লণ্ডন, ১২ জুন: টাওয়ার হ্যামলেটসের ভিক্টোরিয়া পার্কে আয়োজিত নগ্ন ‘বাইক রাইড’ অবশেষে বাতিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কাউন্সিলের সাথে আলোচনা ও স্থানীয়?কর্তৃপক্ষের আইনী পদক্ষেপের ফলে টাওয়ার হ্যামলেটসের ভিক্টোরিয়া পার্ক দিয়ে?যাওয়া এই নগ্ন রাইড বাতিল হয়েছে বলে জানা গেছে। এতে বারার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একই সাথে নগ্ন ‘বাইক রাইড’-এর প্রতিবাদে আয়োজন করা র্যালি কর্মসূচিও বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, এলাকার ব্যাপক সংখ্যক মানুষের বিরোধিতা সত্তে¡ও গত ৬ বছর ধরে ভিক্টোরিয়া পার্কে নগ্ন হয়ে সাইকেল চালনা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় নগ্ন বাইক রাইড আয়োজকরা গত ১০ জুন এবং?আগামী ১৭ জুন দুই দফায়?টাওয়ার হ্যামলেটসের ভিক্টোরিয়া পার্কে রাইডের আয়োজন করেছিলেন। এতেটাওয়ার হ্যামলেটসের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাদের অভিযোগ, নেকেড বাইক রাইড পার্কের সুন্দর পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি শিশুদের মনেও বিরূপ প্রভাব ফেলে। এছাড়া পার্কে আগত পরিবারগুলোকেও বিব্রতকর অবস্থায় পড়তে হয়। যার কারণে এমন আয়োজনের বিরুদ্ধে দিনে দিনে বিরোধিতাও বাড়ছিল। এ নিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ব্যাপক সংখ্যক অভিযোগ জমা পড়ে। অভিযোগ পেয়ে কাউন্সিল নেকেড বাইক রাইড আয়োজকদের সাথে বিষয়টি নিয়ে সমঝোতারও চেষ্টা চালায়। কিন্তু আয়োজকরা সমঝোতায় রাজি না হওয়ায় শেষমেষ কাউন্সিলের আলোচনা ও লিগ্যাল চ্যালেঞ্জের প্রেক্ষিতে ১০ ও ১৭ জুনের টাওয়ার হ্যামলেটসের ভিক্টোরিয়া পার্কে নেকেড রাইড বাতিল করা হয়। এ বিষয়ে ডেপুটি মেয়র কাউন্সিলার মাইয়ুম মিয়া তালুকদার বলেন, আইনী চ্যালেঞ্জের পাশাপাশি সাধারণ মানুষ টাওয়ার হ্যামলেটসে নেকেড রাইক রাইডের বিরুদ্ধে যে প্রতিবাদ র্যালি আয়োজন করেছে, তার কারণেও চাপ তৈরী হয়। প্রতিবাদ র্যালির অন্যতম আয়োজক টাওয়ার হ্যামলেটস কমিউনিটি একশন এণ্ড রেসিডেন্স এলায়েন্স-এর একটিভিস্টরা এখন তাদের প্রতিবাদ র্যালি বাতিল করেছেন। তারা খুবই সন্তুষ্ট। কাউন্সিল ও মেয়র এর জন্য চেষ্টা করেছেন। তিনি জানান, এ নিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বিপুল সংখ্যক প্রতিবাদ বা অভিযোগ পেয়েছে।
কাউন্সিল নেকেড বাইক রাইড আয়োজকের সাথে এ নিয়ে সমঝোতারও প্রয়াস চালায়। অন্তত টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন বর্ণের মানুষের মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি সম্মান রেখে তারা যেনো অন্য রুটে চলাচল করে- এই প্রস্তাব দিলেও তারা প্রথমে কোনো সমঝোতায় রাজি হয়নি। এই প্রেক্ষিতে কাউন্সিল আইনীভাবে ইনজাংশন জারীর চেষ্টা করে।