পত্রিকা ডেস্ক লণ্ডন, ০১ মে: আধুনিক যুক্তরাজ্যের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বয়স ৪২ বছর। রাজনৈতিক জীবনে তরতরিয়ে ওপরে উঠেছেন তিনি। পার্লামেন্ট সদস্য হওয়ার মাত্র সাত বছরের মাথায় এখন তিনি প্রধানমন্ত্রী। এ সফলতা নজর কেড়েছে সবার। তবে সুনাকের শাশুড়ির দাবি, তাঁর মেয়ের জন্যই নাকি সুনাক আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। ঋষি সুনাক ভারতীয় বংশোদ্ভূত। তাঁর শাশুড়ির নাম সুধা মূর্তি। শ্বশুর নারায়ণ মূর্তি বিরাট ধনকুবের, প্রযুক্তিপ্রতিষ্ঠান ইনফোসিসের মালিক। ভারতীয় এই দম্পতির মেয়ে অক্ষতা মূর্তিকে ২০০৯ সালে বিয়ে করেন সুনাক। অক্ষতার নিজের সহায়-সম্পত্তির পরিমাণও কম নয়, মোট ৭৩ কোটি পাউণ্ড। আর বিভিন্ন অঙ্গনে প্রভাব-প্রতিপত্তি তো রয়েছেই। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সুধা মূর্তির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রথম ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন তিনি। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি আমার স্বামীকে পরিবর্তন করতে পারিনি। তবে স্বামীকে আমি ব্যবসায়ী বানিয়েছি। আর আমার মেয়ে তাঁর স্বামীকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বানিয়েছে।’ ‘প্রধানমন্ত্রী বানানো ছাড়াও’ অক্ষতা তাঁর স্বামী ঋষি সুনাকের জীবনকে নানাভাবে প্রভাবিত করেছেন বলে দাবি করেন সুধা মূর্তি। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, মূর্তি পরিবারের দীর্ঘদিনের একটি ঐতিহ্য রয়েছে। সেটি হলো প্রতি বৃহস্পতিবার উপবাস থাকা। সুনাকও নাকি সেই রীতি মেনে প্রতি বৃহস্পতিবার উপবাস থাকেন। এ নিয়ে সুনাকের প্রশংসা করে ভিডিওতে সুধা মূর্তি বলেন, ‘বৃহস্পতিবার উপবাস থাকা উচিত। ইনফোসিসের যাত্রা শুরু হয়েছিল বৃহস্পতিবার। শুধু তাই নয়, আমাদের জামাতার পূর্বপুরুষেরা ১৫০ বছর ধরে ইংল্যাণ্ডে রয়েছেন। তবে তাঁরা খুবই ধর্ম মেনে চলেন। বিয়ের পর সুনাক জিজ্ঞাসা করল, “আপনারা কেন সবকিছু বৃহস্পতিবার শুরু করেন?” তারা বলল, রাঘবেন্দ্র স্বামীর কাছে যাবে। সুনাক প্রতি বৃহস্পতিবার উপবাস থাকে। তার মা প্রতি সোমবারে উপবাস থাকলেও, সে বৃহস্পতিবার উপবাস থাকে।
আমাদের রাজনৈতিক আন্দোলনে ভাসানী এখনো প্রাসঙ্গিক
গাজীউল হাসান খান ♦ সামন্তবাদী কিংবা পুঁজিবাদী, আধিপত্যবাদী কিংবা উপনিবেশবাদী— যেখানেই যেকোনো ধরনের অপশাসন ও শোষণ দেখেছেন, সেখানেই প্রতিবাদ ও প্রতিরোধে গর্জে উঠেছেন আজন্ম সংগ্রামী মওলানা আবদুল হামিদ খান ভাসানী। খোলা তরবারির মতো ঝলসে উঠেছে তাঁর দুটি হাত। কণ্ঠে উচ্চারিত...