আন্তর্জাতিক

সৌদি-ইরান বন্ধুত্ব: বন্ধ হচ্ছে ইয়েমেন যুদ্ধ

১১ এপ্রিল ২০২৩ ১২:০৮ অপরাহ্ণ | আন্তর্জাতিক

পত্রিকা ডেস্ক ♦

লণ্ডন, ১০ এপ্রিল: স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষ্যে সৌদি আরবের একটি প্রতিনিধিদল ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে। এর মধ্যস্থতা করছে ওমান। দেশটির একটি প্রতিনিধিদলও সানায় অবস্থান করছে। ইয়েমেন সরকারকে হটিয়ে ২০১৫ সাল থেকে সানার নিয়ন্ত্রণ নেয় হুতি বিদ্রোহীরা।এরপরই হুতি ও সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে যুদ্ধ শুরু হয়।

সৌদি আরবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে হুতি বিদ্রোহী পরিচালিত সংবাদ সংস্থা সাবা বলেছে, বর্তমানে সানায় সৌদি ও ওমানের প্রতিনিধিদল অবস্থান করছে।  একটি ফাঁস হওয়া ছবিতে হুতি নেতা মোহাম্মদ আলী আল-হুতিকে সৌদি নেতার সঙ্গে হাত মেলাতে দেখা যায়। তবে তাঁর মুখ অস্পষ্ট ছিল। একে ইয়েমেনে যুদ্ধের অবসান ঘটাতে পারে, এমন একটি চুক্তিতে পৌঁছানোর জন্য উভয় পক্ষের ইচ্ছার আরেকটি উল্লেখযোগ্য চি? হিসেবে দেখা হচ্ছে। এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এ মাসের শেষেই চুক্তিতে পৌঁছানোর আশা করছে উভয় পক্ষ। বার্তা সংস্থা রয়টার্স জানায়, হুতি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট মাহদি আল-মাশাতের সঙ্গে সফররত প্রতিনিধিদলের বৈঠক হবে। বৈঠকে অবরোধ প্রত্যাহার, আগ্রাসনের অবসান, ইয়েমেনি জনগণের অধিকার পুনরুদ্ধারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

বিবিসি জানায়, চুক্তির এই পর্যায়ে দুই পক্ষ পারস্পরিক আত্মবিশ্বাস তৈরির ব্যবস্থা এগিয়ে নিতে সম্মত হয়েছে। এর মধ্যে বন্দী বিনিময় ও আমদানি নিষেধাজ্ঞা শিথিল করার মতো নানা বিষয় যুক্ত হয়েছে। ইরান ও সৌদি আরবের মধ্যে চীনের মধ্যস্থতায় কূটনৈতিক চুক্তির পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। এর মধ্যে সর্বশেষ সৌদি ও হুতিদের মধ্যে চুক্তির বিষয়টি সামনে এসেছে। কয়েক বছরের বৈরিতা শেষে গত মার্চে ইরান ও সৌদি আরব তাদের কূটনৈতিক দূরত্ব ঘোচানোর ব্যাপারে সম্মত হয়। দুই দেশের মধ্যকার কূটনৈতিক দূতাবাসগুলো নতুন করে চালুর ব্যাপারে সমঝোতা হয়। চীনের বেইজিংয়ে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে বৈঠকে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সহায়তায় চুক্তিটি হয়েছিল। এরপর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরাও চীনের রাজধানী বেইজিংয়ে বৈঠক করেছেন। ইরানে নতুন করে দূতাবাস খোলার ব্যাপারে আলোচনা করতে সৌদি কর্মকর্তারা তেহরানে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যে এ দুই আঞ্চলিক শক্তির মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে চীনের মধ্যস্থতায় হওয়া চুক্তির আওতায় তেহরানে দূতাবাস ও মাশহাদে কনস্যুলেট খোলা নিয়ে আলোচনা হবে। গত শনিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। এদিকে সৌদি আরব গত শনিবার ১৩ জন হুতি বন্দীকে মুক্তি দিয়েছে। হুতি বিদ্রোহীদের এক মুখপাত্র এই তথ্য দিয়েছেন বলে জানায় আল-জাজিরা। হুতি কর্মকর্তা আবদুল-কাদের আল-মুর্তজা টুইটারে বলেন, মুক্তি পাওয়া ১৩ জন হুতি বন্দী সানায় এসেছেন। হুতিরা আগে এক সৌদি বন্দীকে মুক্তি দেয়। এর বিনিময়ে ১৩ হুতি বন্দীদের মুক্তি দিয়েছে সৌদি। হুতি বিদ্রোহীরা কবে সৌদির বন্দীকে মুক্তি দিয়েছে, তা উল্লেখ করেননি আবদুল-কাদের। এ বিষয়ে সৌদি সরকারের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। বড় ধরনের বন্দী বিনিময়ের ব্যাপারে বিবদমান পক্ষগুলোর মধ্যে একটি সমঝোতা হয়েছে। এই সমঝোতা পুরোপুরি বাস্তবায়নের আগে ১৩ জন হুতি বন্দীকে মুক্তি দিল সৌদি।

আরও আন্তর্জাতিক সংবাদ

পারমাণবিক অস্ত্র মোতায়েন: যুক্তরাষ্ট্রকে ‘লেকচার’ না দিতে বললো রাশিয়া

পত্রিকা ডেস্ক লণ্ডন, ২৯ মে: বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনে সম্প্রতি দেশটির সঙ্গে চুক্তি করে রাশিয়া। রাশিয়ার এ পদক্ষেপের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর সমালোচনার জবাব দিয়েছে মস্কো। ওয়াশিংটনকে ভর্ৎসনা করে শনিবার মস্কো বলেছে,...

তৃতীয় মেয়াদে নির্বাচিত: তুরস্ককে কতটা ঐক্যবদ্ধ করতে পারবেন এরদোয়ান

পত্রিকা ডেস্ক: লণ্ডন, ২৯ মে: তুরস্কের রাজনীতিতে দুই দশক ধরে আধিপত্য ধরে রেখেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রথমে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী, পরে প্রেসিডেন্ট। ২৮ মে রোববার তৃতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। আগামী পাঁচ বছর আন্তর্জাতিক অঙ্গনে...

রমজানের শেষ জুমায় আল আকসায় আড়াই লাখ মুসল্লি

 ১৬ এপ্রিল: ফিলিস্তিনের পবিত্র মসজিদুল আকসায় রমজানের শেষ জুমায় আড়াই লাখের বেশি মুসল্লি নামাজ আদায় করেছেন। এ সময় মসজিদে যাওয়ার পথে তিন হাজারের বেশি ইসরাইলি দখলদার বাহিনী ও পুলিশসহ অন্যান্য নিরাপত্তা কর্মীদের দেখা যায়। আরব নিউজ। পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের...

ভিডিও ভাইরাল: বাইডেন কি প্রধানমন্ত্রী সুনাককে চিনতে পারেননি!

পত্রিকা ডেস্ক: লণ্ডন, ১৭ এপ্রিল: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গুড ফ্রাইডে শান্তি চুক্তির ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে সংক্ষিপ্ত সফরে উত্তর আয়ারল্যাণ্ড সফরে যান। এ সময় বেলফাস্ট আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সামাজিক...

গভীর সমুদ্রে ৪০০ অভিবাসনপ্রত্যাশী নিয়ে ভাসছে নৌযান

পত্রিকা ডেস্ক লণ্ডন, ১০ এপ্রিল: প্রায় ৪০০ জন অভিবাসনপ্রত্যাশী নিয়ে একটি নৌযান গ্রিস ও মালটার মধ্যকার সমুদ্রে ভাসছে। নৌযানটিতে পানি উঠছে। সহায়তাকারী সংস্থা ‘অ্যালার্ম ফোর্স ৯ এপ্রিল রোববার এ তথ্য জানিয়েছে। অ্যালার্ম ফোন টুইটারে বলেছে, সমুদ্রে ভাসতে থাকা নৌযানটি...

আরও পড়ুন »

 

বনলতা সেন আর নীরা লন্ডনে

বনলতা সেন আর নীরা লন্ডনে

।। হামিদ মোহাম্মদ ।। আজ ৭ মে লন্ডনে তুমুল রোদ, রৌদ্রকরোজ্জ্বল দিনগতকাল ছিল ঝিরঝির বৃষ্টি রাজার অভিষেক, আজ নেই বৃষ্টিএই দিনে লন্ডনে কিনুগোয়ালার গলিতে রবীন্ত্রনাথের বাঁশি কবিতার কানাকানিজীবনানন্দের বনলতা সেন ঘুরে বেড়াচ্ছেন ট্রাফালগার স্কয়ার, হাইডপার্কঅক্সফোর্ড...

তবুও তো ছিলাম

তবুও তো ছিলাম

শামীম আজাদ দেখা হয়নি,হতে পারেনি আমাদের তীব্র কিংবা হাল্কাকোন আলিংগনঅথচ সে দূরত্ব লন্ডন- বাংলাদেশ নয়এ শুধু গুলশান থেকে ধানমন্ডি যেতে হয়। আমার যে এত সাংসারিক সংযোগপাঠক সমাবেশে ঘন ঘন পদ্যপাতবিবাহ ও বিরিয়ানিএইসব থেকে কি করে পিছলেসোনাবন্ধু, তোরে দেখতে যাইএকবার হলেও তোর...

বাংলাদেশী বংশোদ্ভূত শামস আহমেদের এমি অ্যাওয়ার্ড লাভ

বাংলাদেশী বংশোদ্ভূত শামস আহমেদের এমি অ্যাওয়ার্ড লাভ

০৫ জুন: বাংলাদেশী বংশোদ্ভূত শামস আহমেদ এমি অ্যাওয়ার্ড পেয়েছেন। শামস দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশী আমেরিকান যিনি একাধারে সংগীত পরিচালক, কণ্ঠ সংযোজক এবং গায়ক। শামস হলেন প্রথম বাংলাদেশী-আমেরিকান যিনি এই সম্মানজনক এমি অ্যাওয়ার্ড জিতে নিলেন। গত ২২ মে সোমবার অ্যাওয়ার্ড...

সোশ্যাল জাস্টিস অ্যাওয়ার্ড পেয়েছেন প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমেদ

সোশ্যাল জাস্টিস অ্যাওয়ার্ড পেয়েছেন প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমেদ

লণ্ডন, ০৫ জুন: প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমেদ ইক্যুইটি লিডারশিপ এবং সোশ্যাল জাস্টিস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। লুইস কাটজ স্কুল অফ মেডিসিন এবং টেম্পল ইউনিভার্সিটি হেলথ সিস্টেমের প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাস্থ্য, ইক্যুইটি, ডাইভারসিটি এবং ইনক্লুশন অফিস কর্তৃক তাঁকে ২০২৩...