আপনি কি জানেন, ডায়াবেটিস দৃষ্টিশক্তি হারানোর কারণ হতে পারে?

“আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে আপনি ডায়াবেটিসের কারণে সৃষ্ট চোখের রোগ ‘ডায়াবেটিক রেটিনোপ্যাথি’তে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন।”

ডাঃ এভলিন মেনসাহ
ক্লিনিক্যাল প্রধান (লিড), অপথালমোলজি
লণ্ডন নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি হেলথকেয়ার এনএইচএস ট্রাস্ট ।

ডায়াবেটিস থাকলে চোখের স্ক্রীনিং করানো খুবই গুরুত্বপূর্ণ

“আমি দৃষ্টিশক্তি হারিয়েছি বলে যখন ধরা পড়ল, তখন তা আমার মধ্যে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করে। কেউই তাঁর দৃষ্টিশক্তি হারাতে চায় না। আমি ছয় মাস কেঁদেছি।”

বার্নাডেট ওয়ারেন (৫৫)
সাবেক শিক্ষক, সারে ।

স্ক্রিনিং প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করে

“নিয়মিত পরীক্ষা-নীরিক্ষা এবং স্ক্রিনিংয়ে অংশ নিলে তা মানুষের শরীরে জটিলতা সৃষ্টির ঝুঁকি অথবা প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করবে। তখন এসব ব্যাপারে আমরা কিছু করতে সক্ষম হবো।

ডা. ভরন কুমার
জিপি, স্লাও, বার্কশায়ার

সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

সম্পাদকীয়

বর্ণবাদী ইডিএলকে রুখতে হবে

আগস্ট ১৪, ২০২৪ ২:২৭ পূর্বাহ্ণ | সম্পাদকীয়

ব্রিটেনজুড়ে বর্ণবাদী ইডিএল-এর চলমান তাণ্ডব রুখতে লণ্ডনের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। গত সপ্তাহে সাউথপোর্টে তিন শিশু মেয়েকে নির্মমভাবে হত্যার ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, জাতিগত সংখ্যালঘুদের ওপর হামলা এবং রাস্তায় পথচারীদের ‘পাকিস আউট’ স্লোগান দেওয়ার ভিডিও প্রচার করা হচ্ছে। ইতোমধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইডিএল-এর চলমান তাণ্ডব সামাল দিতে নিজের ছুটি বাতিল করেছেন। এ পর্যন্ত এই সহিংসতায় জড়িত ৭৪১ জনকে আটক করা হয়েছে এবং ৩০২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। 

ঘটনার শুরু সাউথপোর্টে হলেও ছুরিকাঘাতে জড়িত আটক সন্দেহভাজনকে মুসলিম শরণার্থী হিসেবে অনলাইনে প্রচারের পর দেশব্যাপী শরণার্থী ও মুসলিম বিরোধী তৎপরতা বাড়তে থাকে। তারা এসাইলাম আবেদনকারীদের হোটেল এবং মসজিদ লক্ষ্য করে আক্রমণ ও বিক্ষোভ সমাবেশ করে, পুলিশের উপর হামলা চালায় এবং লুটতরাজ করে। গত ১১ আগস্ট ইস্ট লণ্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে ‘স্ট্যাণ্ড আপ টু রেসিজম’ সংগঠনের এক প্রতিবাদ সমাবেশ থেকে লণ্ডনের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়েছে। ১৯৭৮ সালে এক ঘৃণ্য বর্ণবাদী হামলায় নিহত বাঙালী যুবককে খুন করে শ্বেতাঙ্গ দুর্বত্তরা। ওই সমাবেশে ঐতিহাসিক ক্যাবল স্ট্রীট ব্যাটল এবং ৭০ ও ৮০’র দশকে ব্রিকলেনের বর্ণবাদ বিরোধী আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে ইডিএল নেতার উদ্দেশ্যে হুঁশিয়ারী দিয়ে নেতৃবৃন্দ বলেছেন, পূর্ব লণ্ডনে কখনো বর্ণবাদকে জায়গা দেওয়া হবে না। এখানে সব সময় সব ধর্ম-বর্ণের মানুষ এক কাতারে, ঐক্যবদ্ধভাবে শান্তি বজায় রেখে চলে।

