টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে আবেদন
লণ্ডন, ১৯ ফেব্রুয়ারি: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে লণ্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটসের কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টার অফ টাওয়ার হ্যামলেটস।
এ ব্যাপারে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে। টাওয়ার হ্যামলেটস কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যে জমা দেওয়া আবেদনে ২০০০-এরও বেশী ব্যক্তি স্বাক্ষর করেছেন বলে জানা গেছে। গত ১৬ই ফেব্রুয়ারি লণ্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আবেদনকারীরা।
সংবাদ সম্মেলনে আবেদনকারী ও এই আবেদনের সমর্থকদের মধ্যে উপস্থিত সাবেক কাউন্সিলার পুরু মিয়া বলেন, এই পিটিশনের লক্ষ্য হল ফিলিস্তিনের জনগণের সাথে সংহতি জানানোর পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উড়ানোর বিরুদ্ধে একটি সমন্বিত প্রচারণার পাল্টা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। টাওয়ার হ্যামলেটসে ফিলিস্তিনের বিষয়ে ব্যক্তির বাকস্বাধীনতা রক্ষা করা।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে টাওয়ার হ্যামলেটসে সাত শতাধিক মানুষের সমাবেশে সর্বসম্মতিতে প্রতিষ্ঠা করা হয় প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টার অফ টাওয়ার হ্যামলেটস। ঐ সভায় উপস্থিত সবাই ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরতা বন্ধের বিরুদ্ধে স্থানীয় ও ব্যক্তিগতভাবে অবস্থান নিতে তাদের প্রত্যয় ব্যক্ত করেন। প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টারের পক্ষ থেকে আজমল মাসরুর বলেছেন, ”টাওয়ার হ্যামলেটসের ইস্ট এ এই সংগ্রামের অগ্রভাগে রয়েছে যা কেবল স্ট্রিট থেকে ব্রিক লেন এবং তার বাইরেও আমাদের অনুভূতি, কাজকর্ম এমনকি জীবনকে সংজ্ঞায়িত করেছে। ফিলিস্তিন হল আমাদের সময়ের সবচেয়ে বড় নৈতিক বিষয়। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, টাওয়ার হ্যামলেটেসর জনগণ বিশ্বাস করে যে, ফিলিস্তিনিদের তাদের নিজস্ব একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে অস্তিত্ব রক্ষার ও বসবাসের অধিকার রয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই পিটিশনে পর্যাপ্ত গণস্বাক্ষর সংগ্রহ করে কর্তৃপক্ষের কাছে আমরা এই বার্তাই দিতে চাই যে, এই এলাকার জনগণ চায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ফিলিস্তিনকে স্থানীয়ভাবে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিক এবং আমাদের রাস্তাগুলোতে কোন রকম বাধা ছাড়া ফিলিস্তিনের পতাকা উড়ানোর নিশ্চয়তা দিক।” সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থাপতি সাইফ ওসমানী।
স্বাক্ষর অভিযানে অংশ নিতে পিটিশনের লিঙ্কের জন্য www.palinfoth.com ওয়েবসাইটটি দেখার অনুরোধ জানানো হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। উল্লেখ্য, শেফিল্ড সিটি কাউন্সিল হচ্ছে যুক্তরাজ্যের প্রথম স্থানীয় কর্তৃপক্ষ যেটি ২০১৯ সালে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এ ব্যাপারে আরো তথ্যের জন্য যোগাযোগের জন্য ইমেইল: palinfoth@gmail.com ফোন: 07707587763