আপনি কি জানেন, ডায়াবেটিস দৃষ্টিশক্তি হারানোর কারণ হতে পারে?

“আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে আপনি ডায়াবেটিসের কারণে সৃষ্ট চোখের রোগ ‘ডায়াবেটিক রেটিনোপ্যাথি’তে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন।”

ডাঃ এভলিন মেনসাহ
ক্লিনিক্যাল প্রধান (লিড), অপথালমোলজি
লণ্ডন নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি হেলথকেয়ার এনএইচএস ট্রাস্ট ।

ডায়াবেটিস থাকলে চোখের স্ক্রীনিং করানো খুবই গুরুত্বপূর্ণ

“আমি দৃষ্টিশক্তি হারিয়েছি বলে যখন ধরা পড়ল, তখন তা আমার মধ্যে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করে। কেউই তাঁর দৃষ্টিশক্তি হারাতে চায় না। আমি ছয় মাস কেঁদেছি।”

বার্নাডেট ওয়ারেন (৫৫)
সাবেক শিক্ষক, সারে ।

স্ক্রিনিং প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করে

“নিয়মিত পরীক্ষা-নীরিক্ষা এবং স্ক্রিনিংয়ে অংশ নিলে তা মানুষের শরীরে জটিলতা সৃষ্টির ঝুঁকি অথবা প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করবে। তখন এসব ব্যাপারে আমরা কিছু করতে সক্ষম হবো।

ডা. ভরন কুমার
জিপি, স্লাও, বার্কশায়ার

বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

সম্পাদকীয়

‘আসুন, ফিলিস্তিনীদের জন্য ‘ঈদ মোবারক’ পাঠাই

জুন ১২, ২০২৪ ৯:৩৮ অপরাহ্ণ | সম্পাদকীয়

আসছে ১৬ জুন রোববার ব্রিটেনের মুসলমানরা পালন করবেন এবারের পবিত্র ঈদুল আজহা। আর এক দিনের ব্যবধানে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানরা উদযাপন করবেন মহান এ দিনটি। ইসলামের অনুসারীদের জন্য বছরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিনগুলোর একটি হচ্ছে এই ঈদুল আজহা। একে কোরবানীর ঈদ নামেও অভিহিত করা হয়। কোরবানীর ঈদের সাথে জড়িয়ে আছে ইসলাম ধর্মের পাঁচটি মূল স্তম্ভের চতুর্থ পবিত্র হজ।

দৈহিক, মানসিক ও আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জন্য হজ ফরজ করা হয়েছে। হাদিসে বলা হয়েছে, যার ওপর হজ ফরজ হয়েছে অথচ হজ আদায় করেন না, তার জন্য রয়েছে ভীষণ শাস্তি। ঈদুল আযহা আনন্দের উদযাপনের পাশাপাশি ত্যাগের পরীক্ষাও বটে। বিশ্বভ্রাতৃত্ব উদযাপন মুসলিম বিশ্বে এক অবিস্মরণীয় মাত্রা যোগ করে এদিনটি। হজের অনেকগুলো আনুষ্ঠানিকতার একটি হচ্ছে কোরবানী। ইসলামের ইতিহাসে সর্বোচ্চ ত্যাগের উজ্জল নিদর্শন এর সাথে জড়িয়ে আছে। মহান আল্লাহর আদেশে তাঁরই সন্তুষ্টি লাভের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পুত্র হযরত ইসমাঈল (আ.)-কে কোরবানী দিতে তৈরি হয়েছিলেন। শেষ পর্যন্ত হযরত ইসমাঈল (আ.)-কে প্রাণে রক্ষা করেও মহান আল্লাহ পিতাপুত্রের প্রশ্নাতীত আনুগত্য আর সমর্পণকে কবুল করেছিলেন। এটি ছিলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেমন তেমনই হযরত ইসমাঈল (আ.)-এর জন্য তাকওয়ার পরীক্ষা। ত্যাগের সর্বোৎকৃষ্ট নিদর্শন।

ঈদুল আজহার ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করাই আসল শিক্ষা। কিন্তু বাংলাদেশসহ নানা সমাজে এর বিপরীতটিই প্রবলভাবে জেঁকে বসেছে। ভোগ এবং অন্যের গ্রাস কেড়ে নেবার জন্য এহেন নিকৃষ্ট কাজ নেই যা ঘটছে না। সরকারি এবং বেসরকারি বিভিন্ন সেবাদানকারি সংস্থার কর্মকতাদের সীমাহীন দুর্নীতি, অপকর্ম এবং আচার-আচরণ সম্পর্কিত গণমাধ্যমে উঠে-আসা চিত্র বিচলিত করেছে সর্বমহলকে। সমাজের দরিদ্র মানুষেরা যখন দ্রব্যমূল্য বৃদ্ধির চাপে পিষ্ট, উপার্জনহীন জীবনের ভারে দিশেহারা- সেই সময়টিতে চলছে একটি শ্রেণীর মানুষের এমন লোভ লালসাজাত কর্মকাণ্ড। 