ব্রিটিশ সাংবাদিক রেমোনা আলি বলেছেন, এমন দৃশ্য দেখেছি, যা আমার চেয়ে বয়স্কদের মধ্যে সত্তর ও আশির দশকের বর্ণবাদী হামলার অস্বস্তিকর স্মৃতি জাগিয়ে তুলবে। ফ্যাসিস্টরা অবশ্য একটি গঠনমূলক কাজ করেছে। তাদের বর্ণবাদ ও গুন্ডামি প্রতিরোধ করতে বিভিন্ন সম্প্রদায় একতাবদ্ধ হয়েছে। এতে ব্যাপক হারে সদিচ্ছা ও সংহতি গড়ে উঠেছে। সাউথপোর্টে একটি মসজিদে হামলার পর তারা যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছিল, তাতে ঘটনাস্থল পরিষ্কার করতে রাস্তায় মানুষে নেমে পড়েছিল; লিভারপুলে, একজন ইমাম দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ভবন ও স্থানীয় লাইব্রেরি মেরামতে সাহায্যের জন্য অল্প অল্প করে তহবিল গঠনের সূচনা করেছিলেন। এখন মানুষ বর্ণবাদের বিরুদ্ধে আরও শক্ত হাতে লড়াই করতে ঐক্যবদ্ধ হতে ইচ্ছুক। ব্যাপকভাবে ছড়িয়ে পড়া বর্ণবাদের বিরুদ্ধে সারাদেশে হাজার হাজার লোক বিক্ষোভ করেছে। এরই মধ্য দিয়ে ব্রিটেনবাসী এই স্পষ্ট ও জোরালো বার্তা পাঠিয়েছে যে, এই দেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই। আমরা রেমোনা আলির সাথে সুর মিলিয়ে বলতে চাই, যুক্তরাজ্যে আতঙ্কের মধ্যে এই গণসংহতি যে আশা জাগিয়েছে তাতে বর্ণবাদের বিরুদ্ধে আমাদের লড়াই আরো শক্তিশালী হবে।

তবে, বর্ণবাদী ইডিএলকে রুখতে এই সমাজের বর্ণবাদ বিরোধী সুস্থ চিন্তার মূলধারার মানুষকে সঙ্গে নিয়েই আমাদের ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। এর কোন বিকল্প নেই। 

আরও পড়ুন »

অভূতপূর্ব অবিস্মরণীয় এক বিপ্লব

বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্বশীল ভূমিকা এখন খুবই জরুরী অভূতপূর্ব এক বিপ্লব হয়ে গেলো দেশে। দেড় দশকের একক রাজনৈতিক বলয় থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। এই পরিবর্তনের মূল কারিগর দেশের ছাত্র-জনতা। বিশেষ করে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন নজির সৃষ্টি করেছে...

‘আসুন, ফিলিস্তিনীদের জন্য ‘ঈদ মোবারক’ পাঠাই

আসছে ১৬ জুন রোববার ব্রিটেনের মুসলমানরা পালন করবেন এবারের পবিত্র ঈদুল আজহা। আর এক দিনের ব্যবধানে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানরা উদযাপন করবেন মহান এ দিনটি। ইসলামের অনুসারীদের জন্য বছরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিনগুলোর একটি হচ্ছে এই ঈদুল আজহা। একে কোরবানীর ঈদ নামেও...

স্বাধীনতার অর্ধ শতাব্দী, মুক্তি কত দূরে?

স্বাধীনতা অর্জন যত সহজ, রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। কথাটা গুণীজনদের। উনিশ একাত্তর সালের ২৬ মার্চ সেই অমিত সাহস নিয়ে বাঙালি স্বপ্নের স্বাধীনতা অর্জনের পথে নেমেছিলো। সশস্ত্র সেই অসম যুদ্ধে জয়ও এসেছিলো।  যুগ যুগের অপশাসন ছিঁড়ে পরাধীন, উপনিবেশিত, অবদমিত এবং শোষিত...

