স্মরণ

প্রিয় অজয় দা

১১ জানুয়ারি ২০২৩ ৩:৩৮ অপরাহ্ণ | স্মরণ

মোহাম্মদ বেলাল আহমদ

লণ্ডন, ১১ জানুয়ারী ২০২৩:

হঠাৎ করে চলে গেলেন অজয় পাল! আমাদের অজয় দা। ভাবতে খুবই কষ্ট হচ্ছে তার স্মৃতিকথা নিয়ে আর কোন কথা হবে না। সাম্প্রতিক সময়ে একান্ত এবং নিবিড় সাংবাদিকতা জীবনের স্মৃতিচারণ শুরু করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন অজয় দা। একজন মাঠের সাংবাদিক হিশেবে দীর্ঘ পাঁচ দশকের তীক্ষ¦ পর্যবেক্ষণ ও মূল্যায়ন এই সময়টার সাক্ষী হয়েই ফুটে উঠতে থাকে তাঁর এসব স্মৃতিচারণমূলক লেখা।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে একজন কলমসৈনিক হিশেবে হাজারো মুক্তিকামী বাঙালিকে প্রেরণা যুগিয়েছেন তখন। বাঙালির সর্বোত্তম অর্জন তার স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধে অবদানকে কখনো জাহির করতে চাইতেন না। দুই বছর আগে হঠাৎ করে ছোটভাই স্বপন পালকে হারিয়ে একেবারে শোকবিহবল হয়ে পড়েন। অনেকটা স্মৃতিকাতর হয়ে পড়েন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে টুকরো টুকরো স্মৃতি লিখতে থাকেন। অনুপম বর্ণনা আর তথ্যউপাত্তসমৃদ্ধ তাঁর এসব স্মৃতিকথায় ইতিহাসের নানা অনুষঙ্গ ওঠে আসে।

৮০’র দশকের মাঝামাঝি সময়ে সাপ্তাহিক সুরমায় থাকাকালীন তাকে দেশে ফিরতে হয়। দেশে ফিরে গিয়ে সিলেটের স্থানীয় ও জাতীয় সংবাদপত্রের সাথে নিজেকে আবারো সম্পৃক্ত করেন। প্রবল নিষ্ঠা, অসামান্য পর্যবেক্ষণ শক্তি, কর্তব্যচেতনা ও প্রান্তিক মানুষদের নিয়ে তাঁর নিরন্তর ভাবনা শুধু সিলেটেই নয়, জাতীয় গণমাধ্যমে তাকে একজন প্রভাব বিস্তারকারি ব্যক্তিত্বে পরিণত করে। দুই দশক পর অজয় দা আবারো বিলেত আসেন স্থায়ীভাবে বসবাসের জন্য। ব্যক্তিগতভাবে অজয় দার সাথে আমার সংযোগ এবং সম্পর্কের সূত্রপাত তখন থেকেই। ২০০৮ সালে লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাহী কমিটির একজন সক্রিয় কর্মনিষ্ঠ সহকর্মী হিসাবে খুব কাছে থেকে তাকে দেখার সুযোগ হয়। অত্যন্ত সংবেদনশীল কাজ পাগল এই মানুষটাকে তখন সংগঠনের সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখতে বিশেষ ভূমিকায় দেখেছি।

বছর দুয়েক আগে আমার মায়ের ইন্তেকালের পর ফোন করেছেন সান্তনা দিতে। প্রবাসী হবার একটা বড় বিড়ম্বনা যে  স্বজন হারানোর সময় পাশে থাকতে না পারা সেটি স্মরণ করিয়ে দিয়েছেন। তিনিও তাঁর মায়ের শেষ বিদায়ে সামনে হাজির থাকতে পারেননি এই দুঃখবোধ শেয়ার করতে গিয়ে চাপাকান্না ঝরে পড়ে তাঁর কণ্ঠে।

তাঁর স্মৃতিকথার টুকরো টুকরো লেখাগুলো আমাকে ভীষণভাবে টানতো। নানা বিষয়ে সংশয়, বিতর্ক ও বিভ্রান্তি নিরসনেও তার লেখাগুলো নিয়ামক ভূমিকা রাখতো।

