আপনি কি জানেন, ডায়াবেটিস দৃষ্টিশক্তি হারানোর কারণ হতে পারে?

“আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে আপনি ডায়াবেটিসের কারণে সৃষ্ট চোখের রোগ ‘ডায়াবেটিক রেটিনোপ্যাথি’তে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন।”

ডাঃ এভলিন মেনসাহ
ক্লিনিক্যাল প্রধান (লিড), অপথালমোলজি
লণ্ডন নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি হেলথকেয়ার এনএইচএস ট্রাস্ট ।

ডায়াবেটিস থাকলে চোখের স্ক্রীনিং করানো খুবই গুরুত্বপূর্ণ

“আমি দৃষ্টিশক্তি হারিয়েছি বলে যখন ধরা পড়ল, তখন তা আমার মধ্যে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করে। কেউই তাঁর দৃষ্টিশক্তি হারাতে চায় না। আমি ছয় মাস কেঁদেছি।”

বার্নাডেট ওয়ারেন (৫৫)
সাবেক শিক্ষক, সারে ।

স্ক্রিনিং প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করে

“নিয়মিত পরীক্ষা-নীরিক্ষা এবং স্ক্রিনিংয়ে অংশ নিলে তা মানুষের শরীরে জটিলতা সৃষ্টির ঝুঁকি অথবা প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করবে। তখন এসব ব্যাপারে আমরা কিছু করতে সক্ষম হবো।

ডা. ভরন কুমার
জিপি, স্লাও, বার্কশায়ার

মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

অন্যমত

কিয়ার স্টারমারের ন্যাক্কারজনক মন্তব্য: একেবারেই অবিশ্বাস্য!

২৭ জুন ২০২৪ ৭:২২ অপরাহ্ণ | অন্যমত

সারওয়ার-ই আলম

ব্রিটেনের অভিবাসন ইস্যুতে বাংলাদেশীদেরকে নিয়ে লেবার নেতা স্যার কিয়ার স্টারমারের ভিডিও ক্লিপটি দেখে শুরুতে বিন্দুমাত্রও বিশ্বাস করিনি। মনে হয়েছে ‘ফেব্রিকেটেড’। বিরোধীদের কেউ হয়তো নির্বাচনের আগে তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য এরকম নিকৃষ্ট কাজটি করেছেন।

লেবার পার্টি নেতা স্যার কিয়ার স্টারমারের মন্তব্যে সমগ্র বাংলাদেশী-ব্রিটিশ কমিউনিটি অপমানিত এবং ক্ষিপ্ত।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে ভিডিও ক্লিপটি ভাসছে। আমার মত অনেকেই মনে করেছিলেন এটি ‘স্ক্যাম’। কিন্তু আজ এক্সে শেয়ার করা স্টারমারের বক্তব্য শুনে এবং এ বিষয়ে লেবার পার্টির ‘স্টেটমেণ্ট’ পড়ে অনেকের মত আমারও বিশ্বাস না করে আর কোনও উপায় ছিল না। নিজের কানকে কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে, যেই লেবার পার্টির প্রতি বাংলাদেশী-ব্রিটিশ কমিউনিটির এত দ্ব্যর্থহীন সমর্থন সেই লেবার পার্টির নেতা বাংলাদেশীদেরকে নিয়ে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করলেন। অবিশ্বাস্য! একেবারেই অবিশ্বাস্য! সমগ্র বাংলাদেশী-ব্রিটিশ কমিউনিটি আজ লেবার নেতার এই মন্তব্যের প্রতিবাদে ফুঁসছে। কোনও আত্মসম্মানবোধ সম্পন্ন বাংলাদেশীর পক্ষে এই বক্তব্য মেনে নেয়া সম্ভব নয়। কিছুতেই নয়!

