আপনি কি জানেন, ডায়াবেটিস দৃষ্টিশক্তি হারানোর কারণ হতে পারে?

“আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে আপনি ডায়াবেটিসের কারণে সৃষ্ট চোখের রোগ ‘ডায়াবেটিক রেটিনোপ্যাথি’তে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন।”

ডাঃ এভলিন মেনসাহ
ক্লিনিক্যাল প্রধান (লিড), অপথালমোলজি
লণ্ডন নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি হেলথকেয়ার এনএইচএস ট্রাস্ট ।

ডায়াবেটিস থাকলে চোখের স্ক্রীনিং করানো খুবই গুরুত্বপূর্ণ

“আমি দৃষ্টিশক্তি হারিয়েছি বলে যখন ধরা পড়ল, তখন তা আমার মধ্যে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করে। কেউই তাঁর দৃষ্টিশক্তি হারাতে চায় না। আমি ছয় মাস কেঁদেছি।”

বার্নাডেট ওয়ারেন (৫৫)
সাবেক শিক্ষক, সারে ।

স্ক্রিনিং প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করে

“নিয়মিত পরীক্ষা-নীরিক্ষা এবং স্ক্রিনিংয়ে অংশ নিলে তা মানুষের শরীরে জটিলতা সৃষ্টির ঝুঁকি অথবা প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করবে। তখন এসব ব্যাপারে আমরা কিছু করতে সক্ষম হবো।

ডা. ভরন কুমার
জিপি, স্লাও, বার্কশায়ার

রবিবার, ১২ মে ২০২৪

অন্যমত

বিবিসি বাংলা রেডিও

১৪ জানুয়ারি ২০২৩ ২:৫৯ অপরাহ্ণ | অন্যমত

সারওয়ার-ই আলম

বই, রেডিও আর খবরের কাগজ- এ তিনটা জিনিসের প্রতি কৈশোরে আমার দুর্দান্ত আসক্তি ছিল। মাইজদী পাবলিক লাইব্রেরিতে সম্ভবত এমন কোন বই ছিল না যেটাতে আমার স্পর্শ লাগেনি। এমনও অনেক দিন গেছে আমি সারারাত জেগে বই পড়েছি।  বিবিসি বাংলা রেডিও আর খবরের কাগজের কথা কী আর বলব। রোদবৃষ্টি যাই থাকুক না কেন প্রতিদিন ঠিকই শহরে গিয়ে আমি খবরের কাগজ কিনে নিয়ে আসতাম। দেরীতে যাওয়ার কারণে যেদিন কাগজ পেতাম না, সেদিন বসে বসে আগের দিনের কাগজের দরপত্র বিজ্ঞপ্তিগুলো পড়তাম। না, আমার স্বজনদের মধ্যে কেউ ঠিকাদার ছিলেন না। কিন্তু তারপরও কেন জানি আমি দরপত্র বিজ্ঞপ্তি পড়তাম। কী মজা পেতাম তা আজ আর বলতে পারব না! সে যাই হোক! আজ অবশ্য বই কিংবা খবরের কাগজ নিয়ে কথা বলছি না।

আজ কিছু কথা বলতে বসেছি রেডিও নিয়ে। রেডিও নিয়ে বলতে বসেছি এ জন্য যে, আজ আমাদের শৈশব ও কৈশোরকে বহুভাবে পুলকিত করা এবং কখনো কখনো নানাভাবে আন্দোলিত করা বিবিসি বাংলা রেডিও বন্ধ হয়ে গেছে। গত দুই দশকে বিবিসি তেমন একটা না শুনলেও রেডিওটি বন্ধের খবরে বেশ কষ্ট পেয়েছি। কষ্ট পেয়েছি কারণ- বিবিসি বাংলার সঙ্গে জড়িয়ে আছে আমার কৈশোর, আমাদের গ্রামের বাড়ী, গ্রামের বাড়ীর সন্ধ্যা। বিবিসি বাংলার সঙ্গে জড়িয়ে আছে আমার নিস্তরঙ্গ কৈশোরের শুদ্ধতম বিনোদন।