অথচ ঈদ শুধু আনন্দ উদযাপনের নয়, এটি আমাদের জন্য ত্যাগেরও পরীক্ষা। এবারও এমন এক সময়ে আমরা ঈদুল ফিতর উদযাপন করছি যখন পৃথিবীর অসংখ্য মানুষ বিশেষ করে ফিলিস্তিনিরা ইতিহাসের বর্বরতম নির্যাতনের শিকার হচ্ছে। মিলিয়ন মিলিয়ন ফিলিস্তিনি স্বজনহারা, গৃহহারা। উদ্বাস্তু শিবিরে কাটছে তাদের মানবেতর জীবন। স্বজন হারিয়ে বাস্তুচ্যুত হয়ে তাদের জীবনে ঈদের খুশি কেমন হবে আমরা জানি না। তবে আমরা নিশ্চিত জানি সেখানে প্রতিদিন হানা দেয় মানবতার বিপর্যয়। তাই শুধু কোরবানী দেওয়া আর হজ পালনের আনুষ্ঠানিকতার মধ্যেই কর্মকাণ্ড সীমাবদ্ধ থাকলে হবে না। এখানেই সৃষ্টিকর্তার প্রতি আমাদের ইবাদতের শেষ নয়। খোদার কাছে এই আত্মসমর্পণ আর ত্যাগের চর্চা জীবনের বাকীদিনগুলোতেও অব্যাহত রাখতে হবে। মহান আল্লাহতায়লা সবাইকে সেই তাক্বওয়া অর্জনের তওফিক দিন। 

গত আট মাসে এটি স্পষ্ট যে, ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে দেয়ার এই ইসরায়েলী মিশনে দুনিয়ার ক্ষমতাশালীরা শরীক। তাই সাধারণ মানুষই পারেন বিপন্ন সময়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে। এই দুঃসময়ে আমাদের একটু বেশি করেই ফিলিস্তিনিদের পাশে সাধ্যানুযায়ী দাঁড়ানো উচিৎ।

আমাদের বিশ্বাস, ঈদুল আযহার দিনে পশু কুরবানির মাধ্যমে মনের পশুকে কুরবানিদানের সদিচ্ছা মানুষের সমাজে প্রতিফলিত হবে, ত্যাগের মহিমা বন্দিত হবে সর্বত্র। যদি ত্যাগের শিক্ষায় নিজেদের বিশুদ্ধ করে তোলা যায় তাহলে অন্যের হক নিয়ে কাড়াকাড়ি বন্ধ হবে। সবার জন্য এই ঈদ নিয়ে আসুক আনন্দ। ঈদ মোবারক। 

আরও পড়ুন »

স্বাধীনতার অর্ধ শতাব্দী, মুক্তি কত দূরে?

স্বাধীনতা অর্জন যত সহজ, রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। কথাটা গুণীজনদের। উনিশ একাত্তর সালের ২৬ মার্চ সেই অমিত সাহস নিয়ে বাঙালি স্বপ্নের স্বাধীনতা অর্জনের পথে নেমেছিলো। সশস্ত্র সেই অসম যুদ্ধে জয়ও এসেছিলো।  যুগ যুগের অপশাসন ছিঁড়ে পরাধীন, উপনিবেশিত, অবদমিত এবং শোষিত...

বাংলাদেশে লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক

মানুষ মারার চরম নিষ্ঠুর বাণিজ্য কবে বন্ধ হবে? বাংলাদেশের হাসপাতাল আর ক্লিনিকগুলোর বিরুদ্ধে রোগী ও সেবাগ্রহীতাদের অভিযোগের কমতি ছিলো না আগেও। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া একের পর এক ঘটনায় স্বাস্থ্যসেবা দেয়ার নামে বাংলাদেশে হাসপাতাল-ক্লিনিকগুলোর মানুষ মারার চরম নিষ্ঠুর...