প্রায় এক দশকেরও বেশী সময় ধরে লেবার পার্টির একজন সক্রিয় সদস্য হিসেবে আজ নিজেকে বড়ই অপমানিত ও অসহায় মনে হচ্ছে। প্রচণ্ড অনুশোচনায় দগ্ধ হচ্ছি এই কারণে যে, এই দলটির জন্য নির্বাচনী ক্যাম্পেইনে শত শত ঘণ্টা ব্যয় করেছি। দিনের পর দিন মানুষের দুয়ারে দুয়ারে নক করেছি। প্রচণ্ড বৃষ্টি মাথায় নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ইস্টহ্যাম অল্টমোর স্কুলের সামনে লেবার মেয়র প্রার্থী স্যার রবিন ওয়েলস, লণ্ডন সিটি মেয়র প্রার্থী সাদিক খান, এমপি প্রার্থী স্টিফেন টিমসের জন্য ভোটকেন্দ্রের দায়িত্ব পালন করেছি। শুধু কী ইস্টহ্যাম! ছুটে গেছি আশপাশের অন্য অনেক নির্বাচনী এলাকাতেও। একজন বাংলাদেশী হিসেবে যে আমি এত নিবেদিতপ্রাণ ছিলাম পছন্দের এই দলটির প্রতি, চোখের সামনে সে দলটি কেমন যেন বদলে যাচ্ছে। যেন কিছুতেই চিনতে পারছি না। কিছুতেই মেলাতে পারছি না। নিজেকে বড়ই দলবিচ্ছিন্ন মনে হচ্ছে। যেই বাংলাদেশ আমার আত্মপরিচয়, যেই বাংলাদেশ অস্তিত্ব, যেই বাংলাদেশ আমার অহংকার, সে দেশের অভিবাসন প্রত্যাশীদেরকে নিয়ে আমার দলের শীর্ষ নেতার এরকম মন্তব্য সমগ্র কমিউনিটির গায়ে এক তীব্র চপেটাঘাতের সমান। একটি দেশকে এভাবে ‘সিঙ্গেল আউট’ করা চরম অন্যায়। সমগ্র বাংলাদেশী-ব্রিটিশ কমিউনিটি আজ অপমানিত, লজ্জিত এবং প্রতিবাদে ক্ষিপ্ত।

কিন্তু খুবই আশ্চর্যের ব্যাপার হলো, এমন গর্হিত বক্তব্য নিয়ে এখন পর্যন্ত লেবার নেতার কোনও দু:খ প্রকাশ নেই, কোনও অনুশোচনা নেই! তাঁর এই দু:খপ্রকাশ না করাটাই আমাকে এবং আমার দৃঢ় বিশ্বাস আমার মত অসংখ্য বাংলাদেশীকে দ্বিতীয় দফা আহত করেছে। অর্থাৎ তিনি যা বলেছেন বুঝে শুনেই বলেছেন। ভিডিও ক্লিপটি কোনও ‘ফেইক’ কিছু ছিল না!

দীর্ঘদিনের একজন সক্রিয় লেবার কর্মীর জন্য কমিউনিটিকে অপমানের এই কষ্ট মেনে নেয়া ভীষণ কঠিন। বিশ্বাস করার কোনও কারণ নেই যে বাংলাদেশী-ব্রিটিশ কমিউনিটি এই অপমান চোখ বুঁজে মেনে নেবে। বাঙালি বীরের জাতি। তাদের কাছে তাদের আত্মমর্যাদা সবকিছুর উর্ধ্বে। আত্মমর্যাদা রক্ষা করার জন্য তারা জীবন দিতেও দ্বিধাবোধ করে না। বাঙালির উনসত্তর, বায়ান্ন, একাত্তর ও নব্বইয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস তাই প্রমাণ করে। লেবার নেতা তাঁর এই বক্তব্য প্রত্যাহার করে এরূপ অপমানজনক বক্তব্যের জন্য ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির কাছে নি:শর্ত ক্ষমা প্রার্থনা না করলে বাংলাদেশী-ব্রিটিশ কমিউনিটি ঠিকই এই ন্যাক্কারজনক মন্তব্যের সমুচিত প্রতিবাদ জানাবে। তাদের প্রতিবাদের ভাষা নিশ্চিভাবেই প্রতিফলিত হবে আগামী ৪ঠা জুলাইয়ের নির্বাচনে!

আরও পড়ুন

বাংলাদেশে রাজনীতির নৈতিক সংস্কার প্রয়োজন

গাজীউল হাসান খান ♦ এটি বলার অপেক্ষা রাখে না যে আমাদের রাজনীতির প্রাণকেন্দ্র কিংবা প্রধান চালিকাশক্তি হচ্ছে গণতন্ত্র। আমাদের একাত্তর-পূর্ববর্তী রাজনীতির কথা ছেড়ে দিলেও স্বাধীনতা-উত্তর বাংলাদেশে গণতন্ত্রহীন রাজনীতির পরিণতি কী হয়েছে, তা আমরা বিভিন্ন গণ-অভ্যুত্থানের...

কিছু স্বপ্নবাজ মানুষের গড়া প্রতিষ্ঠান ‘কিডনি ফাউণ্ডেশন হাসপাতাল সিলেট’

কিছু স্বপ্নবাজ মানুষের গড়া প্রতিষ্ঠান ‘কিডনি ফাউণ্ডেশন হাসপাতাল সিলেট’

নজরুল ইসলাম বাসন ♦ বৃহত্তর সিলেটের সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা নিয়ে খুব একটা ভাল কথা শোনা যায় না। তার কারণ হল সরকারি হাসপাতালগুলোতে রয়েছে অনিয়ম ও কর্তব্যে অবহেলা, জবাবদিহিতার অভাব। বেসরকারি হাসপাতালগুলো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গী নিয়ে সিলেট শহরে গড়ে উঠেছে। তাদের...

