আপনি কি জানেন, ডায়াবেটিস দৃষ্টিশক্তি হারানোর কারণ হতে পারে?

“আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে আপনি ডায়াবেটিসের কারণে সৃষ্ট চোখের রোগ ‘ডায়াবেটিক রেটিনোপ্যাথি’তে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন।”

ডাঃ এভলিন মেনসাহ
ক্লিনিক্যাল প্রধান (লিড), অপথালমোলজি
লণ্ডন নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি হেলথকেয়ার এনএইচএস ট্রাস্ট ।

ডায়াবেটিস থাকলে চোখের স্ক্রীনিং করানো খুবই গুরুত্বপূর্ণ

“আমি দৃষ্টিশক্তি হারিয়েছি বলে যখন ধরা পড়ল, তখন তা আমার মধ্যে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করে। কেউই তাঁর দৃষ্টিশক্তি হারাতে চায় না। আমি ছয় মাস কেঁদেছি।”

বার্নাডেট ওয়ারেন (৫৫)
সাবেক শিক্ষক, সারে ।

স্ক্রিনিং প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করে

“নিয়মিত পরীক্ষা-নীরিক্ষা এবং স্ক্রিনিংয়ে অংশ নিলে তা মানুষের শরীরে জটিলতা সৃষ্টির ঝুঁকি অথবা প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করবে। তখন এসব ব্যাপারে আমরা কিছু করতে সক্ষম হবো।

ডা. ভরন কুমার
জিপি, স্লাও, বার্কশায়ার

মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

কবিতা

তবুও তো ছিলাম

জুন ৭, ২০২৩ ৬:৫৩ অপরাহ্ণ | কবিতা

|| শামীম আজাদ ||

দেখা হয়নি,
হতে পারেনি আমাদের তীব্র কিংবা হাল্কা
কোন আলিংগন
অথচ সে দূরত্ব লন্ডন- বাংলাদেশ নয়
এ শুধু গুলশান থেকে ধানমন্ডি যেতে হয়।

আমার যে এত সাংসারিক সংযোগ
পাঠক সমাবেশে ঘন ঘন পদ্যপাত
বিবাহ ও বিরিয়ানি
এইসব থেকে কি করে পিছলে
সোনাবন্ধু, তোরে দেখতে যাই
একবার হলেও তোর শ্যামল হাত,
মুখ ও চিবুক ছুঁই আগের মত মমতার ক্রিম দু’হাতে মাখাই !

চলে যাচ্ছি কাল ভোরে
চোখ ভিজে, ম্লান মুখ
পলে পলে ছিঁড়ছি গরব
কিছুতেই তোকে দেখা হল না আমার
শুধু মনে হচ্ছে বার বার
তবুও তো ছিলাম এখানে এক সাথে
জ্যাম, জনজট ও আমাদের
ভালবাসার শহর ঢাকাতে।

আমার যে কদম চোয়া বৃষ্টিজল
এই যে ঝুল বারান্দার নিচে
বনানী ব্রীজের তীরে
ঐ ঘন সবুজ টলমল
সে তো তোরও আছে, – থাকে,
টিকাটুলি কিংবা বিজয় নগরে।

হয়তোবা দুজনেই এই একই বৃষ্টি দেখছি
দু’জন দু’খানে
আর ঐ উঁচুতে যে আকাশ উপরে
তার নিচেই তো দু’জনেরই বাস
একই আকাশ ছাদ হয়ে আছে
আমাদের আত্মার ওপরে।

দেখা হল না বন্ধু
জানা হল না, কয় বেলা ইনসুলিন নিস,
ঘুমেবার সময় পায়ের শেষে
তুইও কি রাখিস বালিশ?

মালিশ যদি লাগে, ব্যথা যদি বাড়ে
কে থাকে তোর পাশে ?
আচ্ছা, সত্যিই কি পান ধরেছিস
আর তাই বলে বলে তুই যে হাসছিস বড়
তা কি শুধু ফোনে?

