পত্রিকা ডেস্ক লণ্ডন, ০১ মে: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে যুক্তরাজ্য প্রবাসীদের প্রতিনিধি হিশেবে আনোয়ারুজ্জামান চৌধুরীকে নির্বাচিত করার আহবান জানিয়েছে আনোয়ারুজামান চৌধুরী নির্বাচনী ক্যাম্পেইন কমিটি যুক্তরাজ্য শাখা। গত ২৮ এপ্রিল লণ্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ আহবান জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, আনোয়ারুজ্জামান চৌধুরী একজন প্রবাসী। তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বহু বছর ধরে যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটি তথা প্রবাসীদের কল্যাণে কাজ করছেন। বাংলাদেশে তিনি প্রবাসীদের নানা সমস্যা সমাধানে সক্রিয় থেকেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে প্রবাসীদের প্রতিনিধি হিশেবে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। এটা যুক্তরাজ্য প্রবাসীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বিশেষ উপহার। কারণ সিলেটের বেশিরভাগ লোক যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন। প্রবাসী অধ্যুষিত সিলেটের মানুষের ভালো-মন্দ আরেকজন প্রবাসীই ভালো বুঝতে পারবেন।
সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সিলেটবাসীর প্রতি অনুরোধ জানিয়ে প্রবাসীদের প্রতিনিধি হিসেবে আনোয়ারুজ্জমান চৌধুরীদের আসন্ন সিলেট সিটি মেয়র নির্বাচনে বিজয়ী করার অনুরোধ জানানো হয়। দেশে থাকা পরিবার-পরিজন যাতে ভোটদিতে যান এবং আনোয়ারুজ্জমানকে নির্বাচিত করেন সেই প্রচার চালানোর জন্য প্রবাসীদের প্রতি আহবান জানানো হয়। সংবাদ সম্মেলনে ভিডিও কলে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সিলেট সিটি মেয়র নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেন, নির্বাচিত হলে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবো। বিশেষ করে সিলেট শহরে একটি ভ‚মিখেকো চক্র অনেক প্রবাসীর জায়গা-জমি দোকান কোঠা দখল করে রেখেছে- তা দখলমুক্ত করতে চেষ্টা চালানো প্রতিশ্রæতি দেন তিনি। তিনি সকলের সহযোগিতা চেয়ে বলেন, নির্বাচিত হই বা না হই অতীতের ন্যায় ভবিষ্যাতেও আমি প্রবাসীদের স্বার্থে কাজ করে যাবো। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আওয়ামী লীগ নেতা দেওয়ান গৌস সুলতান, শিক্ষক আবু হোসেন, আব্দুল আহাদ চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে আনোয়ারুজামান চৌধুরী নির্বাচনী ক্যাম্পেইন কমিটির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আওয়ামী লীগ নেতা সেলিম খান। আর সংবাদ সম্মেলন আয়োজনে সার্বিক তত্ত¡াবধানে ছিলেন যুবলীগ নেতা জামাল খান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, একজন পরীক্ষিত রাজনীতিবিদ এবং সমাজ ও দেশের উন্নয়নের ব্রত নিয়ে কাজ করা মানুষটির মাধ্যমে আমরা প্রবাসীরা বিভিন্নভাবে উপকৃত হয়েছি। আমাদের প্রবাসীদের মৌলিক দাবী-দাওয়া আদায়ে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করা সময়ের দাবী। তাই আমরা বিলেতে বসবাসরত সর্বস্তরের প্রবাসী তথা সিলেট সিটির ৪২টি ওয়ার্ডের প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে আগামী ২১ জুনের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা প্রতীকে নির্বাচিত করতে সাহায্য সহযোগিতা প্রত্যাশা করছি।