পত্রিকা ডেস্ক ♦
লন্ডন, ০৬ নভেম্বর: লন্ডনে শুরু হয়েছে মাসব্যাপী বাংলা নাট্যোৎসব ‘এ সিজন অব বাংলা ড্রামা’। পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আয়োজনে প্রতি বছর নভেম্বর মাসজুড়ে চলে এই উৎসব। এটি লন্ডনে বাংলা নাট্যোৎসবের ২০তম আয়োজন। যে কারণে এবারের উৎসবের মূল সৌাগান ‘২০ অ্যাক্টস অব লাভ’ (ভালোবাসার ২০টি অভিনয়)।
১ নভেম্বর বুধবার স্থানীয় ব্রাডি আর্ট সেন্টারে উদ্বোধনী পরিবেশনায় ছিলো আয়োজনের মূল সৌাগানকে উপজীব্য করে নাটিকা- ‘২০ অ্যাক্টস অব লাভ’। ‘কোলভ আর্টসে’র পরিবেশনায় এই নাটিকায় দেখানো হয় বাঙালি পরিবারে ভিনদেশী বধুকে নিয়ে নানা টানাপোড়েন শেষে মেনে নেয়ার গল্প যেখানে শেষ পর্যন্ত জয়ী হয় ভালোবাসা। এতে অভিনয় করেন রুকসানা খান ও ক্ল্যারিস মোন্টেরো। এরপরই শুরু হয় মূল পরিবেশনা ‘ম্যারিজ ইজ মার্ডার’।
হাস্যরসে ভরপূর প্রায় দুই ঘন্টার এই নাটকে তুলে ধরা হয় অনলাইন ডেটিংয়ের আধুনিক সময়ে উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পাওয়া কতটা কষ্টসাধ্য। এতে জীবনসঙ্গী বাছাইয়ে বিবাহ সম্পর্কিত পেশাদার গোয়েন্দাসেবা নিতে গিয়ে পুরো পরিবার একটি খুনের রহস্যে জড়িয়ে পড়েন। ‘মার্লব সাইনিউ’ পরিবেশিত মঞ্চ নাটকটির লেখক ও পরিচালক কায়সার ফয়েজ। এতে অভিনয় করেন নাতাশা পার্সিভাল, অ্যানা সিলভেস্টার, আইউশি জেইন, আসাদ হোসাইন, মাইলস লোবো ও নিকি মাইলোনাস।
বরাবরের মত এবারও ‘এ সিজন অব বাংলা ড্রামা’র মাসব্যাপী আয়োজনে মঞ্চনাটকের পাশাপাশি থাকছে গান, কবিতা, নৃত্য, বিষয়ভিত্তিক আলোচনা ও চিত্র প্রদর্শণীসহ নানা সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠানের শুরুতে উৎসবের পরিচালক কাজী রুকসানা বলেন, বিশ্ব এখন এক কঠিন সময় পার করছে। নিষ্ঠুরতা আর মৃত্যুর খবরে নিজেকে সামলে রাখা কঠিন। মধ্যপ্রাচ্যে যা ঘটছে তার প্রভাব ছড়িয়ে পড়ছে দেশে দেশে। এ সময়ে আমাদের দরকার পারষ্পরিক ভালোবাসার মানসিকতা। উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার জাহেদ চৌধুরী।