সমাজ-বাস্তবতা তুলে ধরে লেখা এসব টুকরো টুকরো স্মৃতিকথা (ক্ষেত্রবিশেষে অপ্রিয়) ‘সাপ্তাহিক পত্রিকা’য় নিয়মিত প্রকাশের অনুরোধ করলে তিনি সানন্দে রাজী হন। বলেন, ‘আমি তো পত্রিকা পরিবারেরই একজন। আরো কয়েক কিস্তি তৈরী করেই পত্রিকায় ধারাবাহিক প্রকাশের জন্য?পাঠানো শুরু করবো।’ তা আর হলো না, কোনোদিন হবে না।

শুধু স্মৃতিকথাই নয়। প্রবাসে থেকেও ‘সারদা স্মৃতিভবন মিলনায়তন’ খুলে দেয়ার জন্য সাম্প্রতিক আন্দোলনেও তাকে ভূমিকা রাখতে দেখেছি। ‘আইলোরে নয়া দামান’ গানটির সুরকার ও গীতিকারবিতর্কে তাঁর ভূমিকা ছিলো প্রশংসনীয়।

প্রায়শই বলতেন, সততা আজ একেবারে উবে গেছে। নৈতিক মূল্যবোধ আজ পেশীশক্তি আর অর্থের নিগড়ে দলিত। সমাজে মূল্যবোধ তৈরীর অনুশীলন অনুপস্থিত।

ভীষণ মন খারাপ হচ্ছে এই ভেবে যে, তাঁর স্মৃতিকথা কিংবা সমাজের নানা প্রসঙ্গ নিয়ে তাঁর সাথে আর কথা হবে না। স্থান-কালের সন্নিপাতে সৃজনশীল মূল্যবোধসম্পন্ন এক বিশেষ প্রতিভা অজয় দার সাংবাদিকতার মানদণ্ডের অনুসরণ আজ খুবই জরুরী। একই সাথে জরুরী তাঁর বহুমুখী সৃজনশীল কর্মযজ্ঞ- কবিতা, গান ও লেখনী বাঁচিয়ে?রাখা।  অনন্ত যাত্রায় ভালো থাকবেন অজয় দা, অশেষ শ্রদ্ধা।  

লেখক: প্রধান সম্পাদক, সাপ্তাহিক পত্রিকা

সবচেয়ে বেশি পঠিত

গাজা ইস্যুতে জাতিসংঘ সরব হচ্ছে

গাজীউল হাসান খান ♦ অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা ভূখণ্ড থেকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসলামি অবরোধ আন্দোলন হামাসের কতিপয় সদস্যের ইহুদি রাষ্ট্র ইসরাইলের অভ্যন্তরে এক ঝটিকা আক্রমণের পর থেকে তারা এ পর্যন্ত গাজায় প্রায় ৬৫ হাজার নারী-পুরুষ ও শিশুকে নির্বিচারে হত্যা করেছে।...

ডাকসু নির্বাচন: যে প্রশ্নগুলোর উত্তর জানা খুবই জরুরি

ডাকসু নির্বাচন: যে প্রশ্নগুলোর উত্তর জানা খুবই জরুরি

সারওয়ার-ই আলম ♦ দেশে প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক শক্তিগুলো গত চুয়ান্ন বছরে মতে ও পথে যখন বহুভাবে বিভক্ত হয়েছে, তখন মৌলবাদী শক্তি নিজেকে কতটা শক্তিশালী করেছে— সদ‍্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচন তারই প্রমাণ বহন করে। ঢাকা বিশ্ববিদ‍্যালয়ের শিক্ষার্থীদের একটি বিরাট অংশ...

ট্রাম্পের ভাঁওতাবাজি এখন ঘাটে ঘাটে আটকে যাচ্ছে

গাজীউল হাসান খান ♦ নিয়তি বলে যে কথাটি প্রচলিত রয়েছে, রাজনীতির ক্ষেত্রে তা কতটুকু প্রভাব ফেলে, আমার জানা নেই। পশ্চিমা জগতের কট্টরবাদী রাজনীতিক, যুক্তরাষ্ট্রের বর্তমান ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র পরিচালনায় এখন বহুমুখী অনভিপ্রেত চাপের মুখে নিয়তির খেলায় গা...

