লণ্ডন, ০৪ মার্চ: বিলেতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব নাসির আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটির এই বিশিষ্ট ব্যক্তিত্ব বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর রাত চারটায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।বিলেতে দীর্ঘ জীবনে তিনি বহু সামাজিক ও ধর্মীয় সংগঠনে দায়িত্বশীল ভূমিকা পালন করেন। বার্মিংহাম বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান ও বাংলাদেশ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান ট্রাস্টি ছিলেন। ছিলেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের পেট্রন। এছাড়া তিনি বেশকিছু দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন।
আলহাজ্ব নাসির আহমেদের পৈতৃক নিবাস ছিলো সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের ছোট ধিরারাই গ্রামে। ষাটের দশকে তিনি বিলেত পাড়ি জমান। সপরিবারে বাস করতেন বার্মিংহামে।