সংবাদ

 টিএণ্ডটি কনসালটেন্ট ও নেক্সট স্টেইজ-এর উদ্যোগ মাইল এণ্ড স্টেডিয়ামে ঈদমেলা ৯ জুলাই

১৭ মে ২০২৩ ১২:৪২ অপরাহ্ণ | সংবাদ

 পত্রিকা প্রতিবেদন:

 লণ্ডন, ১৫ মে: পূর্ব লণ্ডনের মাইল এণ্ড স্টেডিয়ামে  খোলা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী জুলাই মাসে ঈদমেলা।  গত ১১ মে পূর্ব লণ্ডনের অবস্থিত লণ্ডন বাংলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উদ্যোক্তা সংগঠনের নেক্সট স্টেইজের কর্ণধার আবদুল্লাহ মাহমুদ ও টিএণ্ডটি কনসালটেন্টের পক্ষে ইফতি আহমেদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আবদুল্লাহ মাহমুদ। তিনি বলেন, আগামী ঈদুল আজহার পর ৯ জুলাই রোববার অনুষ্ঠিত হবে দিনব্যাপী ঈদমেলা। চলবে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। থাকবে বাঙালির সংস্কৃতির হৃদয়গ্রাহী নানা উপস্থাপনা।

এতে অংশ নিবেন বাংলাদেশী সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। থাকবেন বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম শ্রেষ্ঠ  লোকসঙ্গীত শিল্পী, আধুনিক ও জনপ্রিয় ব্যাণ্ড শিল্পীরা। অন্যান্য দেশ থেকেও আসবেন স্বনামধন্য শিল্পীবৃন্দ। পরিবেশিত হবে ফ্যাশন শো, থাকবে হালকা খাবারের শতাধিক রকমারি স্টল। থাকবে শিশু-কিশোরদের জন্য নানা খেলনার ব্যবস্থা। এ আয়োজনে আয়োজনে বিশ থেকে পঁচিশ হাজার  শ্রোতা ও দর্শক উপস্থিত থাকবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।  সংবাদ মাধ্যম ও বাঙালি কমিউনিটির সমর্থন  আশা করে তিনি বলেন, আপনারা আমাদের এ আয়োজনকে সার্থক করে তুলতে সহযোগিতা আমরা আন্তরিকভাবে কামনা করছি। তিনি বলেন, এই মেলার মাধ্যমে আমরা এদেশে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও সৃজনশীলতা তুলে ধরতে চাই। আমাদের পথচলায় আপনারাও সাথী, আপনারাও অংশীদার।  সংবাদ সম্মেলনে জানানো হয়, এই আয়োজনে প্রচার এবং সহযাত্রী হিসাবে অংশীদার থাকছে বাংলা সংবাদপত্র ও রেডিও এবং বাঙালি মালিকানাধীন বাংলা টেলিভিশনসহ বিভিন্ন বিজ্ঞাপনী প্রতিষ্ঠান। কোনো টিকেট ছাড়াই সারাদিন উপভোগ করা যাবে পরিবারসহ বন্ধুবান্ধবকে নিয়ে আমাদের সব আয়োজন। শুধু আমাদের একটি চাওয়া থাকবে শৃঙ্খলা বজায় রাখা, যাতে বাঙালি হিসাবে আরেকটি উদাহরণ সৃষ্টি করতে পারি যে, আমরা বীরের জাতি, আমরা সুশৃঙ্খল জাতি। 

লিখিত বক্তব্য পরিবেশনের পর টিএণ্ডটি কনসালটেন্টের কর্ণধার ইফতি আহমদ বলেন, টিএণ্ডটি একটি স্টুডেন্ট বিষয়ক কনসালটেন্ট। তিনি জানান, ব্রিটেনের বেশ ক’টি বিশ্ববিদ্যালয়ে ব্রিটিশ ও বিভিন্ন দেশের শিক্ষার্থী ভর্তি ও অধ্যয়নের নানা সমস্যা সমাধানে সহযোগিতা করে থাকে এ প্রতিষ্ঠানটি। এই ঈদমেলায় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংশ্লিষ্ট তথ্য নিয়ে?উপস্থিত থাকবে। তারা মেলায় উপস্থিত যে কোনো বয়সের অধ্যয়নে আগ্রহী শিক্ষার্থীকে প্রয়োজনীয় পরামর্শ দিবেন। তিনি বলেন, তরুণ সমাজকে শিক্ষা ও সুস্থ সংস্কৃতি চর্চায় আগ্রহী করতে ঈদমেলার অংশীদার হয়েছি। আমার বিশ্বাস, সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার প্রতি মানুষের সংযোগ তৈরি হবে। এতে আপনাদের সহযোগিতা চাই।

