|| মুজিব ইরম ||
ধানের মৌসুম আসে তোমাদের গাঁয়ে
গত জন্মে
ধান মাড়াইয়ে আমিও দিয়েছি ডাক
নীরবে পড়েছি ঝরে তোমার উঠানে
ছিটিয়েছি জালা
হালিচারা লাগিয়েছি
কাদাজলে মেখেছি তফন
আমিও কেটেছি ঘাস আদরে
এই জন্মে
কেন যে আবার যেতে চাই
ধানকাটা লোক হয়ে তোমাদের গাঁয়ে!