বিবিসি বাংলা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে গ্রামের বাড়ীর উঠোনে হারিকেন জ্বালিয়ে গোল হয়ে বসে সান্ধ্য অধিবেশন শোনার স্মৃতি। আহা কী সোনালী স্মৃতি! ছেলেবুড়ো সকলেই গভীর মনযোগ দিয়ে শুনতাম ঢাকার খবর। আমাদের মাঝারি আকৃতির প্যানাসোনিক রেডিও ছিল। একটা নির্দিষ্ট অবস্থানে এটাকে কৌণিকভাবে বসাতে হতো। তা না হলে কথা পরিষ্কার শোনা যেতো না। শুধু শোঁ শোঁ শব্দ করতো। শব্দ পরিষ্কার না হওয়া পর্যন্ত অ্যান্টেনা তুলে ঘুরিয়ে-ঘারিয়ে নানা কসরত চলতেই থাকতো। এ কসরত চলাকালে কেউ একটা শব্দ করেছে তো মরেছে। মুরব্বীদের কাছ থেকে তার দশমণ ওজনের ধমক প্রাপ্তি নিশ্চিত হয়ে যেতো। অ্যান্টেনা নাড়াচাড়া করলে কথা একটু পরিষ্কার হতো। আবার কখনো ভেঙ্গে ভেঙ্গে শুধু অল্প কিছু কথা আসতো, পুরো বাক্য শোনা যেতো না। তখন আমরা নিজেদের মনের মধ্যে সামনের পেছনের কথা জোড়া লাগিয়ে তার একটা মর্মার্থ ঠিকই উদ্ধার করে নিতাম। যেদিন আবহাওয়া ভাল থাকতো সেদিন একদম টনটনে শব্দে বিবিসি বাজতো। উচ্চশব্দে চলতো বিধায় সেদিন আশেপাশের অনেকে শুনতে আসতেন। তখন পুরো উঠোন জুড়ে লোকে গমগম করতো। এখনো পরিষ্কার মনে পড়ে সন্ধ্যার আলো-আঁধারী চিরে বহুদূর থেকে ভেসে আসতো সংবাদ পাঠকদের ভারী কণ্ঠস্বর। আর আমরা গভীর আগ্রহ নিয়ে সেসব শুনতাম। জানতাম দেশের সর্বশেষ রাজনৈতিক অবস্থা, আন্দোলন-সংগ্রামের তথ্যবহুল বিশ্লেষণ। বিশেষ করে ঢাকার খবর।

স্বীকার করতেই হবে- আশির দশকে বিবিসি ছিল নির্ভরযোগ্য সংবাদের অন্যতম উৎস। গণমানুষের গভীর আস্থার প্রতিষ্ঠান হয়ে ওঠেছিল বিবিসি বাংলা। আজো মাঝে মাঝে মনে হয়, আমি যে সাংবাদিকতা পড়ে সাংবাদিকতাকে পেশা হিসেবে নিয়ে জীবন শুরু করেছি এর পেছনেও সম্ভবত ভূমিকা পালন করেছে বিবিসি বাংলা। ওই যে কৈশোরে রেডিও আসক্তি তৈরী হয়েছিল আমার বিবিসি বাংলা শুনে, সেটাই সম্ভবত অজান্তে আমার মনে বপন করে দিয়েছিল সাংবাদিকতার প্রথম বীজ। তাই প্রিয় এ রেডিওটি আজ বন্ধ হয়ে যাওয়ায় বেশ কষ্ট অনুভব করছি। লণ্ডনে আসার পর বিবিসি’র চারজন সাংবাদিকের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ও যোগাযোগ তৈরী হয়। তাঁরা হলেন- কাজী জাওয়াদ, উদয় শংকর দাশ, কামাল আহমেদ ও মোয়াজ্জেম হোসেন। এঁরা প্রত্যেকেই বরেণ্য সাংবাদিক। স্বনামধন্য। জাওয়াদ ভাই, উদয় দা ও মোয়াজ্জেম ভাইকে বিভিন্ন সভা-সমিতিতে কাছে থেকে জানার সুযোগ হয়েছে। তাদের ব্যক্তিত্বের স্নিগ্ধতায় মুগ্ধ হয়েছি। তাঁদের সঙ্গে কথা বলে ঋদ্ধ হয়েছি। বিশেষ করে জাওয়াদ ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা বয়সের ব্যবধান টপকিয়ে বন্ধুত্বে রূপ নিয়েছে। মাঝে মাঝেই টেলিফোনে আমাদের দীর্ঘ আড্ডা হয়। আমাদের আলোচনা প্রসঙ্গ থেকে প্রসঙ্গে আবর্তিত হতে থাকে, কিন্তু কথা ফুরায় না। উদয় দা একবার পপলারে আবৃত্তির এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার আগে আমাকে পরিচয় করিয়ে দিতে গিয়ে বলেছিলেন, সারওয়ার আমার অতি প্রিয় মানুষগুলোর মধ্যে একজন। সেদিন আমি ভীষণ অভিভূত হয়েছি। বুঝতে পেরেছি তাঁর হৃদয়ে আমার জন্য ভালবাসার একটা জায়গা নির্ধারিত আছে।