মেলা আয়োজন কমিটির দশ সদস্যের উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ নাজিম উদ্দিন বলেন, ব্রিটিশ বাঙালি নতুন প্রজন্মকে সংযুক্ত করার জন্য ঈদমেলা হবে একটি আকর্ষণীয় সাংস্কৃতিক উপস্থাপনা। এতে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নের সুযোগ লাভে সহায়তা দিতে ও নানা সমস্যা সমাধানে টিএণ্ডটি কনসালটেন্ট নিয়ে আসছে একটি প্যাকেজ যা সহজতর করবে মেলায় উপস্থিত বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন নতুন ধারণাসমূহ। উপকৃত হবেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন টিএণ্ডটি কনসালটেন্টের মার্কেটিং ডিরেক্টর চার্লি কসোমবো। এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। 

সবচেয়ে বেশি পঠিত

ট্রাম্পের ভাঁওতাবাজি এখন ঘাটে ঘাটে আটকে যাচ্ছে

গাজীউল হাসান খান ♦ নিয়তি বলে যে কথাটি প্রচলিত রয়েছে, রাজনীতির ক্ষেত্রে তা কতটুকু প্রভাব ফেলে, আমার জানা নেই। পশ্চিমা জগতের কট্টরবাদী রাজনীতিক, যুক্তরাষ্ট্রের বর্তমান ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র পরিচালনায় এখন বহুমুখী অনভিপ্রেত চাপের মুখে নিয়তির খেলায় গা...

ইরান আক্রমণ নিয়ে ফাঁদে পড়েছেন ট্রাম্প

গাজীউল হাসান খান গণমাধ্যমের সংবাদ বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ‘দিশাহীন ও বেপরোয়া’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো গুরুতর ব্যাপারে তাঁর সিদ্ধান্ত পাল্টাতে খুব বেশি সময় নেন না। এর মূল কারণ হচ্ছে ট্রাম্প খুব ভেবেচিন্তে কোনো কথা বলেন না। তবে তিনি নিজেকে বিশ্বের...

কেয়ার ফর সেইন্ট অ্যান’ চ্যারিটির উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্যের শিল্পকর্ম প্রদর্শনী

কেয়ার ফর সেইন্ট অ্যান’ চ্যারিটির উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্যের শিল্পকর্ম প্রদর্শনী

হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ২০ এপ্রিল: টাওয়ার হ্যামলেটসের অবস্থান ও এই এলাকার মানুষের জীবনযাত্রা নিয়ে দুর্লভ শিল্পকর্মের এক বিশেষ প্রদর্শনী শুরু হচ্ছে আগামী ২৪ এপ্রিল বৃহস্পতিবার। ‘কেয়ার ফর সেইন্ট অ্যান' চ্যারিটির উদ্যোগে লাইম হাউজের সেইন্ট অ্যান চার্চে এই প্রদর্শনীর...

ভবিষ্যতের সংঘাত ঠেকাতে এখনই ব্যবস্থা নিন

গাজীউল হাসান খান ♦ পতিত হাসিনা সরকারের দীর্ঘ শাসনকালের একটা সময়ে, সম্ভবত শুরু থেকে মাঝামাঝি কোনো অবস্থায়, দেশের কোনো একটি গণমাধ্যমে একটি চমৎকার স্লোগান দেখতে পেতাম। সেটি হচ্ছে : ‘আপনি বদলে যান, সমাজ বদলে যাবে।’ চারিত্রিক দিক থেকে আমরা সবাই যদি পরিশুদ্ধ হতে পারি, তাহলে...

ড. ইউনূসের আরো স্থায়িত্বের প্রশ্নে কিছু কথা

ড. ইউনূসের আরো স্থায়িত্বের প্রশ্নে কিছু কথা

গাজীউল হাসান খান ♦ আজকাল কোনো রাজনৈতিক কথা বলা কিংবা লেখার ক্ষেত্রে বেশ কিছুটা সংকট দেখা দিয়েছে বলে মনে হয়। কোনো ব্যাপারে বক্তা কিংবা লেখকের নিজস্ব মতামত প্রকাশ করার সঙ্গে সঙ্গেই একটি পক্ষ নির্ধারণের প্রবৃত্তি দেখা দিয়েছে। অর্থাৎ বক্তা বা লেখক রাজনীতিগতভাবে কোন পক্ষের...

