হলে কমিউনিটি ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা শেষ শ্রদ্ধা জানান

শ্রী অজয় পালের মরদেহ শহীদ মিনার প্রাঙ্গণে আনা হয় বেলা ১টায়। সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মধ্যদিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃবৃন্দ। এ সময় শোকবিধুর পরিবেশে অনেকেরই চোখ ছিল ছল ছল। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক আহাদ চৌধুরী বাবু। প্রথমে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী শ্রী হিমাংশু গোস্বামী ও গৌরী চৌধুরী। এরপর সংক্ষিপ্ত জীবনী পাঠ করে শোনান কবি দিলু নাসের। শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ হাইকমিশনের পক্ষে প্রেস মিনিস্টার সাংবাদিক আশিকুন নবী চৌধুরী, ইসমাইল হেসেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষে কাউন্সিলার ইকবাল আহমদ, কাউন্সিলের পলিটিক্যাল এডভাইজার মুহম্মদ জুবায়ের, লেবার পার্টির নেতা আবদাল উল্লাহ, কমনওয়েথ সাংবাদিক এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, লন্ডন বাংলা প্রেসক্লাবের পক্ষে সহসভাপতি রহমত আলী, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সৈয়দ আনাস পাশা, প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্ট নবাব উদ্দিন, ইউকে বাংলা রিপোটার্স ফোরামের সভাপতি মতিয়ার চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, শহীদ মিনার কমিটির পক্ষে আলতাফুর রহমান মোজাহিদ। এছাড়া উপস্থিত ছিলেন যুক্তরাজ্য  জাসদ, সিপিবির নেতৃবৃন্দ এবং উদীচীর সভাপতি হারুন অর রশীদ, সাবেক সেক্রেটারি আমিনা আলী, কবি হামিদ মোহাম্মদ, সাংবাদিক আনসার আহমদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু মুসা হাসান, শিক্ষাবিদ মুহম্মদ আবদুর রাকীব, যুবনেতা জামাল আহমদ খানসহ প্রমুখ। এরপর মরদেহে উপস্থিত সকলে ফুল দিয়ে শ্রী অজয় পালকে শেষ শ্রদ্ধা জানানো হয়। বক্তব্য রাখেন শ্রী অজয় পাল তনয় শ্রী দীপায়ন দীপ। তিনি তার পিতার প্রতি কমিউনিটির এমন ভালোবাসা প্রদর্শনে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে হাইকমিশনের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের এই কলম সৈনিককে সম্মান জানানো হয় এবং জাতীয় পতাকা দিয়ে তার মরদেহ আচ্ছাদিত করা হয়। লন্ডনস্থ বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীমের লিখিত শোকবাণী তার পুত্রের কাছে হস্তান্তর করেন প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরী। 

শ্রদ্ধাতর্পণ অনুষ্ঠানের সংক্ষিপ্ত স্মৃতিচারণে ভরপুর ছিল কীর্তিমান সাংবাদিক অজয় পালের বর্ণাঢ্য সাংবাদিক ও লেখক জীবন সম্পর্কে নানা স্মৃতি। আলোচনায় উঠে আসে তার হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব, বন্ধুসুলভ আচরণ ও সৃষ্টিশীল লেখনি, প্রতিবাদী ব্যক্তিত্ব ও আপসহীন দেশপ্রেমিকের নানা কথকতা। 

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি শ্রী অজয় পাল স্ট্রোকে আক্রান্ত হন এবং রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৯৫৩ সালে হবিগঞ্জের আদ্য পাশা গ্রামে শ্রী অজয় পালের জন্ম। সিলেট নগরীর দাড়িয়াপাড়ার বাসিন্দা অজয় পাল বিলেত এসে আবাস গড়েন বাঙালী পাড়া টাওয়ার হ্যামলেটসে।   

সবচেয়ে বেশি পঠিত

রুশনারা আলী ও আজমাল মাশরুরের পাল্টাপাল্টি

রুশনারা আলী ও আজমাল মাশরুরের পাল্টাপাল্টি

লিফলেটে মেয়রের ছবি ব্যবহারের প্রশ্নে যা বললেন আজমাল মাশরুর পত্রিকা ডেস্ক ♦ লণ্ডন, ০১ জুলাই: পূর্ব লণ্ডনের বাংলাদেশি অধ্যুষিত বেথনাল গ্রিন এণ্ড স্টেপনি আসনে এবার ভিন্নরকম এক নির্বাচনী উত্তাপ বিরাজ করছে। শুরুতে গাজা ইস্যু নিয়ে সরগরম এ আসনটি এখন লেবার নেতার বাংলাদেশিদের...

ভোট দিতে যাওয়ার সময় আপনার ফটো আইডি সাথে নিতে ভুলবেন না

ভোট দিতে যাওয়ার সময় আপনার ফটো আইডি সাথে নিতে ভুলবেন না

লণ্ডন, ২ জুলাই: আগামী বৃহস্পতিবার ৪ জুলাই যুক্তরাজ্যে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে আপনার ভোটাধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রে যাওয়ার সময় আপনার সাথে একটি স্বীকৃত ফটো আইডি নিয়ে যেতে হবে। অনুমোদিত ফটো আইডি সাথে না থাকলে আপনি ভোট দিতে সক্ষম না-ও হতে পারেন। তাই আপনার ভোট...

মেয়র আনোয়ারুজ্জামানের দাবীর জবাবে সিলেট-ঢাকা ভাড়া বৈষম্য অবসানের আশ্বাস দিলেন বিমান চেয়ারম্যান

মেয়র আনোয়ারুজ্জামানের দাবীর জবাবে সিলেট-ঢাকা ভাড়া বৈষম্য অবসানের আশ্বাস দিলেন বিমান চেয়ারম্যান

পত্রিকা প্রতিবেদন ♦ সিলেট, ২০ জুন: যুক্তরাজ্য থেকে সিলেট-ঢাকা রূটে বিমানের ভাড়া-বৈষম্য অবসানের আশ্বাস দিয়েছেন বিমান চেয়ারম্যান। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর দাবীর প্রেক্ষিতে সম্প্রতি এই আশ্বাস দিয়েছেন বাংলাদেশ বিমানের চেয়ারম্যান,...

যুক্তরাজ্যে ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু

যুক্তরাজ্যে ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু

লণ্ডন, ১০ জুন: যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত ও প্রতিশ্রুত ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে লণ্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন। গত রোববার বিকেলে হাইকমিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে আয়োজিত এক বিশেষ...

প্রবাসীদের সহায়তা দিতে সিলেট এয়ারপোর্টে থাকবে সিটি করপোরেশনের বিশেষ ডেস্ক

প্রবাসীদের সহায়তা দিতে সিলেট এয়ারপোর্টে থাকবে সিটি করপোরেশনের বিশেষ ডেস্ক

পত্রিকাকে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী পত্রিকা প্রতিবেদন ♦ হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি পুরোপুরি বাতিল করেছিজলাবদ্ধতার স্থায়ী সমাধানে টেকসই ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি হোল্ডিং ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত বা পর্যালোচনা আমার সময়ে হয়নি। এটি নিয়ে যেহেতু...

আরও পড়ুন »

 

কিছু স্বপ্নবাজ মানুষের গড়া প্রতিষ্ঠান ‘কিডনি ফাউণ্ডেশন হাসপাতাল সিলেট’

নজরুল ইসলাম বাসন ♦ বৃহত্তর সিলেটের সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা নিয়ে খুব একটা ভাল কথা শোনা...