১৬ এপ্রিল: ফিলিস্তিনের পবিত্র মসজিদুল আকসায় রমজানের শেষ জুমায় আড়াই লাখের বেশি মুসল্লি নামাজ আদায় করেছেন। এ সময় মসজিদে যাওয়ার পথে তিন হাজারের বেশি ইসরাইলি দখলদার বাহিনী ও পুলিশসহ অন্যান্য নিরাপত্তা কর্মীদের দেখা যায়। আরব নিউজ। পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের অনেকে জেরুসালেম পরিদর্শন ও মসজিদুল আকসায় নামাজ আদায়ের সুযোগ পায়। অনেক দূরত্বের পথ না হলেও এ সুযোগে অনেকেই প্রথমবারের মতো পবিত্র মসজিদুল আকসায় নামাজ পড়ার সুযোগ পায়। রামাল্লার ৫১ বছর বয়সী আহমেদ খাসিব বলেন, ‘রমজানের চতুর্থ জুমায় আমি পবিত্র আকসায় নামাজ পড়তে সক্ষম হয়েছি। আল আকসা মসজিদে রমজান মাসের জুমা ছাড়া অন্য সময়ে অংশ নেয়ার থঅনুমতি নেই।
ছবি: আল আকসা মসজিদ
তাই আমি পুরো বছর এ দিনটির প্রতীক্ষায় থাকি। অথচ আল আকসা শুধু মুসলিমদের জন্য।’ জুমার খুতবায় আল আকসা মসজিদের ইমাম শায়খ ইকরামা সাবরি বলেন, আপনারা যারা ফিলিস্তিনের বিভিন্ন প্রান্ত থেকে আজ পবিত্র আল আকসায় এসেছেন, আপনারা যারা অন্যায় সামরিক চেক পয়েন্টগুলো অতিক্রম করে এসেছেন, আপনারা যারা মাগরিব ও তারাবিহর নামাজ পড়তে পবিত্র এই মসজিদে এসেছেন, আপনাদের এই যাত্রা বিশ্বের ২০০ কোটি মুসলিমদের জন্য বন্দী আল আকসার কথা স্মরণ করিয়ে দেয়। পবিত্র মসজিদুল আকসায় প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরাইলি দখলদার বাহিনী। নির্দেশনা অনুসারে পশ্চিম তীর থেকে জুমার নামাজে সব বয়সী নারী, ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ ও ১২ বছরের কম বয়সী ছেলেরা অংশ নিতে পারবে। তারা ছাড়া অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।