আপনি কি জানেন, ডায়াবেটিস দৃষ্টিশক্তি হারানোর কারণ হতে পারে?

“আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে আপনি ডায়াবেটিসের কারণে সৃষ্ট চোখের রোগ ‘ডায়াবেটিক রেটিনোপ্যাথি’তে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন।”

ডাঃ এভলিন মেনসাহ
ক্লিনিক্যাল প্রধান (লিড), অপথালমোলজি
লণ্ডন নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি হেলথকেয়ার এনএইচএস ট্রাস্ট ।

ডায়াবেটিস থাকলে চোখের স্ক্রীনিং করানো খুবই গুরুত্বপূর্ণ

“আমি দৃষ্টিশক্তি হারিয়েছি বলে যখন ধরা পড়ল, তখন তা আমার মধ্যে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করে। কেউই তাঁর দৃষ্টিশক্তি হারাতে চায় না। আমি ছয় মাস কেঁদেছি।”

বার্নাডেট ওয়ারেন (৫৫)
সাবেক শিক্ষক, সারে ।

স্ক্রিনিং প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করে

“নিয়মিত পরীক্ষা-নীরিক্ষা এবং স্ক্রিনিংয়ে অংশ নিলে তা মানুষের শরীরে জটিলতা সৃষ্টির ঝুঁকি অথবা প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করবে। তখন এসব ব্যাপারে আমরা কিছু করতে সক্ষম হবো।

ডা. ভরন কুমার
জিপি, স্লাও, বার্কশায়ার

বুধবার, ২৪ জুলাই ২০২৪

অন্যমত

স্মৃতিতে নুরুল হক মাস্টার সাহেব

২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১:৫৬ পূর্বাহ্ণ | অন্যমত

রাজনউদ্দিন জালাল

আমাদের ঐতিহাসিক মাতৃভাষা আন্দোলনের মাসেই চিরবিদায় নিলেন শিক্ষক, সমাজকর্মী এবং রাজনীতিবিদ নুরুল হক (মাস্টার সাহেব)। আমরা তাঁর রূহের মাগফেরাতের জন্য দোয়া করছি। গত ৮ই ফেব্রুয়ারি ২০২৪, বাংলা ভাষার এই শিক্ষক, ঢাকার গাজীপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

নুরুল হক সাহেবের সাথে আমার পরিচয় ৭০ দশকের মাঝামাঝি। তখন আমি এক তরুণ যুবকর্মী এবং বাংলাদেশী ইয়থ মুভমেন্ট সংগঠনের সাধারণ সম্পাদক। আমরা বাংলা টাউনের অর্ন্তভুক্ত একই এলাকায় বাস করতাম। আমরা সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সভা সমিতিতে একই সাথে যোগ দিতাম। মাস্টার নুরুল হক সাহেব বাংলাদেশে উচ্চশিক্ষা অর্জনের পর বাংলাদেশের স্বাধীনতার পরে সস্ত্রীক (সহধর্মিনী আনোয়ারা হক) ব্রিটেনে পাড়ি জমান। 

স্কুল সফরে এসে নুরুল হকের সাথে তৎকালীন ইনার লণ্ডন এডুকেশন অথোরিটির ডিরেক্টর মি. কোলম্যান ও উইলিয়াম স্টাবস

তিনি সত্তর দশকের মাঝামাঝি সময় থেকে লণ্ডনের টাওয়ার হ্যামলেটস বারায় বসবাস শুরু করেন। তিনি বেঙ্গলি হাউজিং এ্যাকশন গ্রুপের এক সদস্য হিসাবে গৃহহীনদের আন্দোলনের অংশীদার এবং নিজে বাংলা টাউনের অন্তর্ভূক্ত জেলহ্যাম বিল্ডিংয়ে (হ্যানবারি স্ট্রিটে) একজন সক্রিয় ‘স্কোয়ার্টার’ হিশেবে হিসাবে বাস করতেন। পরে এক সময় এই এলাকায় নিজে বাড়ি কিনে নেন।  বিগত পঞ্চাশ বছর তিনি পূর্ব লণ্ডনের বাংলা টাউন নামক জনপদের স্থায়ী বাসিন্দা। এছাড়াও তিনি একজন সমাজকর্মী ছিলেন। এবং বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন। 