আজ ফেইসবুকে মোয়াজ্জেম ভাইয়ের একটা পোস্ট পড়ে এই ইতস্তত বিক্ষিপ্ত অনুভূতির সংকলন। একটা ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘শেষবারের মত মাইক্রোফোনের সামনে পরিক্রমা উপস্থাপনার সময়’। অল্প ক’টি কথা। কিন্তু একেবারে মন ছুঁয়ে গেলো। আমি বারকয়েক তাঁর ছবিটার দিকে তাকালাম। তাকিয়ে চিন্তা করছিলাম, যে রেডিওর শ্রোতা হিসেবে রেডিওটি বন্ধ হওয়ার খবরে আমি মর্মাহত, সে রেডিওর সাংবাদিক হিসেবে তাঁর মনের অবস্থাটা কেমন! বিবিসি বাংলা বন্ধের এ ক্ষণে, এক সময়ের একজন শ্রোতা হিসেবে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি সেসব মেধাবী, পরিশ্রমী ও সাহসী সাংবাদিকদের প্রতি যাঁদের অক্লান্ত পরিশ্রমে আশির দশকে তৈরী হয়েছে আমার মত অনেক সংবাদকর্মীর সংবাদ সংযোগ, জীবনে সাংবাদিক হওয়ার সুপ্ত বাসনা।   ইলফোর্ড, এসেক্স ৩১ ডিসেম্বর ২০২২

লেখক: কবি, সাংবাদিক  

আরও পড়ুন

জুরি-কর্তব্যে এক সপ্তাহ

লন্ডনের চিঠি সাগর রহমান ♦ গত বছর হঠাৎ সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট থেকে বাসায় চিঠি এলো। খামের উপরে কোর্টের সিল মারা দেখে বেশ উদ্বিগ্ন হয়ে ভাবতে শুরু করলাম- নিজের জ্ঞাতে কিংবা অজ্ঞাতে কোনো অপকর্ম করেছি কি-না! চিঠি খুলতেই অবশ্য উদ্বেগ দূর হয়ে গেলো। জানতে পেলাম, আগামী অমুক...

দুর্নীতি ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্ম

দুর্নীতি ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্ম

গাজীউল হাসান খান ♦ কথিত আছে, বিশ্বের সবচেয়ে বড় চাঁদাবাজি হতে দেখা যায় যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময়। ডেমোক্রেটিক এবং রিপাবলিকানদের মতো দুটি প্রধান দলের সম্মিলিত নির্বাচনী খরচ তিন বিলিয়ন ডলারের অনেক বেশি বলে ধরে নেওয়া হয়। চার বছর অন্তর অন্তর নভেম্বরের প্রথম...

হামাসকে আরো কৌশলী হতে হবে

হামাসকে আরো কৌশলী হতে হবে

গাজীউল হাসান খান ♦ ইহুদি রাষ্ট্র ইসরায়েলের বিগত ৭৬ বছরের ইতিহাসে এই প্রথম যুক্তরাষ্ট্র কংগ্রেসের সিনেট নেতা চার্লস সুমার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বলেছেন। এটি কি একটি নির্দেশ, না অনুরোধ? আর যা-ই হোক, নেতানিয়াহু একটি...

