লণ্ডন, ০৫ জুন: প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমেদ ইক্যুইটি লিডারশিপ এবং সোশ্যাল জাস্টিস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। লুইস কাটজ স্কুল অফ মেডিসিন এবং টেম্পল ইউনিভার্সিটি হেলথ সিস্টেমের প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাস্থ্য, ইক্যুইটি, ডাইভারসিটি এবং ইনক্লুশন অফিস কর্তৃক তাঁকে ২০২৩ হেলথ ইক্যুইটি লিডারশিপ এবং সোশ্যাল জাস্টিস অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। প্রতিষ্ঠান দুটির আন্তরিক ইচ্ছায় এই বছরের এশিয়ান আমেরিকান ও প্যাসিফিকের জন্য হেলথ ইক্যুইটি লিডারশিপ এবং সোশ্যাল জাস্টিস অ্যাওয়ার্ডের মাধ্যমে লুইস কাটজ স্কুল অফ মেডিসিন এবং টেম্পল ইউনিভার্সিটি হেলথ সিস্টেমে যারা পরিবর্তন এনেছেন তাদের অবদানকে স্বীকৃতি দেয়া হয়েছে।
ফিলাডেলফিয়া এবং এর বাইরেও স্বাস্থ্যের সমতাকে উন্নীত করার জন্য যারা পর্দার আড়ালে কাজ করে যাচ্ছেন তাদের ধারাবাহিক কাজের জন্য এ পুরস্কার দেয়া হয়েছে। এলিস আইল্যাণ্ড পদকে ভূষিত একমাত্র বাংলাদেশী আমেরিকান প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমেদ পেনসেলভেনিয়ার বাসিন্দা। বাংলাদেশের সিলেট জেলার শহিদ ডা. শামসুদ্দিন আহমেদের পুত্র তিনি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সরাসরি যুদ্ধ করেছেন এ বীর মুক্তিযোদ্ধা।
ইমেরিটাস অধ্যাপক হিসেবে ডেক্সেল ইউনিভার্সিটিতে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি বহুদিন থেকে বাংলাদেশী কমিউনিটির একজন মানবাধিকার নেতা হিসেবে বাংলাদেশ ও আমেরিকার জনসেবায় কাজ করে চলছেন। ডা. জিয়া বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থের প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি ছিলেন।
তিনি এশিয়ান সম্প্রদায় এবং অভিবাসীদের জন্য অসংখ্য স্বাস্থ্যমেলা, স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম এবং বাংলাদেশে প্রথম সংক্রমণ নিয়ন্ত্রণ কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন। কিডনি ফাউণ্ডেশনের সভাপতি হিসেবে তিনি সিলেটে একটি অলাভজনক ডায়ালাইসিস ক্লিনিক তৈরি করেছেন এবং বর্তমানে বাংলাদেশে একটি দাতব্য হাসপাতাল নির্মাণ করছেন। (সৌজন্যে প্রথম আলো, উত্তর আমেরিকা)।
০০০০০০