সেরা চলচ্চিত্র ‘জেকে ১৯৭১’
বিভিন্ন দেশের ৪৫টি সিনেমা প্রদর্শিত
নারীদের জন্য ছিল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা
ভিন্ন দেশের ৪৫টি সিনেমা প্রদর্শিত
।। নিলুফা ইয়াসমীন হাসান ।।
লণ্ডন, ১০ জুন: গত ৪ঠা জুন রোববার ইলফোর্ডের কেনেথ মোর থিয়েটারে বিপুল সংখ্যক দর্শকের সমাগমে পর্দা নামলো ২৪তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘জেকে ১৯৭১’। রেডব্রিজ বারার কাউন্সিলার সায়মা আহমেদ এবং নাদিয়া লোদীর যৌথ সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেডব্রিজ কাউন্সিলের লেজার এণ্ড কালচার লিড মেম্বার কাউন্সিলর নামরিন চৌধুরী, ভারত থেকে আগত চলচ্চিত্র নির্মাতা দেবানিক কুণ্ড, রেইনবো সোসাইটির কর্ণধার মোস্তফা কামাল ও সামির কামাল।
টাওয়ার হ্যামলেটস বারার বাইরে রেডব্রিজে এবার চলচ্চিত্র প্রদর্শনের জন্য কাউন্সিলার নামরীন চৌধুরী রেইনবো সোসাইটিকে ধন্যবাদ জানান। রেইনবো সোসাইটির কর্ণধার মোস্তফা কামাল প্রতিবারের মত এবারও দর্শকদের বিপুল সাড়া পেয়েছেন উল্লেখ করে আগামী বছর রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালের ২৫তম আসর বৃহত্তর পরিবেশে আরো জাঁকজমক হবে বলে আশা প্রকাশ করেন। প্রদর্শিত চলচ্চিত্রকে মূল্যায়ন করার জন্য গঠিত হয়েছিল জুরীবোর্ড। তাঁদের মূল্যায়নে এবারের চলচ্চিত্র উৎসবে এওয়ার্ড পেয়েছে সেগুলো হলো- পূর্ণদৈর্ঘ্য বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র বাংলাদেশের ‘জেকে ১৯৭১,’ শ্রেষ্ঠ পরিচালক ‘সাঈদ মর্তুজা ফাতেমি’ ইরানের ‘বাই মাদার,’ শ্রেষ্ঠ গল্প ভারতের ‘গারগি,’ শ্রেষ্ঠ মানবিক চলচ্চিত্র কাজাকিস্তনের ‘মাম আই এম এলাইভ’ স্পেশাল জুরি চীনের ‘মেনসন দ্য কফিন পেইন্টার’, রেইনবো ফিল্ম সোসাইটি স্পেশাল মেনসন বাংলাদেশের ‘সাঁতাও’।
শর্ট এবং ডকুমেন্টারি বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র বাংলাদেশের ‘তুলিকা’, শ্রেষ্ঠ পরিচালক ফিনল্যাণ্ডের কাটি কালিও ‘ওয়াক উইথ মি’ সিনেমা, শ্রেষ্ঠ গল্প ভারতে ‘চাঁদ’ ও স্পেশাল জুরি মেনসন ইরানের ‘আরসু আবদ’। উল্লেখ্য, রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিটি সিনেমা দর্শকদের মন জয় করেছে। ৪ঠা জুন রোববার উৎসবের সমাপনী দিনে কেনেথ মোর থিয়েটারে প্রদর্শিত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ও পুরষ্কারপ্রাপ্ত ছায়াছবি পরিচালক ফখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’। গত ৩রা জুন শনিবার পূর্ব লণ্ডনের ব্রাডি আর্টস সেন্টারে প্রদর্শিত হয়েছে জয়া আহসান ও ব্রাত্য বসু অভিনিত ভারতীয় বাংলা ছায়াছবি জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ ‘ঝরা পালক’র নামে ছবির নাম ‘ঝরা পালক’। একই দিন প্রদর্শিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের নাট্য চলচ্চিত্র ‘পাপপূণ্য’। এর আগে ২৮ মে পূর্ব লণ্ডনের জেনেসিস সিনেমা হলে উৎসবের উদ্বোধন হয়। উদ্বোধনী দিনে ভারতীয় চলচ্চিত্র ‘বেঁচে থাকার গান’ প্রদর্শিত হয়।