নুরুল হক সাহেব কথা কম এবং কাজ বেশিতে বিশ্বাস করতেন। তাঁর নিজের পরিশ্রমের মাধ্যমে তিনি বিভিন্ন মর্যাদাশীল সামাজিক এবং শিক্ষা সংগঠন গড়ে তুলেছেন। নুরুল হক সাহেবের বাংলাদেশে অর্জিত শিক্ষার গুণের পূর্ণ মূল্যায়ন হয়নি ব্রিটেনে। তাঁর ভাগ্য ছিল কিছুটা আমাদের অন্যান্য শিক্ষিত মানুষের মত। ব্রিটিশ এ্যাসটাবলিশমেন্ট বাংলাদেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের অর্জনকে স্বীকৃতি দিত না তখনকার দিনে। তাই তিনি অনেক প্রচেষ্টা সত্ত্বেও এদেশের মূলধারার অফিস-আদালতে কোন ধরণের চাকুরি আদায় করতে পারেননি।

আসলে নুরুল হক সাহেবের স্মৃতিচারণ করতে হলে তাঁর স্ত্রী আনোয়ারা হক সম্বন্ধেও উল্লেখ করতে হয়। তারা দুজনের এমন যুগলবন্দী ছিল যে সব সময় একই সাথে চলাফেরা করতেন। তখনকার দিনে বাঙালি নারীদের সভা-সমিতিতে দেখা পাওয়া যেত না। এক্ষেত্রে অন্যতম ব্যতিক্রম ছিলেন আনোয়ারা হক। তিনি নিজে গড়ে তুলেছিলেন ‘বাঙালি নারী সমিতি’ এবং আমি মনে করি নুরুল হক সাহেবের সহযোগিতাও এই উদ্যোগে বিশেষ অবদান রাখে। এক পর্যায়ে নির্যাতিত বাঙালি মহিলাদের জন্য বাংলা টাউনের একটি ভবনে গড়ে তুলেছিলেন একটি আবাসিক আশ্রয় কেন্দ্র। আমি টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলার থাকাকালীন এই আশ্রয়কেন্দ্র পরিদর্শন করি। বর্ণবাদ বিরোধী আন্দোলনের ফসল হিসাবে বাংলা টাউনের হ্যানবারি স্ট্রিটস্থ মন্টিফিউরি সেন্টার আমাদের সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক আড্ডাখানায় পরিণত হয়। এই ভবনে ছিল আমাদের শক্তিশালী বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস (এফবিওয়াইও) আনএমপ্লয়মেন্ট আউটরিচ সংস্থা, পিওয়াইও ইয়ূথ ক্লাব ও সভা-সমিতির হল। নুরুল হক সাহেবও নিজে একটি ছোট্ট অফিস নিয়ে বসতেন এবং সেখান থেকেই তাঁর কর্মতৎপরতা অব্যাহত রেখেছিলেন। প্রায় প্রতিদিনই নিঃসন্তান নুরুল হক সাহেব ও আনোয়ারা হকের সাথে এই মন্টিফিউরি সেন্টারের কেন্টিনে দেখা হত।

সত্তরের দশকে আমাদের সমাজের কিছু সংখ্যক তথাকথিত শিক্ষিত পূর্ব লণ্ডনের বাঙালি বাসিন্দাদের অবহেলা করতেন এবং কোন ক্ষেত্রে তাদের ঘৃণাও প্রকাশ পেতো। এরা যারা ‘বাবু মেন্টালিটি-তে’ বিশ্বাসী ছিলেন- তারা মনে করতেন যে শ্রমজীবী মানুষের সাথে সম্পর্ক রাখলে তাদের মানহানি হবে। তবে এখানে উল্লেখ করার প্রয়োজন যে, মাস্টার নুরুল হক সাহেব সাধারণ মানুষের সাথে থাকতে ভালোবাসতেন। তিনি কাউকে ছোট মনে করতেন না এবং শ্রমজীবী মানুষকে তিনি মর্যাদা দিতেন, তাদের শ্রদ্ধা করতেন। তাঁর যখন নিজস্ব ঘর কেনার আর্থিক অবস্থান হয় তখন চাইলে তিনি ধনী কোন এলাকায় বাস করার সিদ্ধান্ত নিতে পারতেন। কিন্তু তিনি টাওয়ার হ্যামলেটসের সাধারণ মানুষের সাথেই তাঁর বসবাস অব্যাহত রাখেন। এর জন্য বাংলা টাউন এলাকার মানুষও তাকে উপযুক্ত মর্যাদা এবং সম্মান স্বীকৃতি দিয়েছেন।