ইরান আক্রমণ নিয়ে ফাঁদে পড়েছেন ট্রাম্প

গাজীউল হাসান খান গণমাধ্যমের সংবাদ বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ‘দিশাহীন ও বেপরোয়া’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো গুরুতর ব্যাপারে তাঁর সিদ্ধান্ত পাল্টাতে খুব বেশি সময় নেন না। এর মূল কারণ হচ্ছে ট্রাম্প খুব ভেবেচিন্তে কোনো কথা বলেন না। তবে তিনি নিজেকে বিশ্বের...

কেয়ার ফর সেইন্ট অ্যান’ চ্যারিটির উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্যের শিল্পকর্ম প্রদর্শনী

কেয়ার ফর সেইন্ট অ্যান’ চ্যারিটির উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্যের শিল্পকর্ম প্রদর্শনী

হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ২০ এপ্রিল: টাওয়ার হ্যামলেটসের অবস্থান ও এই এলাকার মানুষের জীবনযাত্রা নিয়ে দুর্লভ শিল্পকর্মের এক বিশেষ প্রদর্শনী শুরু হচ্ছে আগামী ২৪ এপ্রিল বৃহস্পতিবার। ‘কেয়ার ফর সেইন্ট অ্যান' চ্যারিটির উদ্যোগে লাইম হাউজের সেইন্ট অ্যান চার্চে এই প্রদর্শনীর...

আরও পড়ুন »

 

গাজা ইস্যুতে জাতিসংঘ সরব হচ্ছে

গাজীউল হাসান খান ♦ অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা ভূখণ্ড থেকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসলামি অবরোধ আন্দোলন হামাসের কতিপয় সদস্যের ইহুদি রাষ্ট্র ইসরাইলের অভ্যন্তরে এক ঝটিকা আক্রমণের পর থেকে তারা এ পর্যন্ত গাজায় প্রায় ৬৫ হাজার নারী-পুরুষ ও শিশুকে নির্বিচারে হত্যা করেছে।...

ডাকসু নির্বাচন: যে প্রশ্নগুলোর উত্তর জানা খুবই জরুরি

ডাকসু নির্বাচন: যে প্রশ্নগুলোর উত্তর জানা খুবই জরুরি

সারওয়ার-ই আলম ♦ দেশে প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক শক্তিগুলো গত চুয়ান্ন বছরে মতে ও পথে যখন বহুভাবে বিভক্ত হয়েছে, তখন মৌলবাদী শক্তি নিজেকে কতটা শক্তিশালী করেছে— সদ‍্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচন তারই প্রমাণ বহন করে। ঢাকা বিশ্ববিদ‍্যালয়ের শিক্ষার্থীদের একটি বিরাট অংশ...

ট্রাম্পের ভাঁওতাবাজি এখন ঘাটে ঘাটে আটকে যাচ্ছে

গাজীউল হাসান খান ♦ নিয়তি বলে যে কথাটি প্রচলিত রয়েছে, রাজনীতির ক্ষেত্রে তা কতটুকু প্রভাব ফেলে, আমার জানা নেই। পশ্চিমা জগতের কট্টরবাদী রাজনীতিক, যুক্তরাষ্ট্রের বর্তমান ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র পরিচালনায় এখন বহুমুখী অনভিপ্রেত চাপের মুখে নিয়তির খেলায় গা...

ইরান আক্রমণ নিয়ে ফাঁদে পড়েছেন ট্রাম্প

গাজীউল হাসান খান গণমাধ্যমের সংবাদ বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ‘দিশাহীন ও বেপরোয়া’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো গুরুতর ব্যাপারে তাঁর সিদ্ধান্ত পাল্টাতে খুব বেশি সময় নেন না। এর মূল কারণ হচ্ছে ট্রাম্প খুব ভেবেচিন্তে কোনো কথা বলেন না। তবে তিনি নিজেকে বিশ্বের...