এই দণ্ডাদেশ নিহতের পরিবারকে কিছুটা হলেও স্বস্তি দেবে: মেয়র
লণ্ডন, ১৯ জুন: ২০২১ সালের ১৬ আগস্ট টাওয়ার হ্যামলেটস্ সিমেট্রি পার্কে রঞ্জিত কানকানামালাগে নামের এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যার দায়ে এরিক ফেল্ডকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ১৪ জুন বুধবার এই দণ্ডাদেশ ঘোষণা করা হয়। এর ফলে দণ্ডিত এরিককে কমপক্ষে ২৮ বছর কারাগারে থাকতে হবে।
এই দণ্ড ঘোষণার পর এক বিবৃতিতে টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান বলেন, “আমি আশা করি আজকের এই দণ্ডাদেশ ঘোষণা রঞ্জিত কঙ্কনামালাগের পরিবার-পরিজন ও বন্ধুদের জন্য কিছুটা হলেও স্বস্তি ও ন্যায়বিচার নিয়ে আসবে। রঞ্জিতের নৃংশস হত্যাকাণ্ড টাওয়ার হ্যামলেটসসহ বৃহত্তর কমিউনিটিতে গভীর প্রভাব ফেলেছিলো।
যে কোন ধরণের ঘৃণামূলক অপরাধের শিকার হলে সাথে সাথে তা রিপোর্ট করার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে মেয়র আরো বলেন, “টাওয়ার হ্যামলেটসে ঘৃণার কোন স্থান নেই এবং যেকোন ধরনের উগ্রবাদ ও বর্ণবাদকে আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করে যাবো। কমিউনিটির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে, সকল ধরনের ঘৃণা ও বৈষম্য মোকাবেলায় আমরা পুলিশসহ সকল অংশীদারদের সাথে কাজ করে যাচ্ছি।
টেনশন মনিটরিং গ্রুপে টাওয়ার হ্যামলেটস ইন্টারফেইথ ফোরামের প্রতিনিধি লিওন সিলভার বলেন, “শান্তি ও নিরাপত্তার সাথে বাস করার, অপব্যবহার, বৈষম্য ও কুসংস্কার থেকে মুক্ত থাকার অধিকার রয়েছে প্রতিটি মানুষের।” তিনি রঞ্জিত কঙ্কনামালাগে-এর ভয়ঙ্কর হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে এই দণ্ডাদেশ রঞ্জিতের পরিবার এবং বন্ধুদের অন্তত কিছুটা ব্যথা কমাতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তি