দিলু নাসের
মন ভালো নেই মন ভালো নেই বিষাদ ছুঁয়েছে প্রাণে
চিরচেনা প্রিয় অজয় পালের হঠাৎ এই তিরোধানে।
শৈশব থেকে প্রিয়জনদের কাতারে ছিলেন তিনি
চলার পথে নানান ক্ষেত্রে আছি তাঁর কাছে ঋণী।
গানের মানুষ প্রাণের মানুষ কথার যাদুকর
তাঁর প্রয়াণে ব্যথিত আজ হয়েছে অন্তর।
দেশে ও বিদেশে সকলের কাছে নির্ভীক এই নাম
তাঁর ক্ষুরধার লেখনীর জোরে কুড়িয়েছিলেন সুনাম।
কাজে ও কর্মে সারাটা জনম ছিলো যে প্রাণের স্পন্দন
ছোট-বড় সব মানুষের সাথে ছিলো হৃদয়ের বন্ধন।
হৃদয়ে ধারণ করতেন তিনি বাংলা বাঙালী জাতি
সাংবাদিকতা ছড়া কবিতায় কুড়িয়েছিলেন খ্যাতি।
জীবনের নানা ঘূর্ণিপাকেও প্রাণে ছিলো উদারতা
সারাটা জনম ভালোবেসেছেন মানুষ আর মানবতা।
ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অজয় দা
দেশ ও জাতির কল্যাণে তিনি ছিলেন অবিচল সদা।
একাত্তরে মাতৃভূমি করতে শত্রুমুক্ত
কলম হাতে হয়েছিলেন তিনিও যুদ্ধে যুক্ত
তাঁর প্রয়াণে তাই সকলের অশ্রুসিক্ত নয়ন
কলমযোদ্ধা অজয় পালকে অন্তিম অভিবাদন