সমকালীন প্রসঙ্গ: নিরাপত্তা-ঝুঁকির আভাস পাওয়ার পর বাংলাদেশের করণীয়

সৈয়দ তোশারফ আলী ♦ নতুন বছরের সূচনায় বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ধনকুরের বিল গেটস্ সমকালীন কিছু বিষয়ে কথা বলেছেন যা, ভাবুকদের দৃষ্টি কেড়েছে। তিনি বলেছেন, ২০২৪ সালে বিশ্বের বড় বড় দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিজয়ী জনপ্রতিনিধিরা রাজনীতির চরিত্র ও...

মুহম্মদ নুরুল হক ছিলেন ‘কমিউনিটি এডুকেশনে’র এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব

মুহম্মদ নুরুল হক ছিলেন ‘কমিউনিটি এডুকেশনে’র এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব

নজরুল ইসলাম বাসন ♦ আশির দশকের মাঝামাঝি আমি যখন লণ্ডনের সাপ্তাহিক সুরমা’ পত্রিকায় যোগ দেই তখন ইস্ট লণ্ডনের বাংলাদেশী কমিউনিটি ছিল আলোকোজ্জ্বল একটি কমিউনিটি। শিক্ষা, সংস্কৃতি, রাজনীতিতে ছিল নিবেদিতপ্রাণ মানুষের সক্রিয় অবস্থান। কমিউনিটি সংগঠনগুলি ছিল প্রাণবন্ত। এমনকি...

আরও পড়ুন »

 

শ্রদ্ধা-ভালোবাসায় সৈয়দ আফসার উদ্দিনকে স্মরণ

শ্রদ্ধা-ভালোবাসায় সৈয়দ আফসার উদ্দিনকে স্মরণ

লণ্ডন, ১৭ এপ্রিল: লণ্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আফসার উদ্দিনের স্মরণসভায় বক্তারা বলেছেন, তিনি ছিলেন একজন আপাদমস্তক ভদ্রলোক। ছিলেন সদালাপী, বিনয়ী ও কৃতজ্ঞতাবোধসম্পন্ন মানুষ। একজন সাংবাদিক ও শিক্ষক হিসেবে তিনি ছিলেন বর্ণাঢ্য জীবনের অধিকারী। তিনি...

ডায়াবেটিস আছে? আপনার স্বাস্থ্যের দিকে যেভাবে নজর রাখবেন

ডায়াবেটিস আছে? আপনার স্বাস্থ্যের দিকে যেভাবে নজর রাখবেন

আপনি কি জানেন, ডায়াবেটিস দৃষ্টিশক্তি হারানোর কারণ হতে পারে? এ ব্যাপারে লণ্ডন নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি হেলথকেয়ার এনএইচএস ট্রাস্টের চক্ষুবিদ্যা (অপথালমোলজির)-এর ক্লিনিক্যাল প্রধান (লিড) ডাঃ এভলিন মেনসাহ ব্যাখ্যা করে বলেন, "যদি আপনার ডায়াবেটিস থেকে থাকে তাহলে আপনি...

গার্ডেন্স অব পিসে চিরনিদ্রায় শায়িত সৈয়দ আফসার উদ্দিন

গার্ডেন্স অব পিসে চিরনিদ্রায় শায়িত সৈয়দ আফসার উদ্দিন

সহকর্মীদের আবেগঘন স্মৃতিচারণ সারওয়ার-ই আলম ♦ লণ্ডন, ১২ এপ্রিল: সহকর্মীদের ভালবাসায় ও কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের শেষ শ্রদ্ধায় সিক্ত হয়ে ১৩ই এপ্রিল শনিবার ইস্ট লণ্ডনের গার্ডেন্স অব পিসে চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক, ব্রিটিশ-বাংলাদেশী...

বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক সৈয়দ আফসার উদ্দিনের ইন্তেকালে কমিউনিটিতে শোকের ছায়া

বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক সৈয়দ আফসার উদ্দিনের ইন্তেকালে কমিউনিটিতে শোকের ছায়া

মঙ্গলবার ১৩ই এপ্রিল জানাজা ইস্ট লণ্ডন মসজিদে সারওয়ার-ই আলম ♦ লণ্ডন, ১২ এপ্রিল: বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক, বাংলাদেশী-ব্রিটিশ কমিউনিটির প্রিয়মুখ সৈয়দ আফসার উদ্দিন এমবিই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘ নয় বছর বোন ম্যারো ক্যান্সারের সঙ্গে...