বিগত পঞ্চাশ বছর তিনি পূর্ব লণ্ডনের বাংলা টাউন নামক জনপদের স্থায়ী বাসিন্দা। তিনি একজন নিবেদিত সমাজকর্মী ছিলেন। ছিলেন বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন। পূর্ব লণ্ডনের সামাজিক, রাজনৈতিক এবং শিক্ষাক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য অর্জনের মধ্যে অন্যতম হচ্ছে- স্থানীয় লেবার পার্টি যখন বাঙালিদের সদস্যপদ দিত না, তখন সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে ‘পিপলস এলায়েন্স অব ইস্ট লণ্ডন’ নামে একটি স্থানীয় রাজনৈতিক সংগঠন স্থানীয় নির্বাচনে প্রার্থিতা মনোনয়ন দেন এবং এদের অন্যতম নুরুল হক। মাস্টার সাহেব সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হন, সম্ভবত আশির দশকের গোড়ার দিকে। তিনিই সম্ভবত টাওয়ার হ্যামলেটসে প্রথম নির্বাচিত স্বতন্ত্র বাঙালী কাউন্সিলার।

নুরুল হক সাহেবের শ্রেষ্ঠ অর্জন হচ্ছে তাঁর নিজের উদ্যোগে এবং বাংলা টাউনে অবস্থিত ইস্ট এ্যাণ্ড কমিউনিটি স্কুল। এই শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শত শত ছেলেমেয়ে বাংলা, আরবী এবং সাপ্লিমেন্টারি শিক্ষার সুযোগ-সুবিধা ভোগ করেছে। শিক্ষানুরাগী নুরুল হক সাহেব জীবনের শেষ পর্যায়ে তাঁর বাসস্থান গাজিপুরে (ঢাকা) তার স্ত্রীর নামে আনোয়ারা প্রাইমারি ও হাইস্কুল স্থাপন করেন। তাছাড়া তাঁর জন্মভূমি নোয়াখালীর সোনাগাজি গ্রামেও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন।

ব্যক্তিগতভাবে নুরুল হক সাহেব একজন খাঁটি ভদ্রলোক ছিলেন। তিনি ছিলেন সজ্জন ব্যক্তিত্ব এবং সদালাপী মানুষ। সব মিলিয়ে বড় ভালো মানুষ ছিলেন তিনি। তার মৃত্যুতে পূর্ব লণ্ডনবাসী মানুষ তাদের একজন আপনজনকে হারাল। আমাদের সমাজে নুরুল হক সাহেবের অবদানের মূল্যায়ন প্রয়োজন।

লণ্ডন, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৪
লেখক: টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি লীডার ও টাওয়ার হ্যামলেটস কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল

আরও পড়ুন

কিছু স্বপ্নবাজ মানুষের গড়া প্রতিষ্ঠান ‘কিডনি ফাউণ্ডেশন হাসপাতাল সিলেট’

কিছু স্বপ্নবাজ মানুষের গড়া প্রতিষ্ঠান ‘কিডনি ফাউণ্ডেশন হাসপাতাল সিলেট’

নজরুল ইসলাম বাসন ♦ বৃহত্তর সিলেটের সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা নিয়ে খুব একটা ভাল কথা শোনা যায় না। তার কারণ হল সরকারি হাসপাতালগুলোতে রয়েছে অনিয়ম ও কর্তব্যে অবহেলা, জবাবদিহিতার অভাব। বেসরকারি হাসপাতালগুলো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গী নিয়ে সিলেট শহরে গড়ে উঠেছে। তাদের...

উজানের অতি বৃষ্টিই কি সিলেটে বন্যার একমাত্র কারণ?

উজানের অতি বৃষ্টিই কি সিলেটে বন্যার একমাত্র কারণ?

মুহাম্মাদ মামুনুর রশীদ ♦ সিলেটের সাম্প্রতিক ঘন ঘন বন্যার কারণ হিসাবে উজানে ভারতে একদিনে অস্বাভাবিক মাত্রায় অতি ভারী বৃষ্টিপাতকে দায়ী করা হয়। সঙ্গত কারণেই প্রশ্ন ওঠে, উজানের এই পানি সুরমা নদী দিয়ে বাঁধাহীন ভাবে প্রবাহিত হতে পারছে কি না। উজানের এই পানি প্রবাহিত হওয়ার...

কিয়ার স্টারমারের ন্যাক্কারজনক মন্তব্য: একেবারেই অবিশ্বাস্য!

কিয়ার স্টারমারের ন্যাক্কারজনক মন্তব্য: একেবারেই অবিশ্বাস্য!

সারওয়ার-ই আলম ♦ ব্রিটেনের অভিবাসন ইস্যুতে বাংলাদেশীদেরকে নিয়ে লেবার নেতা স্যার কিয়ার স্টারমারের ভিডিও ক্লিপটি দেখে শুরুতে বিন্দুমাত্রও বিশ্বাস করিনি। মনে হয়েছে ‘ফেব্রিকেটেড’। বিরোধীদের কেউ হয়তো নির্বাচনের আগে তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য এরকম নিকৃষ্ট কাজটি করেছেন।...

