আপনি কি জানেন, ডায়াবেটিস দৃষ্টিশক্তি হারানোর কারণ হতে পারে?

“আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে আপনি ডায়াবেটিসের কারণে সৃষ্ট চোখের রোগ ‘ডায়াবেটিক রেটিনোপ্যাথি’তে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন।”

ডাঃ এভলিন মেনসাহ
ক্লিনিক্যাল প্রধান (লিড), অপথালমোলজি
লণ্ডন নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি হেলথকেয়ার এনএইচএস ট্রাস্ট ।

ডায়াবেটিস থাকলে চোখের স্ক্রীনিং করানো খুবই গুরুত্বপূর্ণ

“আমি দৃষ্টিশক্তি হারিয়েছি বলে যখন ধরা পড়ল, তখন তা আমার মধ্যে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করে। কেউই তাঁর দৃষ্টিশক্তি হারাতে চায় না। আমি ছয় মাস কেঁদেছি।”

বার্নাডেট ওয়ারেন (৫৫)
সাবেক শিক্ষক, সারে ।

স্ক্রিনিং প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করে

“নিয়মিত পরীক্ষা-নীরিক্ষা এবং স্ক্রিনিংয়ে অংশ নিলে তা মানুষের শরীরে জটিলতা সৃষ্টির ঝুঁকি অথবা প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করবে। তখন এসব ব্যাপারে আমরা কিছু করতে সক্ষম হবো।

ডা. ভরন কুমার
জিপি, স্লাও, বার্কশায়ার

শুক্রবার, ২৬ জুলাই ২০২৪

যুক্তরাজ্য

যুক্তরাজ্যে বেকারত্ব ৩.৯ শতাংশ এপ্রিল মাসে কর্মসংস্থান কমেছে ১ লাখ ৩৬ হাজার

২৪ মে ২০২৩ ১:৪৫ অপরাহ্ণ | যুক্তরাজ্য

 

পত্রিকা ডেস্ক:

লণ্ডন, ২২ মে: এপ্রিল মাসে যুক্তরাজ্যে কর্মসংস্থান কমেছে। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের পর এই প্রথম এমন পরিসংখ্যান দিল দেশটির অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস (ওএনএস)। দ্য গার্ডিয়ান-এর সংবাদে বলা হয়েছে, এই পরিসংখ্যানে বোঝা যাচ্ছে, প্রবৃদ্ধির গতি কমে যাওয়ার প্রভাব দেশটির শ্রমবাজারেও পড়েছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে যুক্তরাজ্যের মানুষের জীবনযাত্রার ব্যয় অনেকটাই বেড়েছে। ফলে অনেক মানুষ কাজ খুঁজতে বাজারে নেমেছেন। সে কারণে দেশটিতে বেকারত্বের হার ৩ দশমিক ৮ শতাংশ থেকে অপ্রত্যাশিতভাবে ৩ দশমিক ৯ শতাংশে উঠেছে।

ওএনএসের হিসাবে দেখা গেছে, চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাজ্যের কর্মসংস্থান কমেছে ১ লাখ ৩৬ হাজার। এই হিসাব সাময়িক হলেও তা বাস্তবতার কাছাকাছি। এপ্রিল মাসে কর্মসংস্থান কমলেও তা ২০২০ সালের ফেব্রæয়ারি মাসের তুলনায় আট লাখ বেশি। এর পরের মাসেই যুক্তরাজ্যে কোভিডজনিত লকডাউন শুরু হয়। যুক্তরাজ্যের সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বছরের প্রথম প্রান্তিকে যুক্তরাজ্যের কর্মসংস্থান ও বেকারত্ব উভয়ই বেড়েছে। এ সময় দেশটির কর্মখালির বিজ্ঞাপন কমেছে ৫৫ হাজার। এ নিয়ে টানা ১০ ত্রৈমাসিকে তা কমল। এ ছাড়া দীর্ঘদিনের অসুস্থতার কারণে নিষ্ক্রিয় মানুষের সংখ্যা ২৫ লাখ ৫০ হাজারে উঠেছে।ওএনএসের পরিচালক ও পরিসংখ্যানবিদ ড্যারেন মরগান বলেন, ‘বছরের প্রথম প্রান্তিকে কর্মসংস্থান ও বেকারত্ব উভয়ই বেড়েছে। এর পেছনে মূলত পুরুষদের ভূমিকাই প্রধান। এর অর্থ হলো, যাঁরা কাজে নেই বা কাজ খুঁজছেন না, এমন মানুষের সংখ্যা কমছে। আবার অসুস্থতার কারণে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা মানুষের সংখ্যাও রেকর্ড উচ্চতায় উঠেছে।’ গত বছর বিশ্বের অন্যান্য দেশের মতো যুক্তরাজ্যেও ব্যাপক মূল্যস্ফীতি হয়। কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠে মূল্যস্ফীতির সূচক। এই বাস্তবতায় যুক্তরাজ্যের সরকারি খাতের মজুরি গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ হারে বৃদ্ধি পায়।

