গ্রেট ব্রিটেনে নতুন হাওয়া নভেম্বরে গ্রেট ব্রিটেনে ঠাণ্ডা থাকার কথা কিন্তু এবার বাতাস জুড়ে বইছে উষ্ণতা! বাকিংহামে রানীর স্থলে রাজা সিংহাসনে নানান রকম পরিবর্তন দেখছে জনগণে। রাজনীতিতে টোরি দলের লেজে-গোবর হাল আস্তাকুড়ে গেছেন অনেক বস্তাপচা মাল। অর্থনীতির পাগলা ঘোড়া হচ্ছেনা তো কাবু লাগাম টেনে ধরতে এলেন ঋষি সুনাক বাবু। ঋষি সুনাক ব্রিট-এশিয়ান ব্যক্তি প্রথমজন যে করেছেন অলংকৃত প্রধানমন্ত্রীর আসন। অদৃশ্য কালো দেয়াল হয়েছে চুরমার এই ঘটনায় খুলে গেলো সম্ভাবনার দ্বার। দশ নম্বর কৃষ্ণ দুয়ার হয়েছে উন্মুক্ত ভবিষ্যতে হয়তো হবেন আরও অনেক যুক্ত। ভুলে গিয়ে বর্ণের ভেদ কেবা সাদা কালো বহুজাতির মিলন ঐক্যে জ্বলুক সেখানে আলো। ব্রিটেনে হোক বিশ্বপ্রীতির সুদৃঢ় বন্ধন প্রধানমন্ত্রী ঋষি সুনাক তোমায় অভিনন্দন।
দিলু নাসেরের ছড়া
ড্যানিয়েল ঘূর্ণিঝড় মরক্কোতে গগনবিদারী ভূমিকম্পের পর লিবিয়াতে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড়। ড্যানিয়েল নামী ঘূর্ণিঝড়ে লিবিয়ার বহু শহরে সাগরের জল উপচে পড়েছে ধূ ধূ মরু প্রান্তরে! সাজানো গোছানো জীবন নিমিষে হয়ে গেলো ছারখার...