আরও পড়ুন »

 

ট্রাম্পের ভাঁওতাবাজি এখন ঘাটে ঘাটে আটকে যাচ্ছে

গাজীউল হাসান খান ♦ নিয়তি বলে যে কথাটি প্রচলিত রয়েছে, রাজনীতির ক্ষেত্রে তা কতটুকু প্রভাব ফেলে, আমার জানা নেই। পশ্চিমা জগতের কট্টরবাদী রাজনীতিক, যুক্তরাষ্ট্রের বর্তমান ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র পরিচালনায় এখন বহুমুখী অনভিপ্রেত চাপের মুখে নিয়তির খেলায় গা...

ইরান আক্রমণ নিয়ে ফাঁদে পড়েছেন ট্রাম্প

গাজীউল হাসান খান গণমাধ্যমের সংবাদ বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ‘দিশাহীন ও বেপরোয়া’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো গুরুতর ব্যাপারে তাঁর সিদ্ধান্ত পাল্টাতে খুব বেশি সময় নেন না। এর মূল কারণ হচ্ছে ট্রাম্প খুব ভেবেচিন্তে কোনো কথা বলেন না। তবে তিনি নিজেকে বিশ্বের...

কেয়ার ফর সেইন্ট অ্যান’ চ্যারিটির উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্যের শিল্পকর্ম প্রদর্শনী

কেয়ার ফর সেইন্ট অ্যান’ চ্যারিটির উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্যের শিল্পকর্ম প্রদর্শনী

হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ২০ এপ্রিল: টাওয়ার হ্যামলেটসের অবস্থান ও এই এলাকার মানুষের জীবনযাত্রা নিয়ে দুর্লভ শিল্পকর্মের এক বিশেষ প্রদর্শনী শুরু হচ্ছে আগামী ২৪ এপ্রিল বৃহস্পতিবার। ‘কেয়ার ফর সেইন্ট অ্যান' চ্যারিটির উদ্যোগে লাইম হাউজের সেইন্ট অ্যান চার্চে এই প্রদর্শনীর...

ভবিষ্যতের সংঘাত ঠেকাতে এখনই ব্যবস্থা নিন

গাজীউল হাসান খান ♦ পতিত হাসিনা সরকারের দীর্ঘ শাসনকালের একটা সময়ে, সম্ভবত শুরু থেকে মাঝামাঝি কোনো অবস্থায়, দেশের কোনো একটি গণমাধ্যমে একটি চমৎকার স্লোগান দেখতে পেতাম। সেটি হচ্ছে : ‘আপনি বদলে যান, সমাজ বদলে যাবে।’ চারিত্রিক দিক থেকে আমরা সবাই যদি পরিশুদ্ধ হতে পারি, তাহলে...

ড. ইউনূসের আরো স্থায়িত্বের প্রশ্নে কিছু কথা

ড. ইউনূসের আরো স্থায়িত্বের প্রশ্নে কিছু কথা

গাজীউল হাসান খান ♦ আজকাল কোনো রাজনৈতিক কথা বলা কিংবা লেখার ক্ষেত্রে বেশ কিছুটা সংকট দেখা দিয়েছে বলে মনে হয়। কোনো ব্যাপারে বক্তা কিংবা লেখকের নিজস্ব মতামত প্রকাশ করার সঙ্গে সঙ্গেই একটি পক্ষ নির্ধারণের প্রবৃত্তি দেখা দিয়েছে। অর্থাৎ বক্তা বা লেখক রাজনীতিগতভাবে কোন পক্ষের...

দেশ কারো একার নয়, দেশ সবার

গাজীউল হাসান খান ♦ বাংলাদেশের স্বাধীনতা আমাদের পূর্বপুরুষদের অর্থাৎ এই অঞ্চলের মানুষের হাজার বছরের আন্দোলন-সংগ্রামের ফসল। ইতিহাসের ধারাবাহিকতায় পর্যায়ক্রমে অবিভক্ত বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম হিসেবে আবির্ভূত হলেও এই ভূখণ্ডে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে...