ঈদ এলো পবিত্র রামাদান শেষে
আকাশে নতুন চাঁদ উঠেছে ভেসে।
সিয়াম সাধনা করে পুরো একমাস
ঈদ আনে প্রাণে প্রাণে খুশী-উচ্ছ্বাস।
ঈদ মানে তাওহীদ, সাম্য-প্রীতি
ঈদ গড়ে মানুষের মাঝে সম্প্রীতি।
ঈদ এলে আনন্দে মেতে গাই গান
ধনী ও গরীব লোক সকলে সমান।
মনের হিংসা ক্রোধ জলাঞ্জলি
দিয়ে করি সকলেই গলাগলি।
ঈদ গেলে ভুলে যাই ঈদের বাণী
মানুষে মানুষে করি ফের হানাহানি!
আবার এসেছে ঈদ বছর ঘুরে
শান্তি আসুক ফিরে ভুবন জুড়ে।
ঈদের বার্তা হোক সজোরে প্রচার
মুছে যাক হানাহানি সব অনাচার।
ক্ষয় হোক শাসনের নামে নিপীড়ন
লাগুক মানব মনে চাঁদের কিরণ।
ধর্ম-বর্ণ ভুলে মিলেমিশে সবে
এসো করি গলাগলি ঈদ উৎসবে।
ঈদ হোক সকলের হাসি-খুশী ভরা
আলোয় উঠুক ভরে বসুন্ধরা।
0000000000000000