খুব জানতে ইচ্ছে করে
বিশ্ববিদ্যালয়ে তোর হাসি দেখে এবং শুনে
ধরাশায়ী হয়েছিল যে বিপ্লব
সে এখন তোর এই পানের বাটা চাটা চেহারা
দেখে কি করতো বা না
অথবা কি বলতো অন্য বন্ধুরা
আর আমিই বা দেখা হলে কি করিতাম
তাও জানা হল না।

শুধু জানি তবুও তো একই নগরে ছিলাম
তবুও তো এতদিন মনে হতো
এশহরের কোথাও না কোথাও তো
আমি ও তুই দু’জনেই আছি,
চাইলেই ছুটে যেতে পারি।

কাল থেকে সে সম্ভাবনাও আর থাকবে না
পাবো না পাবো না তোকে আমি
শত কাঁদিলেও একজন
আরেকজনরে কিছুতেই
আর পাবো না, না॥

৩১.৫.২৩, ঢাকা, বাংলাদেশ

আরও কবিতা

মৌমাছি

মৌমাছি

|| আহমেদ শীর্তাজ ||

আহা! মানুষ যদি মৌমাছি হতো
আর মৌমাছিরা হতো মানুষ,
এই ধরণী অনেক সুশৃঙ্খল হতো নিশ্চয়।
ওদের মধ্যে ক্ষমতার ভাগাভাগিটা দারুন,
একজন স্বাবলম্বী হলেই
নতুন দল গঠন করতে পারে খুব সহজেই।

>>> বাকি অংশ

এক গুচ্ছ কবিতা

এক গুচ্ছ কবিতা

|| মুহম্মদ ইমদাদ ||

প্রেমের কবিতা পারি না!
আমি গাই আগুন-লাগা নারী,
তারে জাপটে ধরি, বলি,
আমি গাঙে ভাসা ছেলে,
আমার সারা অঙ্গে পানি!
আমারে জড়াও তোমাতে
আর দহন করো দান,
বিনিময়ে আমি তোমার
ফেলা দেওয়া সন্তান!

>>> বাকি অংশ

একটি কৃষি কবিতা

একটি কৃষি কবিতা

|| মুজিব ইরম ||

ধানের মৌসুম আসে তোমাদের গাঁয়ে
গত জন্মে
ধান মাড়াইয়ে আমিও দিয়েছি ডাক
নীরবে পড়েছি ঝরে  তোমার উঠানে

ছিটিয়েছি জালা
হালিচারা লাগিয়েছি
কাদাজলে মেখেছি তফন
আমিও কেটেছি ঘাস আদরে

>>> বাকি অংশ

মৌমাছি

প্যাচালী ‘অনেক’

|| আহমেদ শীর্তাজ ||

আকাশে মেঘ অনেক
সাগরে ঢেউ অনেক
বাইরে বৃষ্টি অনেক
ঘরে আধার অনেক
মুখে হাসি অনেক
বুকে কষ্ট অনেক
পূর্ণীমায় জোছনা অনেক

>>> বাকি অংশ

বনলতা সেন আর নীরা লন্ডনে

বনলতা সেন আর নীরা লন্ডনে

|| হামিদ মোহাম্মদ ||

আজ ৭ মে লন্ডনে তুমুল রোদ, রৌদ্রকরোজ্জ্বল দিন
গতকাল ছিল ঝিরঝির বৃষ্টি রাজার অভিষেক, আজ নেই বৃষ্টি
এই দিনে লন্ডনে কিনুগোয়ালার গলিতে রবীন্ত্রনাথের বাঁশি কবিতার কানাকানি
জীবনানন্দের বনলতা সেন ঘুরে বেড়াচ্ছেন ট্রাফালগার স্কয়ার, হাইডপার্ক
অক্সফোর্ড স্ট্রিটের দোকানে দোকানে, পিকাডেলী সাকার্সের …

>>> বাকি অংশ

আরও পড়ুন »