বাংলাদেশে লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক

মানুষ মারার চরম নিষ্ঠুর বাণিজ্য কবে বন্ধ হবে? বাংলাদেশের হাসপাতাল আর ক্লিনিকগুলোর বিরুদ্ধে রোগী ও সেবাগ্রহীতাদের অভিযোগের কমতি ছিলো না আগেও। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া একের পর এক ঘটনায় স্বাস্থ্যসেবা দেয়ার নামে বাংলাদেশে হাসপাতাল-ক্লিনিকগুলোর মানুষ মারার চরম নিষ্ঠুর...

একুশ মানে মাথা নত না-করা

আমরা কি করছি? এবারের একুশে ফেব্রুয়ারি আমাদের মহান ভাষা আন্দোলনের বাহাত্তর বছর পূর্ণ করলো। ১৯৫২ সালের পয়ত্রিশ মিনিট। আমাদের জাতীয় ইতিহাসের অত্যন্ত গৌরবজনক দিন-ক্ষণ। বায়ান্নের একুশে ফেব্রুয়ারি মধ্যদুপুরের ১-১০ মিনিট থেকে ১-৪৫ মিনিট সময়টি এক অপরিমেয় শক্তিতে...

আরও পড়ুন »

 

বাংলাদেশে রাজনীতির নৈতিক সংস্কার প্রয়োজন

গাজীউল হাসান খান ♦ এটি বলার অপেক্ষা রাখে না যে আমাদের রাজনীতির প্রাণকেন্দ্র কিংবা প্রধান চালিকাশক্তি হচ্ছে গণতন্ত্র। আমাদের একাত্তর-পূর্ববর্তী রাজনীতির কথা ছেড়ে দিলেও স্বাধীনতা-উত্তর বাংলাদেশে গণতন্ত্রহীন রাজনীতির পরিণতি কী হয়েছে, তা আমরা বিভিন্ন গণ-অভ্যুত্থানের...

লণ্ডনে বাংলাদেশ হাইকমিশনের জাতীয় শোক দিবসের কর্মসূচি বাতিল এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি অপসারণে ৭ই মার্চ ফাউণ্ডেশনের নিন্দা

লণ্ডন, ১২ আগস্ট: লণ্ডনে বাংলাদেশ হাইকমিশনের ৪৯তম জাতীয় শোক দিবসের কর্মসূচি বাতিল এবং এর কার্যালয় থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অপসারণের সাম্প্রতিক সিদ্ধান্তে গভীর হতাশা প্রকাশ করে এর নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ৭ই মার্চ ফাউণ্ডেশন। পাশাপাশি পৃথক একটি...

১৫ই আগস্ট ঘিরে উত্তাপ

সরকারের সামনে চ্যালেঞ্জ মতিউর রহমান চৌধুরী ♦ লণ্ডন, ১২ আগস্ট: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আকস্মিক সরকার পতন। এর জেরে অস্থিরতা তৈরি হয়েছিল নানা ক্ষেত্রে। নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সেই অস্থিরতা কেটে যাচ্ছে ধীরে...

পার্লামেন্টের তদন্তে রেহাই পেলেও বিতর্ক পিছু ছাড়ছে না এমপি টিউলিপের

পার্লামেন্টের তদন্তে রেহাই পেলেও বিতর্ক পিছু ছাড়ছে না এমপি টিউলিপের

লণ্ডন, ১২ আগস্ট: যুক্তরাজ্যের কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সম্পত্তিজনিত আয় নিয়ে আনীত তদন্ত সমাপ্ত ঘোষণা করে পার্লামেন্টারি কমিশনারের কাছ থেকে রেহাই পেলেও বিতর্ক পিছু ছাড়ছে না তাঁর।  ব্রিটিশ ট্যাবলয়েড মেইল এবার তিনি যে বাড়িতে...