৪ জুলাইর নির্বাচনে ভোট কাকে দেবেন, কেন দেবেন?

৪ জুলাইর নির্বাচনে ভোট কাকে দেবেন, কেন দেবেন?

ভোট ভাগাভাগির পরিণাম কি হতে পারে? রাজনউদ্দিন জালাল ♦ আজকাল টেলিভিশনের পর্দায় তাকালেই দেখি- ২০১৯ সালের সাধারণ নির্বাচনের লেবার পার্টির শোচনীয় পরাজয়ের জন্য দলটির প্রাক্তন নেতা জেরেমি করবিনকে দোষারোপ করা হয়। বর্তমান সময়ের ‘রেড টরি’ খ্যাত ডানপন্থী লেবার নেতারা...

নবম শ্রেণীর ডিজিটাল বইটি নিয়ে একটি ভাবনা

নবম শ্রেণীর ডিজিটাল বইটি নিয়ে একটি ভাবনা

লণ্ডনের চিঠি সাগর রহমান ♦ একটি মজার ঘটনা ঘটেছে। বেশ কয়েক মাস ধরে ভাবছিলাম, বাংলাদেশের স্কুল এবং কলেজে তথ্য ও প্রযুক্তি বিষয়ে যে পাঠ্য বইটি পড়ানো হয়, সেটি নিয়ে লিখব। বিশেষত স্কুলগুলোতে ধীরে ধীরে প্রোগ্রামিং শেখানোর বিষয়ে গুরুত্ব তুলে ধরার কথাটি ভেবেছিলাম। গত...

আরও পড়ুন »

 

কিছু স্বপ্নবাজ মানুষের গড়া প্রতিষ্ঠান ‘কিডনি ফাউণ্ডেশন হাসপাতাল সিলেট’

কিছু স্বপ্নবাজ মানুষের গড়া প্রতিষ্ঠান ‘কিডনি ফাউণ্ডেশন হাসপাতাল সিলেট’

নজরুল ইসলাম বাসন ♦ বৃহত্তর সিলেটের সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা নিয়ে খুব একটা ভাল কথা শোনা যায় না। তার কারণ হল সরকারি হাসপাতালগুলোতে রয়েছে অনিয়ম ও কর্তব্যে অবহেলা, জবাবদিহিতার অভাব। বেসরকারি হাসপাতালগুলো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গী নিয়ে সিলেট শহরে গড়ে উঠেছে। তাদের...

রুশনারা আলী ও আজমাল মাশরুরের পাল্টাপাল্টি

রুশনারা আলী ও আজমাল মাশরুরের পাল্টাপাল্টি

লিফলেটে মেয়রের ছবি ব্যবহারের প্রশ্নে যা বললেন আজমাল মাশরুর পত্রিকা ডেস্ক ♦ লণ্ডন, ০১ জুলাই: পূর্ব লণ্ডনের বাংলাদেশি অধ্যুষিত বেথনাল গ্রিন এণ্ড স্টেপনি আসনে এবার ভিন্নরকম এক নির্বাচনী উত্তাপ বিরাজ করছে। শুরুতে গাজা ইস্যু নিয়ে সরগরম এ আসনটি এখন লেবার নেতার বাংলাদেশিদের...

বাংলাদেশীরা বলির পাঁঠা?

বাংলাদেশীরা বলির পাঁঠা?

লেবার লিডার কিয়ার স্টারমারের চরম আপত্তিকর মন্তব্যে ব্রিটেনজুড়ে কমিউনিটিতে তীব্র প্রতিক্রিয়া পত্রিকা প্রতিবেদন ♦ লণ্ডন, ০১ জুলাই: আগামী ৪ জুলাই বৃহস্পতিবার যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে এমনিতেই ফিলিস্তিনের গাজা ইস্যুতে লেবার পার্টির ভূমিকা নিয়ে...

ভোট দিতে যাওয়ার সময় আপনার ফটো আইডি সাথে নিতে ভুলবেন না

ভোট দিতে যাওয়ার সময় আপনার ফটো আইডি সাথে নিতে ভুলবেন না

লণ্ডন, ২ জুলাই: আগামী বৃহস্পতিবার ৪ জুলাই যুক্তরাজ্যে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে আপনার ভোটাধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রে যাওয়ার সময় আপনার সাথে একটি স্বীকৃত ফটো আইডি নিয়ে যেতে হবে। অনুমোদিত ফটো আইডি সাথে না থাকলে আপনি ভোট দিতে সক্ষম না-ও হতে পারেন। তাই আপনার ভোট...