পত্রিকা ডেস্ক লণ্ডন, ০১ মে: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ মে মঙ্গলবার লণ্ডনে আসছেন। তিনি রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। ৬ মে শনিবার অনুষ্ঠিত হবে রাজা চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠান। যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী এই রাজকীয় আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী ও ক‚টনৈতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক পত্রিকাকে জানান, রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতেই লণ্ডনে আসছেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্য আওয়ামী লীগ ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাজ্যে স্বাগত জানাতে প্রস্তুতি সম্পন্ন করেছে।