তা সত্ত্বেও ওএনএস বলছে, মজুরির চেয়ে মূল্যস্ফীতির হার বেশি থাকার কারণে সে দেশের সরকারি ও বেসরকারি উভয় খাতের শ্রমিকদের অবস্থার অবনতি হয়েছে। জানুয়ারি-মার্চ সময়ে যুক্তরাজ্যের সরকারি খাতের মজুরি বেড়েছে ৫ দশমিক ৬ ও বেসরকারি খাতের মজুরি বেড়েছে ৭ শতাংশ হারে, কিন্তু এ সময়ের জীবনযাত্রার ব্যয় বেড়েছে ১০ দশমিক ১ শতাংশ হারে। অর্থনীতির নীতি অনুসারে, সরকার যদি কর্মসংস্থান বাড়াতে চায়, তাহলে এমন প্রসারণমূলক মুদ্রানীতি গ্রহণ করতে হবে। যাতে ব্যবসার জন্য ঋণ পাওয়ার সুবিধা হয়, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নতুন নতুন কাজের জন্য কর্মী নিয়োগ দিতে পারে। পরিণামে বেকারত্ব কমবে, কিন্তু মূল্যস্ফীতি বাড়বে। আবার যদি সরকারের মনে হয়, মূল্যস্ফীতি লাগামছাড়া হয়ে যাচ্ছে, ঋণের প্রবাহ কমানো দরকার, তাহলে কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার বাড়াবে। অর্থাৎ, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্বল্প মেয়াদে যে হারে ঋণ দেয়, তা বাড়বে। এতে সব ব্যাংকের হাতেই নগদের প্রবাহ কমবে। ঋণের জোগান কমে যাবে। এতে মূল্যস্ফীতি কমবে, কিন্তু একই সঙ্গে নতুন কর্মসংস্থান ব্যাহত হবে, অন্তত অদূর ভবিষ্যতে। যুক্তরাজ্যে ঠিক তা-ই হয়েছে। মূল্যস্ফীতির রাশ টানতে গিয়ে তারা যেভাবে নীতি সুদহার বাড়িয়েছে, তাতে সমাজে অর্থের প্রবাহ কমে গেছে। টান পড়ছে কর্মসংস্থানে। যুক্তরাজ্যের এই দুর্গতি শুরু হয়েছে ব্রেক্সিটের পর থেকেই। করোনার সময়ও উন্নত দেশগুলোর মধ্যে তারা সবচেয়ে ভুক্তভোগী হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে সে দেশে মূল্যস্ফীতির হার কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠে। চলতি বছরের জানুয়ারি মাসে প্রকাশিত রেজল্যুশন ফাউণ্ডেশনের এক জরিপে জানা যায়, যুক্তরাজ্যে পারিবারিক বার্ষিক গড় আয় ২ হাজার পাউণ্ডের বেশি কমবে। বলা হয়েছে, চলতি অর্থবছরে সে দেশের মানুষের গড় আয় ৩ শতাংশ এবং আগামী অর্থবছরে অর্থাৎ এ বছরের এপ্রিল থেকে ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত মানুষের আয় কমবে ৪ শতাংশ। এতে দৈনন্দিন আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাবে সাধারণ মানুষ। তবে দুর্যোগের এ সময়ও অতিধনীদের আয় বাড়বে-রেজল্যুশন ফাউণ্ডেশন এমন কথাই বলছে। খবর দ্য গার্ডিয়ান-এর।

