পত্রিকা ডেস্ক:
লণ্ডন, ১১ সেপ্টেম্বর: চলন্ত উড়োজাহাজে বিমানবালাকে যৌন নিপীড়নের অভিযোগে উড়োজাহাজের যাত্রী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতের মুম্বাই পুলিশ। ৩০ বছর বয়সী বাংলাদেশি ওই নাগরিকের নাম মোহাম্মদ দুলাল। মুম্বাইয়ের একজন পুলিশ কর্মকর্তা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, গত ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে ভিস্তারা এয়ারলাইনের ফ্লাইটটি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দের অবতরণের কিছু সময় আগে এ ঘটনা ঘটে। ওমানের রাজধানী মাস্কাট থেকে ছেড়ে আসা ফ্লাইটটি মুম্বাই হয়ে ঢাকায় যাচ্ছিল।
ওই কর্মকর্তা বলেন, ফ্লাইটটি মুম্বাইয়ে অবতরণের আধা ঘণ্টা আগে দুলাল তাঁর আসন থেকে উঠে একজন বিমানবালাকে জড়িয়ে ধরেন। পরে তাঁকে চুম্বন করার চেষ্টা করেন। এ সময় অন্য কেবিন ক্রু ও যাত্রীরা এগিয়ে এলে দুলাল অশালীন ইঙ্গিত করেন বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, ফ্লাইটটি মুম্বাই বিমানবন্দরে অবতরণের পর অভিযুক্ত দুলালকে নিরাপত্তা কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে তাঁকে সাহার থানায় নিয়ে যাওয়া হয়। ওই বিমানবালার অভিযোগের ভিত্তিতে দুলালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) সংশ্লিষ্ট ধারায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ কর্মকর্তা বলেন, অভিযুক্ত দুলালকে স্থানীয় আদালতে হাজির করা হয়। আদালত আজ শুক্রবার পর্যন্ত তাঁর রিমাণ্ড মঞ্জুর করেছেন।
ভিস্তারার একজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, গত বুধবার ভিস্তারার মাস্কাট থেকে মুম্বাইগামী ফ্লাইট ইউকে-২৩৪ ফ্লাইটে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ওই যাত্রীর চরম অসদাচরণের কারণে ক্যাপ্টেন একটি সতর্কীকরণ চিঠি জারি করেছেন এবং তাঁকে সংযত করার চেষ্টা করেছেন।
ভিস্তারা এয়ারলাইনের ওই কর্মকর্তা বলেন, নির্দেশিকা ও কঠোর স্ট্যাণ্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুযায়ী, ফ্লাইট অবতরণের সঙ্গে সঙ্গে নিরাপত্তা সংস্থাকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়েছিল। ভিস্তারা তার যাত্রী ও কর্মীদের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণœ করে এমন আচরণের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি মেনে চলে।