কমরেড সিরাজুল আলম খান
সিরাজুল আলম খান
বাংলাদেশের ইতিহাসে রবে
এই নাম অম্লান।
বঙ্গবন্ধু শেখ মুজিবের
প্রিয় এই সহচর
পাদপ্রদীপের আলোয় ছিলেন
সারাটা জীবন ভর।
আমাদের দেশে যখন এসেছে
রক্তিম একাত্তর
তিনি যে ছিলেন সেই বিপ্লবে
সুমহান কারিগর।
বাঙালি জাতির স্বাধীনতা আর
স্বাধিকার আন্দোলনে
মানুষের মনে প্রাণে।
বাংলা নামের রাষ্ট্র গঠনে
যার বেশী অবদান
সেই কুশীলব ব্যক্তিত্ব নাম
সিরাজুল আলম খান।
সারাটা জীবন ভালোবেসেছেন
মানুষ আর মানবতা
তার চিন্তায় চেতনায় ছিলো
গণমানুষের কথা।
দুর্নীতি আর লুটতরাজের
করে বিরুদ্ধাচারণ
নিজের গড়া দেশে করেছেন
নিভৃতে জীবনযাপন।
প্রজ্ঞাবান এই রহস্যময়
সিরাজুল আলম খান
বাংলাদেশের ইতিহাসের এক
অপঠিত আখ্যান।
স্বাধীনতার এই মহানায়কের
তিরোধানে আজ তাই
শোকার্ত প্রাণে তার স্মরণে
অতল শ্রদ্ধা জানাই।
বীর সেনানীর স্মৃতির প্রতি
জানাই লাল সালাম
ইতিহাসে রবে স্বর্ণাক্ষরে
লেখা এই প্রিয় নাম।