সবচেয়ে বেশি পঠিত

রুশনারা আলী ও আজমাল মাশরুরের পাল্টাপাল্টি

রুশনারা আলী ও আজমাল মাশরুরের পাল্টাপাল্টি

লিফলেটে মেয়রের ছবি ব্যবহারের প্রশ্নে যা বললেন আজমাল মাশরুর পত্রিকা ডেস্ক ♦ লণ্ডন, ০১ জুলাই: পূর্ব লণ্ডনের বাংলাদেশি অধ্যুষিত বেথনাল গ্রিন এণ্ড স্টেপনি আসনে এবার ভিন্নরকম এক নির্বাচনী উত্তাপ বিরাজ করছে। শুরুতে গাজা ইস্যু নিয়ে সরগরম এ আসনটি এখন লেবার নেতার বাংলাদেশিদের...

ভোট দিতে যাওয়ার সময় আপনার ফটো আইডি সাথে নিতে ভুলবেন না

ভোট দিতে যাওয়ার সময় আপনার ফটো আইডি সাথে নিতে ভুলবেন না

লণ্ডন, ২ জুলাই: আগামী বৃহস্পতিবার ৪ জুলাই যুক্তরাজ্যে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে আপনার ভোটাধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রে যাওয়ার সময় আপনার সাথে একটি স্বীকৃত ফটো আইডি নিয়ে যেতে হবে। অনুমোদিত ফটো আইডি সাথে না থাকলে আপনি ভোট দিতে সক্ষম না-ও হতে পারেন। তাই আপনার ভোট...

মেয়র আনোয়ারুজ্জামানের দাবীর জবাবে সিলেট-ঢাকা ভাড়া বৈষম্য অবসানের আশ্বাস দিলেন বিমান চেয়ারম্যান

মেয়র আনোয়ারুজ্জামানের দাবীর জবাবে সিলেট-ঢাকা ভাড়া বৈষম্য অবসানের আশ্বাস দিলেন বিমান চেয়ারম্যান

পত্রিকা প্রতিবেদন ♦ সিলেট, ২০ জুন: যুক্তরাজ্য থেকে সিলেট-ঢাকা রূটে বিমানের ভাড়া-বৈষম্য অবসানের আশ্বাস দিয়েছেন বিমান চেয়ারম্যান। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর দাবীর প্রেক্ষিতে সম্প্রতি এই আশ্বাস দিয়েছেন বাংলাদেশ বিমানের চেয়ারম্যান,...

যুক্তরাজ্যে ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু

যুক্তরাজ্যে ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু

লণ্ডন, ১০ জুন: যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত ও প্রতিশ্রুত ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে লণ্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন। গত রোববার বিকেলে হাইকমিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে আয়োজিত এক বিশেষ...

প্রবাসীদের সহায়তা দিতে সিলেট এয়ারপোর্টে থাকবে সিটি করপোরেশনের বিশেষ ডেস্ক

প্রবাসীদের সহায়তা দিতে সিলেট এয়ারপোর্টে থাকবে সিটি করপোরেশনের বিশেষ ডেস্ক

পত্রিকাকে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী পত্রিকা প্রতিবেদন ♦ হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি পুরোপুরি বাতিল করেছিজলাবদ্ধতার স্থায়ী সমাধানে টেকসই ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি হোল্ডিং ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত বা পর্যালোচনা আমার সময়ে হয়নি। এটি নিয়ে যেহেতু...

আরও পড়ুন »

 

কিছু স্বপ্নবাজ মানুষের গড়া প্রতিষ্ঠান ‘কিডনি ফাউণ্ডেশন হাসপাতাল সিলেট’

নজরুল ইসলাম বাসন ♦ বৃহত্তর সিলেটের সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা নিয়ে খুব একটা ভাল কথা শোনা...