একুশ মানে মাথা নত না-করা

আমরা কি করছি? এবারের একুশে ফেব্রুয়ারি আমাদের মহান ভাষা আন্দোলনের বাহাত্তর বছর পূর্ণ করলো। ১৯৫২ সালের পয়ত্রিশ মিনিট। আমাদের জাতীয় ইতিহাসের অত্যন্ত গৌরবজনক দিন-ক্ষণ। বায়ান্নের একুশে ফেব্রুয়ারি মধ্যদুপুরের ১-১০ মিনিট থেকে ১-৪৫ মিনিট সময়টি এক অপরিমেয় শক্তিতে...

গাজায় ইসরাইলের যুদ্ধাপরাধ

ফিলিস্তিনের সমর্থনে বিশ্ববিবেক এমন বর্বরতা আগে দেখেনি দুনিয়া। ফিলিস্তিনের গাজায় গত এক মাস ধরে যে মাত্রার গণহত্যা, বর্বরতা, বোমা হামলা ও ধংসযজ্ঞ চালাচ্ছে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল তা অতীতের সকল নৃশংসতা আর বীভৎসতাকে অতিক্রম করেছে। ইসরাইলের নৃশংস হামলায় গাজার স্কুল,...

কাফনে মোড়ানো ফিলিস্তিনী নবজাতক!

যুদ্ধাপরাধী ইসরাইলের পক্ষে আর কত সাফাই দেবেন মানবতাবাদের ধ্বজাধারী ব্রিটিশ রাজনীতিকরা? ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বর আগ্রাসনের শিকার হয়েছে ফিলিস্তিনী নবজাতক উদয় আবি মোহসেন। রোববার ইসরাইলি বাহিনীর বোমায় পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে শিশুটি। গাজায় ইসরাইলি বাহিনীর...

আরও পড়ুন »

 

২৮ জুন সুরালয়ের সঙ্গীত উৎসব

২৮ জুন সুরালয়ের সঙ্গীত উৎসব

সারওয়ার-ই আলম ♦লণ্ডন, ২৬ জুন: ব্রিটিশ-বাংলাদেশী সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরালয়ের বার্ষিক সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৮শে জুন শুক্রবার। পূর্ব লণ্ডনের ক্রিস্টেল ব্যান্কুয়েটিঙ হলে অনুষ্ঠিতব্য এ উৎসব সন্ধ্যা ছ’টায় শুরু হয়ে চলবে রাত দশটা পর্যন্ত। উৎসবে সুরালয়ের একঝাঁক...

কেয়ার স্টারমারের ন্যাক্কারজনক মন্তব্য: একেবারেই অবিশ্বাস্য!

কেয়ার স্টারমারের ন্যাক্কারজনক মন্তব্য: একেবারেই অবিশ্বাস্য!

সারওয়ার-ই আলম ♦ ব্রিটেনের অভিবাসন ইস্যুতে বাংলাদেশীদেরকে নিয়ে লেবার নেতা স্যার কেয়ার স্টারমারের ভিডিও ক্লিপটি দেখে শুরুতে বিন্দুমাত্রও বিশ্বাস করিনি। মনে হয়েছে ‘ফেব্রিকেটেড’। বিরোধীদের কেউ হয়তো নির্বাচনের আগে তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য এরকম নিকৃষ্ট কাজটি করেছেন।...

সপ্তসুরের আয়োজনে ডার্টফোর্ডে এবারের বৈশাখী উৎসব ৬ জুলাই

সপ্তসুরের আয়োজনে ডার্টফোর্ডে এবারের বৈশাখী উৎসব ৬ জুলাই

লণ্ডন, ১৭ জুন: ডার্টফোর্ডে এবারের বৈশাখী উৎসব অনুষ্ঠিত হবে ৬ জুলাই। সপ্তসুর বাংলা মিউজিক স্কুলের উদ্যোগে ডার্টফোর্ডের টেম্পল হিল কমিউনিটি হলে আয়োজন করা হয়েছে এই উৎসবের। উৎসবকে সামনে রেখে গত শুক্রবার লণ্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত...

প্রেস্টনে ‘স্টোরিজ অব ৭১‘ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

প্রেস্টনে ‘স্টোরিজ অব ৭১‘ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

লণ্ডন, ১৭ জুন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইংল্যাণ্ডের উত্তর-পশ্চিমান্ঞ্চলের বাংলাদেশিদের ভূমিকা নিয়ে প্রকাশিত হয়েছে ‘স্টোরিজ অব ৭১‘। বইটি লিখেছেন এজহিল ইউনিভার্সিটির সাবেক সিনিয়র লেকচারার তাসলিম শাকুর এবং ব্রিটেনে জন্ম এবং বেড়ে ওঠা তরুণ প্রজন্মের লেখিকা শবনম আহসান।...