পত্রিকা ডেস্ক ♦
লণ্ডন, ৩১ অক্টোবর: ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশের পাশাপাশি সৌদি আরবেও এবার উদযাপিত হয়েছে হ্যালোইন উৎসব। এ উপলক্ষে গত বৃহস্পতিবার ও শুক্রবার দেশটির রাজধানী রিয়াদের বিনোদনকেন্দ্র বুলেভার্ডেতে আয়োজন করা হয়েছিল কস্টিউম পার্টির।
ভয়ংকর পোশাক পরার শর্তে এ দুই দিন বুলেভার্ডেতে দর্শনার্থীদের বিনা মূল্যে ঢুকতে দেওয়া হয়েছে। আরব নিউজের খবরে এসব কথা জানা গেছে। ‘মৃত আত্মাদের স্মরণে’ প্রতিবছর অক্টোবরের শেষে ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে হ্যালোইন উৎসব হয়। তবে পারস্য উপসাগরীয় দেশগুলোতে দীর্ঘদিন ধরেই হ্যালোইন উৎসব তেমন দেখা যায়নি। সৌদি আরবে এমন উৎসব আয়োজন করায় খুশি অংশগ্রহণকারীরা। তাঁরা বলছেন, এ অনুষ্ঠান নিছকই বিনোদন।
উৎসবে উত্তর আমেরিকার পৌরাণিক প্রাণী ওয়েণ্ডিগোর আদলে একটি পোশাক পরে এসেছিলেন আবদুল রহমান। এটি নিজ দেশে তাঁর প্রথম হ্যালোইন উৎসব উদযাপন। আরব নিউজকে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, এটি বিশাল এক উদযাপন, এটি আমাদের মনে প্রশান্তি তৈরি করে। এটি হারাম নাকি হালাল, তা আমার জানা নেই। কেবলই আনন্দ লাভের জন্য আমরা এ উৎসব উদযাপন করছি। আর কিছু নয়।’
খালেদ আল হারবি নামের অপর এক ব্যক্তি বলেন, ‘আমাদের মনে কী আছে, তার ওপর ভিত্তি করেই কর্ম নির্ধারিত হয়। আমি নিছক মজা করার জন্য এখানে এসেছি।’ আল হারবির সঙ্গে তাঁর পরিবারের সদস্যরাও উৎসবে যোগ দিয়েছিলেন। পরিবারের সদস্যদের কেউ পরেছেন রক্তাক্ত চিকিৎসকের পোশাক, আবার কেউ রক্তাক্ত নার্সের পোশাক পরে এসেছিলেন। আল হারবির কোলে ছিল পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সদস্য। দুই বছরের শিশুটির পরনে ছিল ডাইনির পোশাক।
আতশবাজির ঝলকানি, শব্দের ঝংকার আর ভুতুড়ে সাজসজ্জার মধ্য দিয়ে দুই দিনের ওই উৎসব শেষ হয়।