লণ্ডন, ২৫ সেপ্টেম্বর: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩০শে সেপ্টেম্বর যুক্তরাজ্যে আসছেন। তিনি ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজধানী লণ্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন এবং ৩ অক্টোবর পর্যন্ত লণ্ডনে অবস্থান করবেন। তাঁর এই লণ্ডন সফরকে সামনে রেখে গণজমায়েত করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। এ উপলক্ষে বেশ কয়েকটি প্রস্তুতি সভাও করেছে তারা।
যুক্তরাজ্য আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর সফল করতে ইতোমধ্যে লণ্ডনে আসা সিলেট সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ সিনিয়র নেতারা ধারাবাহিক বৈঠক করছেন। সহযোগী সংগঠনগুলোর সঙ্গেও তারা সমন্বয় করছেন। যুক্তরাজ্য আওয়ামী লীগ সূত্রে আরো জানা গেছে, নেতা-কর্মীদের প্রত্যাশার কারণে আগামী ২ অক্টোবর ব্রিটিশ পার্লামেন্টের কাছাকাছি একটি হলে জনসমাবেশ হবে। সফর শেষ করে ৩ অক্টোবর তাঁর ঢাকার উদ্দেশে লণ্ডন ত্যাগ করার কথা রয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ও দ্বিপক্ষীয় অনুষ্ঠানে যোগদান শেষে শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় নিউইয়র্ক থেকে সড়কপথে ওয়াশিংটন ডিসিতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এর আগে প্রধানমন্ত্রী শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) নিউইয়র্কে তাঁর আবাসস্থল দ্য লোটে থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা হন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান।