আন্তর্জাতিক

গভীর সমুদ্রে ৪০০ অভিবাসনপ্রত্যাশী নিয়ে ভাসছে নৌযান

১১ এপ্রিল ২০২৩ ১১:৪৬ পূর্বাহ্ণ | আন্তর্জাতিক

পত্রিকা ডেস্ক

লণ্ডন, ১০ এপ্রিল: প্রায় ৪০০ জন অভিবাসনপ্রত্যাশী নিয়ে একটি নৌযান গ্রিস ও মালটার মধ্যকার সমুদ্রে ভাসছে। নৌযানটিতে পানি উঠছে। সহায়তাকারী সংস্থা ‘অ্যালার্ম ফোর্স ৯ এপ্রিল রোববার এ তথ্য জানিয়েছে। অ্যালার্ম ফোন টুইটারে বলেছে, সমুদ্রে ভাসতে থাকা নৌযানটি থেকে তারা একটি কল পেয়েছে। তারা ইতিমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছে। কিন্তু কর্তৃপক্ষ এখন পর্যন্ত উদ্ধার অভিযান শুরু করেনি।

অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌযানটি লিবিয়ার টোব্রুক উপকূল থেকে ছেড়ে যায় বলে জানায় অ্যালার্ম ফোন। সংস্থাটি বলেছে, নৌযানটি এখন মাল্টার অনুসন্ধান ও উদ্ধার এলাকায় (এসএআর) রয়েছে। জার্মানভিত্তিক সংস্থা সি-ওয়াচ ইন্টারন্যাশনালের টুইটার অ্যাকাউন্টে বলা হয়, তারা নৌযানটিকে খুঁজে পেয়েছে। নৌযানটির কাছাকাছি এলাকায় পণ্যবাহী দুটি জাহাজ রয়েছে।

সি-ওয়াচ ইন্টারন্যাশনাল আরও জানায়, মাল্টার কর্তৃপক্ষ এই পণ্যবাহী জাহাজ দুটিকে উদ্ধারকাজ না করার জন্য নির্দেশ দিয়েছে। তবে তারা নৌযানটিতে জ্বালানি সরবরাহ করতে একটি জাহাজকে নির্দেশনা দিয়েছে। নৌযানটির আরোহীরা মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন। এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছে সি-ওয়াচ ইন্টারন্যাশনাল। এ বিষয়ে বক্তব্য জানতে মাল্টার কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানায় রয়টার্স। অ্যালার্ম ফোন বলেছে, তারা জেনেছে, নৌযানটিতে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের চিকিৎসা দরকার। নৌযানটির জ্বালানি শেষ হয়ে গেছে।  নৌযানের নিচের অংশ (ডেক) পানিতে পূর্ণ হয়ে গেছে। নৌযানটির চালক চলে গেছেন। ফলে নৌযানটি চালাতে পারেন, এমন কেউ এখন নেই।

জার্মান-ভিত্তিক আরেকটি এনজিও রেসকিউশিপ জানায়, ভূমধ্যসাগরে পৃথক একটি নৌযানডুবির ঘটনায় কমপক্ষে ২৩ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন। গত সপ্তাহে ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) মাল্টার উপকূল থেকে ৪৪০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছিল।

আরও আন্তর্জাতিক সংবাদ

পারমাণবিক অস্ত্র মোতায়েন: যুক্তরাষ্ট্রকে ‘লেকচার’ না দিতে বললো রাশিয়া

পত্রিকা ডেস্ক লণ্ডন, ২৯ মে: বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনে সম্প্রতি দেশটির সঙ্গে চুক্তি করে রাশিয়া। রাশিয়ার এ পদক্ষেপের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর সমালোচনার জবাব দিয়েছে মস্কো। ওয়াশিংটনকে ভর্ৎসনা করে শনিবার মস্কো বলেছে,...

তৃতীয় মেয়াদে নির্বাচিত: তুরস্ককে কতটা ঐক্যবদ্ধ করতে পারবেন এরদোয়ান

পত্রিকা ডেস্ক: লণ্ডন, ২৯ মে: তুরস্কের রাজনীতিতে দুই দশক ধরে আধিপত্য ধরে রেখেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রথমে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী, পরে প্রেসিডেন্ট। ২৮ মে রোববার তৃতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। আগামী পাঁচ বছর আন্তর্জাতিক অঙ্গনে...

রমজানের শেষ জুমায় আল আকসায় আড়াই লাখ মুসল্লি

 ১৬ এপ্রিল: ফিলিস্তিনের পবিত্র মসজিদুল আকসায় রমজানের শেষ জুমায় আড়াই লাখের বেশি মুসল্লি নামাজ আদায় করেছেন। এ সময় মসজিদে যাওয়ার পথে তিন হাজারের বেশি ইসরাইলি দখলদার বাহিনী ও পুলিশসহ অন্যান্য নিরাপত্তা কর্মীদের দেখা যায়। আরব নিউজ। পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের...

ভিডিও ভাইরাল: বাইডেন কি প্রধানমন্ত্রী সুনাককে চিনতে পারেননি!

পত্রিকা ডেস্ক: লণ্ডন, ১৭ এপ্রিল: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গুড ফ্রাইডে শান্তি চুক্তির ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে সংক্ষিপ্ত সফরে উত্তর আয়ারল্যাণ্ড সফরে যান। এ সময় বেলফাস্ট আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সামাজিক...

সৌদি-ইরান বন্ধুত্ব: বন্ধ হচ্ছে ইয়েমেন যুদ্ধ

পত্রিকা ডেস্ক ♦ লণ্ডন, ১০ এপ্রিল: স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষ্যে সৌদি আরবের একটি প্রতিনিধিদল ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে। এর মধ্যস্থতা করছে ওমান। দেশটির একটি প্রতিনিধিদলও সানায় অবস্থান করছে। ইয়েমেন সরকারকে হটিয়ে...

আরও পড়ুন »

 

বনলতা সেন আর নীরা লন্ডনে

বনলতা সেন আর নীরা লন্ডনে

।। হামিদ মোহাম্মদ ।। আজ ৭ মে লন্ডনে তুমুল রোদ, রৌদ্রকরোজ্জ্বল দিনগতকাল ছিল ঝিরঝির বৃষ্টি রাজার অভিষেক, আজ নেই বৃষ্টিএই দিনে লন্ডনে কিনুগোয়ালার গলিতে রবীন্ত্রনাথের বাঁশি কবিতার কানাকানিজীবনানন্দের বনলতা সেন ঘুরে বেড়াচ্ছেন ট্রাফালগার স্কয়ার, হাইডপার্কঅক্সফোর্ড...

তবুও তো ছিলাম

তবুও তো ছিলাম

শামীম আজাদ দেখা হয়নি,হতে পারেনি আমাদের তীব্র কিংবা হাল্কাকোন আলিংগনঅথচ সে দূরত্ব লন্ডন- বাংলাদেশ নয়এ শুধু গুলশান থেকে ধানমন্ডি যেতে হয়। আমার যে এত সাংসারিক সংযোগপাঠক সমাবেশে ঘন ঘন পদ্যপাতবিবাহ ও বিরিয়ানিএইসব থেকে কি করে পিছলেসোনাবন্ধু, তোরে দেখতে যাইএকবার হলেও তোর...

বাংলাদেশী বংশোদ্ভূত শামস আহমেদের এমি অ্যাওয়ার্ড লাভ

বাংলাদেশী বংশোদ্ভূত শামস আহমেদের এমি অ্যাওয়ার্ড লাভ

০৫ জুন: বাংলাদেশী বংশোদ্ভূত শামস আহমেদ এমি অ্যাওয়ার্ড পেয়েছেন। শামস দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশী আমেরিকান যিনি একাধারে সংগীত পরিচালক, কণ্ঠ সংযোজক এবং গায়ক। শামস হলেন প্রথম বাংলাদেশী-আমেরিকান যিনি এই সম্মানজনক এমি অ্যাওয়ার্ড জিতে নিলেন। গত ২২ মে সোমবার অ্যাওয়ার্ড...

সোশ্যাল জাস্টিস অ্যাওয়ার্ড পেয়েছেন প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমেদ

সোশ্যাল জাস্টিস অ্যাওয়ার্ড পেয়েছেন প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমেদ

লণ্ডন, ০৫ জুন: প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমেদ ইক্যুইটি লিডারশিপ এবং সোশ্যাল জাস্টিস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। লুইস কাটজ স্কুল অফ মেডিসিন এবং টেম্পল ইউনিভার্সিটি হেলথ সিস্টেমের প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাস্থ্য, ইক্যুইটি, ডাইভারসিটি এবং ইনক্লুশন অফিস কর্তৃক তাঁকে ২০২৩...