পত্রিকা ডেস্ক:
লণ্ডন, ১১ সেপ্টেম্বর: যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার (পলিটিক্যাল) নাসরিন মুক্তি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
গত ৪ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে লণ্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার বয়স হয়েছিলো ৪৯ বছর। তিনি স্বামী ও একমাত্র শিশুকন্যাসহ পরিবারের অনেক সদস্য ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
৫ সেপ্টেম্বর বাদ জোহর ব্রিক লেইন জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ও লণ্ডন হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীসহ ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির নারী-পুরুষ জানাজায় অংশ নেন।
এর আগে আগেরদিন নাসরিন মুক্তির রূহের মাগফিরাত কামনা করে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ব্রিক লেইন মসজিদে বাদ আসর পবিত্র কোরআন খতম এবং বাদ মাগরিব বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
নাসরিন মুক্তির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেছেন, নাসরিন মুক্তি ২০২২ সালের ৩০ ডিসেম্বর বাংলাদেশ হাই কমিশন, লণ্ডনের মিনিস্টার (পলিটিক্যাল) পদে নিযুক্ত হওয়ার পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত সর্বোচ্চ নিষ্ঠা ও কর্মদক্ষতার সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সার্বিক সম্পর্ক উন্নয়নে উল্লেখযোগ্য দায়িত্ব ও ভূমিকা পালন করে গেছেন। এজন্য আমি তার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। নাসরিন মুক্তি ছিলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা নৌবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমাণ্ডার জালাল উদ্দিন (বীরোত্তম)-এর এক সাহসী সন্তান।
প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে নাসরিন মুক্তির মরদেহ বাংলাদেশে পাঠানোর কথা।