উজানের অতি বৃষ্টিই কি সিলেটে বন্যার একমাত্র কারণ?

উজানের অতি বৃষ্টিই কি সিলেটে বন্যার একমাত্র কারণ?

মুহাম্মাদ মামুনুর রশীদ ♦ সিলেটের সাম্প্রতিক ঘন ঘন বন্যার কারণ হিসাবে উজানে ভারতে একদিনে অস্বাভাবিক মাত্রায় অতি ভারী বৃষ্টিপাতকে দায়ী করা হয়। সঙ্গত কারণেই প্রশ্ন ওঠে, উজানের এই পানি সুরমা নদী দিয়ে বাঁধাহীন ভাবে প্রবাহিত হতে পারছে কি না। উজানের এই পানি প্রবাহিত হওয়ার...

৪ জুলাইর নির্বাচনে ভোট কাকে দেবেন, কেন দেবেন?

৪ জুলাইর নির্বাচনে ভোট কাকে দেবেন, কেন দেবেন?

ভোট ভাগাভাগির পরিণাম কি হতে পারে? রাজনউদ্দিন জালাল ♦ আজকাল টেলিভিশনের পর্দায় তাকালেই দেখি- ২০১৯ সালের সাধারণ নির্বাচনের লেবার পার্টির শোচনীয় পরাজয়ের জন্য দলটির প্রাক্তন নেতা জেরেমি করবিনকে দোষারোপ করা হয়। বর্তমান সময়ের ‘রেড টরি’ খ্যাত ডানপন্থী লেবার নেতারা...

নবম শ্রেণীর ডিজিটাল বইটি নিয়ে একটি ভাবনা

নবম শ্রেণীর ডিজিটাল বইটি নিয়ে একটি ভাবনা

লণ্ডনের চিঠি সাগর রহমান ♦ একটি মজার ঘটনা ঘটেছে। বেশ কয়েক মাস ধরে ভাবছিলাম, বাংলাদেশের স্কুল এবং কলেজে তথ্য ও প্রযুক্তি বিষয়ে যে পাঠ্য বইটি পড়ানো হয়, সেটি নিয়ে লিখব। বিশেষত স্কুলগুলোতে ধীরে ধীরে প্রোগ্রামিং শেখানোর বিষয়ে গুরুত্ব তুলে ধরার কথাটি ভেবেছিলাম। গত...

আরও পড়ুন »

 

রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান

রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান

অংশ নিচ্ছে ৪০টি চ্যারিটি সংস্থা: সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহবান লণ্ডন, ২৭ সেপ্টেম্বর: রোববার, ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় পূর্ব লণ্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশতম মুসলিম চ্যারিটি রান। এতে ইস্ট লণ্ডন মসজিদ সহ প্রায় ৪০টি চ্যারিটি সংস্থা অংশগ্রহণ...

বাংলাদেশে রাজনীতির নৈতিক সংস্কার প্রয়োজন

গাজীউল হাসান খান ♦ এটি বলার অপেক্ষা রাখে না যে আমাদের রাজনীতির প্রাণকেন্দ্র কিংবা প্রধান চালিকাশক্তি হচ্ছে গণতন্ত্র। আমাদের একাত্তর-পূর্ববর্তী রাজনীতির কথা ছেড়ে দিলেও স্বাধীনতা-উত্তর বাংলাদেশে গণতন্ত্রহীন রাজনীতির পরিণতি কী হয়েছে, তা আমরা বিভিন্ন গণ-অভ্যুত্থানের...

লণ্ডনে বাংলাদেশ হাইকমিশনের জাতীয় শোক দিবসের কর্মসূচি বাতিল এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি অপসারণে ৭ই মার্চ ফাউণ্ডেশনের নিন্দা

লণ্ডন, ১২ আগস্ট: লণ্ডনে বাংলাদেশ হাইকমিশনের ৪৯তম জাতীয় শোক দিবসের কর্মসূচি বাতিল এবং এর কার্যালয় থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অপসারণের সাম্প্রতিক সিদ্ধান্তে গভীর হতাশা প্রকাশ করে এর নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ৭ই মার্চ ফাউণ্ডেশন। পাশাপাশি পৃথক একটি...

বর্ণবাদী ইডিএলকে রুখতে হবে

ব্রিটেনজুড়ে বর্ণবাদী ইডিএল-এর চলমান তাণ্ডব রুখতে লণ্ডনের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। গত সপ্তাহে সাউথপোর্টে তিন শিশু মেয়েকে নির্মমভাবে হত্যার ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, জাতিগত সংখ্যালঘুদের ওপর হামলা এবং রাস্তায় পথচারীদের...