আহমেদ শীর্তাজ
আহা! মানুষ যদি মৌমাছি হতো
আর মৌমাছিরা হতো মানুষ,
এই ধরণী অনেক সুশৃঙ্খল হতো নিশ্চয়।
ওদের মধ্যে ক্ষমতার ভাগাভাগিটা দারুন,
একজন স্বাবলম্বী হলেই
নতুন দল গঠন করতে পারে খুব সহজেই।
কোন কাঁদা ছোড়াছুড়ি নেই,
নোংরামি নেই, হত্যা নেই,
সামরিক অভ্যুত্থান নেই,
ধর্মীয় কোন ছল চাতুরি নেই, বিষাক্ত ছোবল নেই,
ঘৃণার হোলি উৎসব নেই,
আমলাতান্ত্রিক জটিলতা নেই,
স্বচ্ছ-অস্বচ্ছ ব্যালট বাক্সের নির্বাচন নেই,
রাত দিনের কোন বিতর্ক নেই,
গনতন্ত্র, পরিবার তন্ত্র, সমাজতন্ত্র কোন তন্ত্রের খাওয়া নেই;
এখানে একটাই তন্ত্র, যোগ্য তন্ত্র।